Dhupguri : ভ্যাকসিন নিতে প্রবল হুড়োহুড়ি, ধূপগুড়িতে পদপিষ্ট হয়ে আহত 30, আশঙ্কাজনক 4

author img

By

Published : Aug 31, 2021, 5:41 PM IST

Updated : Aug 31, 2021, 7:06 PM IST

Dhupguri

বড় লোহার গেটে ভিড় আছড়ে পড়ে ৷ যার জেরে ভেঙে যায় গেটের তালা ৷ ফলে একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়েন টিকা নিতে আসা মানুষজন ৷ ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে আহত হন 30 জন ৷ আশঙ্কাজনক 4

ধূপগুড়ি, 31 অগস্ট : ভ্যাকসিন গ্রহণ কেন্দ্রে প্রবল হুড়োহুড়ি ৷ কোভিড ভ্যাকসিন নিতে গিয়ে পদপিষ্ট হওয়ার জেরে আহত হলেন 30 মানুষ ৷ কেউ ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়লেন ৷ কারও শরীর থেকে রক্ত ঝরল ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ির বানারহাট ব্লকের শালবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ আহতদের মধ্যে পুলিশ কর্মীও রয়েছেন ৷ গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

এলাকার দুরামারি চন্দ্রকান্ত উচ্চবিদ্যালয়ে কোভিড ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছে ৷ মঙ্গলবার সকাল থেকে টিকাকেন্দ্রের বাইরে লম্বা লাইন ছিল ৷ বেলা যত বাড়তে থাকে ভিড় তত বাড়ে ৷ এতটাই ভিড় বেড়ে যায় যে গেটের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা ভিড় সামাল দিতে স্কুলের ছোট গেটটি খুলে দেয় ৷ তাতে হুড়োহুড়ি আরও বাড়ে ৷ বড় লোহার গেটে ভিড় আছড়ে পড়ে ৷ যার জেরে ভেঙে যায় গেটের তালা ৷ ফলে একে অপরের উপর হুমড়ি খেয়ে পড়েন টিকা নিতে আসা মানুষজন ৷ ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার মতো অবস্থা হয় ৷ তাতেই আহত হন 30 জন ৷ তার মধ্যে গুরুতর আহত হয়েছেন চারজন ৷ হুড়োহুড়িতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ কর্মীও ৷

আরও পড়ুন : Corona in India : একদিনে সংক্রমণ কমে 30 হাজারের ঘরে, কেরালা একাই সাড়ে 19 হাজার

আহতদের উদ্ধার করে প্রথমে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে গুরুতর আহতদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় এলাকায় । তবে এই দুর্ঘটনার পরেও ভ্যাকসিনেশন ক্যাম্পে ভিড়ের চাপ কমেনি ।

এই বিষয়ে জেলাশাসক মৌমিতা গোদারা জানিয়েছেন, এডিএম-কে ঘটনার তদন্তের জন্য পাঠানো হয়েছে । কিভাবে এ ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে । ওই কোভিড ভ্যাকসিন সেন্টারে আপাতত টিকাকরণ বন্ধ রয়েছে । বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চার জনকে ভর্তি করা হয়েছে ৷

ধূপগুড়িতে পদপিষ্ট হয়ে আহত 30

এদিকে বিষয়টি নিয়ে শাসকদলের উপর তোপ দেগেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাকসিন বন্টন নিয়ে কোনও সুষম নীতি নেই । সরকার সুষ্ঠভাবে ভ্যাকসিন বন্টন না করে প্রধানমন্ত্রীর বিরোধিতা করে যাচ্ছে । যেভাবে ভ্যাকসিন বন্টন করা হচ্ছে তার মধ্যে চূড়ান্তভাবে রাজনীতির বিভাজন আছে ।" এর পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিজেপির সহ-সভাপতি অলোক চক্রবর্তী বলেন, "আজকের এই অবস্থার জন্য সরাসরি দায়ী মুখ্যমন্ত্রী ৷ এত এত অফিসার থাকতেও কোনও সুষ্ঠ পরিকল্পনা নেই ৷ সিএমওএইচ কি করছিলেন ? তাঁদের উত্তর দেওয়ার কোনও জায়গা নেই ৷ মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে এই সরকার ৷ দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানাচ্ছি ৷" আপাতত ওই সেন্টারে ভ্যাকসিন দেওয়া বন্ধ রয়েছে ৷ পরবর্তীতে কীভাবে টিকাকরণ হওয়া উচিত? অলোক চক্রবর্তী বলছেন, "দুয়ারে সরকার নিয়ে গিয়েছেন ৷ এবার দুয়ারে দুয়ারে ভ্যাকসিন নিয়ে যান ৷ সরকারের এত এত কর্মীকে কাজে লাগাতে হবে ৷ তা না করে একটা ছোট্ট জায়গার মধ্যে এত লোকের টিকার ব্যবস্থা করলে এরকমই হবে ৷"

আরও পড়ুন : Delta Plus AY-12 : উত্তরাখণ্ডে করোনা আক্রান্তের শরীরে ডেল্টা প্লাসের নতুন ভ্যারিয়্যান্ট

যদিও বিষয়টি নিয়ে কথা বলতে চাননি জলপাইগুড়ির সিএমওএইচ রমেন্দ্রনাথ প্রামাণিক ৷ ইটিভি ভারতের তরফে তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা হলে তিনি বলেন, " ভ্যাকসিন নিতে গিয়ে কিছু মানুষ অসুস্থ হয়েছেন সেটা শুনেছি ৷ আসল ঘটনা কিছু জানি না ৷ আমি ঘটনাস্থলে যাব ৷ না দেখে কিছু বলতে পারব না ৷"

Last Updated :Aug 31, 2021, 7:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.