ETV Bharat / state

Suvendu Adhikari: মিড-ডে মিলের টাকায় কম্বল বিতরণ ও বগটুইয়ে আর্থিক সাহায্য, বিস্ফোরক শুভেন্দু

author img

By

Published : Apr 12, 2023, 10:53 PM IST

Updated : Apr 12, 2023, 11:00 PM IST

ETV Bharat
শুভেন্দু অধিকারী

বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে সভা ছিল শুভেন্দু অধিকারীর ৷ সেই সভা থেকে এদিন দুর্নীতি প্রসঙ্গে রাজ্যকে বিঁধেছেন শুভেন্দু অধিকারী ৷

শুভেন্দুর বক্তব্য

রায়গঞ্জ, 12 এপ্রিল: একশো দিনের কাজ, আবাস যোজনার পর এবার রাজ্যে মিড-ডে মিল প্রকল্পেও দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ এই দুর্নীতির অঙ্ক প্রায় 100 কোটির বলে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা পড়েছে জয়েন্ট রিভিউ মিশনের তরফে ৷ এই তথ্যকে তুলে ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বুধবার আক্রমণ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, বগটুইয়ে মৃতদের পরিবারকে যে আর্থিক সাহায্য করা হয়েছিল রাজ্যের তরফে ও হিঙ্গলগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কম্বল বিলি করেছিলেন তা সবই হয়েছে মিড-ডে মিলের টাকা চুরি করে ৷ বুধবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দলীয় এক জনসভায় যোগ দিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এদিনের সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ অন্যান্য বিজেপি নেতা-নেত্রীরা ।

এদিন শুভেন্দু আরও বলেন, "তৃণমূল কংগ্রেস দল আর থাকবে না । আগে বলা হত এআইটিসি । এআই কেটে নেবার পর এখন শুধু টিসি । আর কয়েকদিন বাদে টি উঠে গিয়ে শুধুমাত্র পিসি থাকবে । আর কিছুই থাকবে না ৷" বুধবার বাঁকুড়ার ওন্দায় তৃণমূল কংগ্রেসের কর্মীসভায় যোগ দিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 2019 লোকসভা এবং 2021 বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার মানুষ বিজেপিকে যে ভোট দিয়েছিল তার প্রায়শ্চিত্ত করতে হবে । এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী এদিনের জনসভা থেকে বলেন,"মুখ্যমন্ত্রীর ভাইপো বাঁকুড়ার মানুষকে প্রায়শ্চিত্ত করতে বলে সেখানকার মানুষকে অপমান করছেন । মানুষই তার যোগ্য জবাব দেবে । ভাইপো সংবিধান সম্পর্কে কিছু জানেন না বলেই এমন মন্তব্য করতে পারেন ।" অভিষেকের মন্তব্যের প্রেক্ষিতে বাঁকুড়ার মানুষের কাছে তাঁকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন শুভেন্দু ৷

এদিনের সভা থেকে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের বিধানসভার বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনকেও একহাত নেন শুভেন্দু অধিকারী । তিনি জানান, মন্ত্রীর স্ত্রী হেমতাবাদের একটি অঞ্চলের প্রধান । পুকুর কাটার নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি করেছেন তিনি । তাঁর অভিযোগ, প্রশাসনিকভাবে এই দুর্নীতি প্রমাণিত হলেও আজও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি । এছাড়াও উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মিনার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "মালদা এবং উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক 100 দিনের প্রকল্পে সবচেয়ে বেশী দুর্নীতি করেছেন । মালদা জেলায় দুর্নীতি প্রমাণ হয়েছে । উত্তর দিনাজপুর জেলাতে দুর্নীতির তদন্ত করা হবে ।" রাজ্যে মিড-ডে মিল ও 100 দিনের কাজ প্রকল্পেও যে দুর্নীতি হয়েছে এবং তা নিয়ে কেন্দ্রের কাছে রিপোর্ট আছে এদিন তাও বলেন শুভেন্দু অধিকারী ৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যস্তরে জোট করবে না সিপিএম, বার্তা সেলিমের

Last Updated :Apr 12, 2023, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.