ETV Bharat / sukhibhava

বিশ্ব বোকাবাক্স দিবসের তিন দশকে যেভাবে দূরে সরেছে দূরদর্শন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 1:37 PM IST

Updated : Nov 21, 2023, 1:54 PM IST

World Television Day News
বিশ্ব বোকাবাক্স দিবসের তিনদশকে যেভাবে দূরে সরেছে দূরদর্শন

বৈদ্যুতিন সরঞ্জামের বাইরে টেলিভিশনের তাৎপর্যকে শ্রদ্ধা জানানোর জন্য প্রতি বছর 21 নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস পালন করা হয় । এই দিনটি টেলিভিশন কীভাবে বিশ্বায়নের চিহ্ন হয়ে উঠেছে তার একটি অনুস্মারক হিসাবেও কাজ করে ।

হায়দরাবাদ:

পৃথিবীটা নাকি ছোটো হতে হতে

স্যাটেলাইট আর কেবলের হাতে

ড্রইংরুমে রাখা বোকা-বাক্সতে বন্দি...

একবিংশ শতাব্দীর শুরুতে ঝড় তুলেছিল মহীনের ঘোড়াগুলির এই কালজয়ী গান । গৌতম চট্টোপাধ্যায়ের লেখা বুঝিয়ে দিয়েছিল কীভাবে সমাজ, মননকে গ্রাস করছে টেলিভিশন । গোটা পৃথিবীটাকে এক লহমায় এনে দিচ্ছে হাতের মুঠোয় । 1999 সালে প্রকাশিত হয় 'আবার বছর কুড়ি পরে' অ্যালবামের এই গান ।

সালটা 1996 । শুরু হয় বিশ্ব দূরদর্শন দিবস উদযাপন । আমেরিকান উদ্ভাবক ফিলো টেলর ফার্নসওয়ার্থ 1927 সালে প্রথম বৈদ্যুতিক টেলিভিশন তৈরি করেছিলেন । 1996 সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ (UNGA) 21 নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসাবে ঘোষণা করে ।

গৌতম চট্টোপাধ্যায়ের ওই কালজয়ী গানের পর কেটে গিয়েছে দু'যুগ । স্বভাবতই প্রতি বছর নিয়ম করে বোকাবাক্স দিবস এলেও সঙ্গে ঘুরেছে সভ্যতার চাকাও । ডিজিটালাইজেশনের যুগে বাজার ছেয়েছে কম্পিউটার, ল্যাপটপ, মুঠোফোনে । আমোদের অন্যান্য উপায়ের সঙ্গে দরকারে তাতেই টেলিভিশন চ্যানেলও দেখে নিচ্ছে আমজনতা । ফলে বোকাবাক্সের দোর্দণ্ড আজ অস্তমিত ।

থিম: এই বছরের বিশ্ব টেলিভিশন দিবসের থিম হল 'অ্যাক্সেসিবিলিটি', যা ইতিবাচক সামাজিক পরিবর্তন, শিক্ষা এবং বৈশ্বিক সংযোগের জন্য সম্প্রচার, মানসম্পন্ন বিষয়বস্তু প্রচার এবং টেলিভিশন ব্যবহারের গুরুত্ব তুলে ধরে ।

ইতিহাস: বিশ্ব টেলিভিশন দিবস উদযাপন 1996 সালে ফিরে পাওয়া যায় যখন রাষ্ট্রসংঘ প্রথমবারের মতো এই দিবসটি পালন করে ৷ তারা টেলিভিশনের বৈশ্বিক গুরুত্ব নিয়ে আলোচনা করেছিল এবং সেই সময় ছিল যখন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ (UNGA) উদযাপনের সিদ্ধান্ত নেয় । এই দিনটি প্রতি বছর 21 নভেম্বর প্রাথমিকভাবে 1924 সালে স্কটিশ প্রকৌশলী জন লগি বেয়ার্ড দ্বারা উদ্ভাবিত হয় ৷ ভারতে 15 সেপ্টেম্বর, 1959 সালে টেলিভিশনের প্রচলন ঘটে ।

তাৎপর্য: বিশ্ব টেলিভিশন দিবস টেলিভিশনকে আজকের বিশ্বে যোগাযোগ ও বিশ্বায়নের প্রতীক হিসেবে স্বীকৃতি দেয় । এটি সিদ্ধান্ত গ্রহণে টেলিভিশনের প্রভাব, দ্বন্দ্ব, শান্তি এবং অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেয় ।

ভারতে টেলিভিশন: টেলিভিশন ইউনেস্কোর সঙ্গে সহযোগিতার অংশ হিসেবে দিল্লিতে এসেছে ৷ সপ্তাহে দু'বার এক ঘণ্টার জন্য বিভিন্ন সামাজিক থিম যেমন সম্প্রদায়ের স্বাস্থ্য, ট্রাফিক, রাস্তার অনুভূতি, নাগরিকদের কর্তব্য এবং অধিকারের উপর প্রোগ্রাম অফার করে । ভারত 1961 সালে একটি স্কুল এডুকেশনাল টেলিভিশন (STV) প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য এক ঘণ্টা সম্প্রচার প্রসারিত করে । 1972 সালে মুম্বইতে খোলা দ্বিতীয় টেলিভিশন স্টেশনটি ভারতে টেলিভিশনের প্রথম বড় সম্প্রসারণ হিসাবে দেখা হয় । পরবর্তীগুলি পরের বছর অমৃতসরের শ্রীনগরে খোলা হয়েছিল । দুই বছর পর, কলকাতা, চেন্নাই এবং লখনউতে স্টেশন স্থাপন করা হয় ।

প্রায় 17 বছর ধরে টেলিভিশন সম্প্রচার একটি সীমিত ঘণ্টা ভিত্তিতে ছিল এবং সংক্রমণ কালো এবং সাদা ছিল । স্যাটেলাইট ইন্সট্রাকশনাল টেলিভিশন এক্সপেরিমেন্ট (SITE) যেটি অগস্ট 1975 এবং জুলাই 1976 এর মধ্যে পরিচালিত হয়েছিল ৷ ভারতে টেলিভিশনের বৃদ্ধির সূত্রপাতকারী তিনটি ইগনিশন পয়েন্টের মধ্যে প্রথম বলে বিবেচিত হয় ৷ অধ্যাপক সঞ্জয় কাচোট, যিনি সাংবাদিকতা শিক্ষা দেন তিনি একটি গবেষণাপত্রে লিখেছেন, " পরীক্ষাটি ছ'টি রাজ্যের গ্রামে শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করার জন্য একটি উপগ্রহ ব্যবহার করেছে ৷"

"উদ্দেশ্য ছিল উন্নয়নের জন্য টেলিভিশন ব্যবহার করা, যদিও বিনোদনমূলক অনুষ্ঠানও যুক্ত ছিল । এটি আসলে টেলিভিশনকে জনসাধারণের কাছাকাছি নিয়ে এসেছে ।

কীভাবে দূরে সরেছে দূরদর্শন ?

2010-2011 পর্যন্ত বিনোদনের অন্যতম মাধ্যম ছিল টিভি । তারপরেই তার জায়গা নিয়েছে ল্যাপটপ, মোবাইল । অন্যান্য প্রয়োজনীয়তার পাশাপাশি বিনোদন জোগাতেও মুঠোফোনের জুরি মেলা ভার । ফলে তার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ক্রমশই পিছিয়ে পড়েছে টিভি । নিউ জেনের কাছে আস্তে আস্তে আস্তাকুঁড়েয় জিনিসেই পরিনত হচ্ছে একসময়ের বিনোদনের প্রধান উপাদান ।

আরও পড়ুন:

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

Last Updated :Nov 21, 2023, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.