ETV Bharat / state

শুভেন্দুর পোস্টার এবার রায়গঞ্জে

author img

By

Published : Nov 29, 2020, 9:42 AM IST

রায়গঞ্জ পৌরসভা এলাকাতে এমন ফ্লেক্স রীতিমতো তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের ঘুম উড়িয়ে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । সম্প্রতি শুভেন্দু অধিকারীর নানা পদক্ষেপ নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে ।

শুভেন্দুর পোস্টার
শুভেন্দুর পোস্টার

রায়গঞ্জ, 29 নভেম্বর : মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার 48 ঘণ্টার মধ্যেই শুভেন্দু অধিকারীর সমর্থনে ফ্লেক্স পড়ল রায়গঞ্জ পৌরসভা এলাকায় । ফ্লেক্সে লেখা "দাদা ছিলেন, আছেন, থাকবেন আমাদের হৃদয়ে ৷ আমরা দাদার অনুগামী ।" এই ফ্লেক্স নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জের রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।

রায়গঞ্জ পৌরসভা এলাকাতে এমন ফ্লেক্স রীতিমতো তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের ঘুম উড়িয়ে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ । সম্প্রতি শুভেন্দু অধিকারীর নানা পদক্ষেপ নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে । তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে বলে নানান জল্পনা-কল্পনা চলছিল । বহুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারী অনুগামী হিসেবে পরিচয় দিয়ে নানান ধরনের স্লোগান লেখা ফ্লেক্স লাগানো নিয়েও জল্পনা ছড়ায় ।

জেলার ডালখোলাতে প্রথম এমন ফ্লেক্স লাগানো হয়েছিল । শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর রায়গঞ্জ শহরের ফ্লেক্স লাগানোয় আরও একবার বিতর্ক সৃষ্টি হল বলে মনে করছে রাজনৈতিক মহল । শহরের 25 নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকাতে জাতীয় সড়কের উপরে তাঁর পোস্টার লাগানো হয়েছে । BJP-র পোস্টারের পাশেই এই ফ্লেক্স লাগানো হয়েছে যা আরো বেশি জল্পনা সৃষ্টি করেছে । যদিও তৃণমূল নেতৃত্ব এই বিষয়টিকে খুব একটা বেশি গুরুত্ব দিতে রাজি হয়নি ৷ উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, ‘‘ কে কোথায় কী ফ্লেক্স লাগিয়েছে তা জানি না । তবে আমাদের দলে কোনও কাউন্সিলর বা নেতৃত্ব BJP-তে যাচ্ছেন, এমনটা আমার জানা নেই ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.