ETV Bharat / state

TMC Leader Death ইটাহারে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির রক্তাক্ত দেহ উদ্ধার

author img

By

Published : Aug 13, 2022, 4:51 PM IST

tmc-leader-body-found-in-itahar-north-dinajpur
TMC Leader Body Found in Itahar North Dinajpur

ইটাহারে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য (TMC Leader Body Found in Itahar North Dinajpur) ৷ ধান ক্ষেতের মধ্যে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ইটাহার, 13 অগস্ট: তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইটাহারে (TMC Leader Body Found in Itahar North Dinajpur) ৷ মৃত তৃণমূল নেতা ইটাহারের গোটলুর প্রাক্তন বুথ সভাপতি আব্দুল কাশেম ৷ এ দিন সকালে ইটাহার থানার বাসথোপি এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের পাশে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে ৷ ঘটনাস্থলে রায়গঞ্জ পুলিশ জেলার আধিকারিক এবং ইাটাহা থানার পুলিশ গিয়েছে ৷ তদন্তের জন্য পুলিশ কুকুর নিয়ে আসা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হন আব্দুল কাশেম ৷ কিন্তু, সেদিন তিনি বাড়ি ফেরেননি ৷ সকালে পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয় ৷ পুলিশ নিখোঁজের অভিযোগ দায়ের করে ৷ কিন্তু, এ দিন সকালে 34 নম্বর জাতীয় সড়কে আব্দুল কাশেমের দেহ পড়ে থাকতে দেখা যায় ৷ তবে, যেখানে তাঁর ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছে, সেখান থেকে ওই তৃণমূল নেতার বাড়ির দূরত্ব অনেকটাই ৷ ফলে সেখানে কীভাবে আব্দুল কাশেম পৌঁছালেন, তা ভাবাচ্ছে পুলিশকে ৷ মনে করা হচ্ছে কারও সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি ৷

ইটাহারে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির রক্তাক্ত দেহ উদ্ধার

পুলিশ তদন্তে নেমে কাশেমের মোবাইলের কল লিস্ট খতিয়ে দেখছে ৷ সেখান থেকে কোনও তথ্য পেলেও পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তবে, কে বা কারা তাঁকে মারল তা নিয়ে ধন্দে পুলিশ প্রশাসন ৷ পরিবারের তরফে এর সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই বল দাবি করা হচ্ছে ৷ তাঁদের মতে, টাকাপয়সার কোনও লেনদেন নিয়ে ঝামেলার জন্যই আব্দুল কাশেমকে মারা হয়েছে ৷

আরও পড়ুন: আলিপুরদুয়ারে তৃণমূল বুথ সভাপতিকে কুপিয়ে খুন, অভিযুক্ত বিজেপি

তবে, পুলিশ পুরো বিষয় নিয়ে এখনই কিছু বলতে নারাজ ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এ দিন তদন্তের জন্য পুলিশ কুকুর ঘটনাস্থলে নিয়ে আসা হয় ৷ আব্দুল কাশেমের মোবাইল ফোনের লোকেশন সহ অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.