ETV Bharat / state

Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীর আত্মীয়কে মারধর, অভিযোগ তৃণমূলী দুষ্কৃতীদের বিরুদ্ধে

author img

By

Published : Jul 2, 2023, 10:21 PM IST

Updated : Jul 2, 2023, 10:45 PM IST

Etv Bharat
বিজেপি প্রার্থীর আত্মীয়কে মারধরের অভিযোগ

নির্বাচনী প্রচারের মধ্যেই বিজেপি প্রার্থীর ভাইয়ের স্ত্রী’র উপর হামলা বাইক বাহিনীর ৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি ৷

বিজেপি প্রার্থীর আত্মীয়কে মারধরের অভিযোগ বাইক বাহিনীর বিরুদ্ধে

রায়গঞ্জ, 2 জুলাই: নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোট পূর্ববর্তী অশান্তির ঘটনা ৷ প্রায়ই দিনই কোথাও না কোথাও প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির বিরোধীদের দিকে ৷ শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের গিয়াশীল এলাকাতেও চাঞ্চল্য ছড়াল ভোট পূর্ববর্তী অশান্তির ঘটনায় ৷ প্রচারের সময় মহিলাকে লাঠি বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বাইক বাহিনীর বিরুদ্ধে ৷ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পম্পা সূত্রধর ৷

জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গিয়াশীল বুথের বিজেপি প্রার্থী হয়েছেন রতন সূত্রধর । তাঁর ভাইয়ের স্ত্রী পম্পা সূত্রধর ৷ তাঁর উপরই হামলার অভিযোগ ৷ বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার জানান, মনোনয়ন দাখিলের পর থেকেই রতনের উপর নানান ভাবে চাপ সৃষ্টি করছে তৃণমূল । প্রথমে অর্থের লোভ দেখানো তারপর হুমকি দেওয়া হয় তাঁকে । এরপর শনিবার সন্ধ্যায় প্রচার করছিলেন ওই বিজেপি প্রার্থী ৷ সেই সময়েই তাঁর ভাইয়ের স্ত্রী পম্পা সূত্রধরকে রাস্তায় তৃণমূলের বাইক বাহিনী এলোপাথারি লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ । আক্রান্ত পম্পা দেবীকে রাতেই হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় ।

ঘটনার খবর পেয়ে বিজেপির পাশাপাশি রাতেই আক্রান্ত মহিলাকে দেখতে হাসপাতালে যান স্থানীয় তৃণমূল নেতা । এই ঘটনার চরম নিন্দা করেছেন হেমতাবাদ ব্লক তৃণমূলের-সহ সভাপতি মজিবুর রহমান দুলাল । তিনি জানান, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । অন্যদিকে অবিলম্বে প্রশাসনিক ভাবে পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি । বিরোধীদের উপর হামলা এটাই প্রথম নয়, কয়েকদিন আগে বিজেপি পার্টি অফিসের পাশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল ।

আরও পড়ুন: পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ অরূপ রায়ের বিরুদ্ধে, কর্মফল বলছেন মনোজ

মূলতঃ ভোট ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক হানাহানির একাধিক অভিযোগ সামনে এসেছে । কোচবিহার থেকে চোপড়া, মুর্শিদাবাদ থেকে ভাঙর সর্বত্রই শাসক-বিরোধী সংঘর্ষে তৈরী হয়েছে সন্ত্রাসের বাতাবরন। এবারে সেই আবহে রক্ষা পেলেন না বাড়ির গৃহবধূও। ঘটনাস্তল হেমতাবাদ ব্লকের ৪ নং গ্রাম পঞ্চায়েতের গিয়াশীল এলাকা। সেখানে বিজেপি প্রার্থীর পরিবারের এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে ।

Last Updated :Jul 2, 2023, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.