ETV Bharat / state

Manoj Pokes Arup: পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ অরূপ রায়ের বিরুদ্ধে, কর্মফল বলছেন মনোজ

author img

By

Published : Jul 2, 2023, 3:49 PM IST

Updated : Jul 3, 2023, 7:36 AM IST

টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট বিক্রির অভিযোগ উঠেছে অরূপ রায়ের বিরুদ্ধে ৷ সেই প্রসঙ্গে বলতে গিয়ে সমবায় মন্ত্রীকে খোঁচা দিলেন মনোজ তিওয়ারি ৷

Manoj Pokes Arup
Manoj Pokes Arup

অরূপ রায়কে খোঁচা মনোজের

শিবপুর, 2 জুলাই: যাঁরা একদিন তাঁকে বদনাম করার চেষ্টা করেছিলেন, আজ তাঁরাই সেই জায়গাতে দাঁড়িয়ে ৷ এটাই কর্মফল ৷ মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে টাকা নিয়ে পঞ্চায়েতেক টিকিট বিক্রি করার যে অভিযোগ উঠেছে, সে প্রসঙ্গে আজ অরূপকে খোঁচা দিয়ে এ কথা বললেন মন্ত্রী মনোজ তিওয়ারি ৷

রবিবার শিবপুর বিধানসভা এলাকায় একটি রক্তদান অনুষ্ঠানে এসে সমবায় মন্ত্রী অরূপ রায়ের নাম না করে তাঁকে খোঁচা দেন মন্ত্রী মনোজ তিওয়ারি । তিনি বলেন, "একমাস আগে মন্ত্রী মনোজ তিওয়ারিকে বদনাম করার জন্য কিছু ব্যক্তি মিথ্যে অভিযোগ এনেছিল । কোনও কিছু না জেনেই সেই নেতারা আমার বিরুদ্ধে বড় বড় কথা বলেছিলেন । যদিও আমি তাঁদের বিরুদ্ধে গোটা বিষয় না জেনে কোনও মন্তব্য করব না । রবিবার দুপুরে আমি পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের সঙ্গে কথা বলব । এত দিনের পুরনো একজন বিধায়ক যখন টাকা নিয়ে প্রার্থী করানোর অভিযোগ তুলেছেন, তখন দলের শীর্ষ নেতৃত্বের বিষয়টি তদন্ত করে দেখা উচিত । গুলশনদার কাছে ভিডিয়ো রয়েছে বলেও শুনেছি । তাই তদন্ত করে অভিযোগ সত্যি প্রমাণিত হলে দলের কড়া ব্যবস্থা নেওয়া উচিত ।"

এছাড়াও মনোজ আরও বলেন, একেই বলে কর্ম । অন্যের বিরুদ্ধে যাঁরা এই ধরনের কাজ করে থাকেন, এখন উপরওয়ালা তাঁদেরকেই সেই জায়গাতে এনে দাঁড় করিয়ে দিয়েছে । তাই সকলের নিজের কর্মের কথা মনে রাখা উচিত । শিবপুরের বিধায়কের কথায়, "আমি কারও বিরুদ্ধে কোনও মন্তব্য করছি না । আমি শুধু প্রশ্নের উত্তর দিচ্ছি । গোটা ঘটনা জানার পরই আমি আমার মন্তব্য করব ।"

অরূপ রায়কে খোঁচা মনোজ তিওয়ারির

আরও পড়ুন: তৃণমূল প্রার্থীকে হাঁসুয়ার কোপ ! পঞ্চায়েত ভোট ঘিরে ফের উত্তাপ ভাঙড়ে

প্রসঙ্গত, মন্ত্রী অরূপ রায় টাকার মাধ্যমে পঞ্চায়েত সমিতির আসন বিক্রি করছেন, এমনই অভিযোগ এনেছিলেন হাওড়ার পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক । রাত আড়াইটে নাগাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভপতি তুফান ঘোষ অরূপ রায়ের বাড়িতে দশ লক্ষ টাকা দিয়ে যান বলে অভিযোগ তুলেছেন গুলশন মল্লিক। তুফান ঘোষ আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জগৎবল্লভপুর গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

এছাড়াও তৃণমূল বিধায়কের আরও অভিযোগ, তাঁর এলাকার পঞ্চায়েতের অন্যান্য আসনগুলোও অর্থের বিনিময়ে কিনতে চাইছেন মন্ত্রী অরূপ রায় এবং তাঁর অনুগামীরা । যদিও এই সব তিনি সহ্য করবেন না বলেই জানান বিধায়ক । এছাড়াও তুফান যে দিন তাঁর বাড়িতে টাকা দিতে এসেছিলেন, সেই মুহূর্তের একটি ভিডিয়ো রয়েছে । সেই ভিডিয়ো ফুটেজ ইতিমধ্যে দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গুলশন । পঞ্চায়েত ভোট প্রচারে গিয়ে প্রকাশ্য মঞ্চ থেকেই সমবায় মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এ হেন অভিযোগ তোলেন পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক ।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন সমবায় মন্ত্রী অরূপ রায় । তিনি বলেন, "আমি এই ধরনের কাজ করতে বিশ্বাস করি না । যদি এ রকম কেউ অভিযোগ তোলে, তাহলে তা সত্যি নয় । আমার দলের ছেলেরা টাকা দিয়ে প্রার্থী হতে চাইলেও আমিই সেটা মানব না । আমার বিরুদ্ধে ওটা এই সব অভিযোগ সর্বৈব মিথ্যে ।'

যদিও এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে 'চোরেদের দল' বলে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই ।

Last Updated : Jul 3, 2023, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.