ETV Bharat / state

পুজো হয় না প্রিয়রঞ্জনের বাড়িতে, মন ভার কালিয়াগঞ্জের

author img

By

Published : Oct 23, 2020, 9:20 PM IST

raiganj
raiganj

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের শ্রীকলোনির বাসিন্দা ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সি । তাঁর মৃত্যুর পর সেই বাড়ির পুজোও বন্ধ হয়েছে । কিন্তু কালিয়াগঞ্জের মনে পড়ে প্রিয়রঞ্জন দাসমুন্সিকে ।

রায়গঞ্জ, 23 অক্টোবর : দুর্গাপুজো এলেই কালিয়াগঞ্জের মনে পড়ে প্রিয়রঞ্জন দাসমুন্সিকে । প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যে কালিয়াগঞ্জের ভূমিপুত্র । প্রিয়রঞ্জনবাবুর মৃত্যুর পর থেকে দুর্গাপুজো এল মন কেমন করেন কালিয়াগঞ্জের শ্রীকলোনি এলাকার বাসিন্দাদের । তিনি অসুস্থ হওয়ার পর কয়েকবছর ঘটপুজো হয় । এখন সেই পুজোও বন্ধ হয়ে গেছে । পুজোর আনন্দ থাকলেও স্থানীয়দের মনে শূন্যতা থেকেই যায় ।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের শ্রীকলোনির বাসিন্দা ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সি । ছাত্র সময় থেকেই কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত হন । জেলা ছাড়িয়ে কলকাতা এবং পরবর্তীতে সর্বভারতীয় রাজনীতিতে একটা নাম প্রিয়রঞ্জন দাসমুন্সি ।

দাসমুন্সি বাড়িতে আছে এক বিশালাকার দুর্গামন্দির । একসময় ধুমধাম করে হত পুজো । রথযাত্রার দিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজো শুরু হয়ে যেত । সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় প্রিয়বাবু বাড়ির সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখতে পারতেন না । কিন্তু ষষ্ঠীর দিন অবশ্যই কালিয়াগঞ্জের বাড়িতে আসতেন । বাড়িতে এসেই দুঃস্থ-অসহায় মানুষের হাতে নতুন কাপড় তুলে দিতেন । এইভাবেই শুরু হত দাসমুন্সি বাড়ির দুর্গাপুজো ।

পুজো-অর্চনার সঙ্গেই আমন্ত্রণ করতেন উত্তরবঙ্গে সমস্ত কংগ্রেস নেতাকে । বাড়িয়ে নিতেন রাজনীতির জনসংযোগ । অষ্টমীতে তাঁর বাড়িতে প্রদেশ কংগ্রেস সহ দিল্লি থেকেও আসতেন কংগ্রেস নেতারা ।

পুজোর দিনগুলিতে শ্রীকলোনিতে চাঁদের হাট বসত । পুলিশ প্রশাসনের কড়াকড়িতে শ্রীকলোনিতে সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রেও কড়াকড়ি হত । অষ্টমীর রাতে প্রিয়বাবু তাঁর পত্নী দীপা দাসমুন্সিকে নিয়ে ধুনুচি নাচ করতেন । যা দেখতে দূরদূরান্তের মানুষ উপস্থিত হতেন ।

প্রিয়বাবু 2008 সালে অসুস্থ হয়ে পড়েন । তিনি অসুস্থ হওয়ার পর প্রিয়বাবুর ডান হাত হিসেবে পরিচিত কালিয়াগঞ্জ পৌরপতি অরুণ দেসরকার ঘটপুজোর মধ্যে দিয়ে পুজোর প্রচলন চালিয়ে গেছেন । 2017 সালের 20 নভেম্বর প্রিয়বাবুর মৃত্যু হয় ৷ তারপর সেই পুজোও বন্ধ হয়ে যায় । আজ মহাসপ্তমীতেও তাই ভারাক্রান্ত শ্রীকলোনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.