ETV Bharat / state

Protest Against Bad Roads : ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি, বেহাল রাস্তার প্রতিবাদে পথে স্থানীয়রা

author img

By

Published : Sep 1, 2021, 6:32 AM IST

Protest Against Bad Roads
Protest Against Bad Roads

বিধানসভা নির্বাচনের আগেই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি মিলেছিল ৷ কিন্তু ভোট পার হওয়ার তিনমাস বাদেও তার বাস্তবায়ন হয়নি ।

রায়গঞ্জ, 1 সেপ্টেম্বর : ভাঙাচোরা, কর্দমাক্ত, চলাচলের অযোগ্য রাস্তা ৷ নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা ৷ অথচ ভোটের আগে মিলেছিল আশ্বাস ৷ সেই বিধানসভা নির্বাচনের পর তিনটে মাস কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি ৷ এরই প্রতিবাদে মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উদয়পুর চন্ডীতলায় স্থানীয় বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন ।

স্থানীয়দের অভিযোগ, রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের চন্ডীতলা, উদয়পুর সহ বেশ কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ ও পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি চলাচল করে । অথচ ভাঙাচোরা রাস্তার কারণে এই সড়কে প্রতিনিয়ত ঘটে চলেছে দুর্ঘটনা । দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও প্রশাসন সম্পূর্ণ উদাসীন । তাই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ আন্দোলনে নেমেছেন স্থানীয় বাসিন্দারা । রাস্তা সংস্কারের আশ্বাস না মেলা পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলবে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ।

বিধানসভা নির্বাচনের আগেই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি মিলেছিল ৷ কিন্তু ভোট পার হওয়ার তিনমাস বাদেও তার বাস্তবায়ন হয়নি । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের উদয়পুর চন্ডীতলা এলাকার হাজার হাজার মানুষের যোগাযোগের একমাত্র রাস্তা হল চন্ডীতলা বাজার থেকে উদয়পুর পর্যন্ত দুটি সড়ক । দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়ক দুটি বেহাল হয়ে পড়ে রয়েছে । বিশেষ করে বর্ষার সময়ে ভাঙাচোরা রাস্তায় জল জমে কাদা হয়ে যায় ৷ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে । এই রাস্তা পার করেই গ্রামের সাধারণ মানুষকে রোগী নিয়ে সদরে আসা, হাট বাজার, ব্লক সদর, জেলা সদরে আসা যাওয়া সহ গুরুত্বপূর্ণ কাজ করতে হয় । কিন্তু বেহাল এই রাস্তা সংস্কারের কোনও উদ্যোগ কেউ নেয়নি । পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন কারও উদ্যোগ দেখা যায়নি ।

আরও পড়ুন : Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, ধূপগুড়িতে পদপিষ্ট হয়ে আহত 30, আশঙ্কাজনক 4

মাত্র এক কিলোমিটার দূরে উত্তর দিনাজপুর জেলা সদর কর্নজোড়ায় জেলা প্রশাসনিক কার্যালয় থাকলেও প্রশাসনের নজরে আসেনি এই বেহাল রাস্তা । এরই প্রতিবাদে এবং গুরুত্বপূর্ণ এই রাজ্য সড়ক সংস্কারের দাবিতে মঙ্গলবার রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । বাসিন্দাদের দাবি, যতক্ষণ না এই রাস্তা মেরামত করা হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়া হবে । পথ অবরোধস্থল রায়গঞ্জ-বালুরঘাট রাজ্য সড়ক উদয়পুর ঘটনাস্থলে রায়গঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও গেলেও অবরোধ তুলতে নারাজ আন্দোলনকারীরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জয়েন্ট বিডিও গৌতম বর্মন । আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তিনি বলেন, "এক সপ্তাহের মধ্যে রাস্তা মেরামত করে দেওয়া হবে । জয়েন্ট বিডিও-র আশ্বাসে আন্দোলনকারীরা পথ অবরোধ তুলে নিয়েছেন ।" রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেছেন, "বিগত সাত আট বছর ধরে রায়গঞ্জ বিধানসভা এলাকায় কোনও রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার হয়নি । আমি ইতিমধ্যেই আমার বিধানসভা এলাকার 85টি রাস্তা সংস্কার ও নির্মাণের প্রস্তাব জেলাশাসকের কাছে পাঠিয়েছি ।" তাঁর অভিযোগ, রাজ্য সরকার দুয়ারে সরকার কর্মসূচী পালন করছে ৷ অথচ দুয়ারে সরকার কর্মসূচীতে যাওয়ার রাস্তাই নেই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.