ETV Bharat / state

Police Attempt to Suicide: সার্ভিস রিভালভার দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা, আশঙ্কাজনক পুলিশকর্মী

author img

By

Published : May 22, 2023, 7:32 PM IST

সকালে ডিউটিতে যাওয়ার আগে ঘরের মধ্যে সার্ভিস রিভালভার দিয়ে নিজেকেই গুলি করলেন এক পুলিশকর্মী ৷ আওয়াজ পেয়ে সহকর্মীরা গিয়ে উদ্ধার করলেন তাঁর রক্তাক্ত দেহ ৷ আত্মহত্যার নেপথ্যে কী ?

Etv Bharat
গুলিবিদ্ধ হয়ে আহত পুলিশ কর্মী

পুলিশকর্মীর আত্মহত্যার চেষ্টায় পরিবার ও চিকিৎসকের বক্তব্য

রায়গঞ্জ, 22 মে: ডিউটি করতে যাওয়ার আগে নিজের সার্ভিস রিভালভার দিয়ে গুলি করে আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশকর্মী । গুরুতর আহত অবস্থায় তাঁকে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয় সোমবার । ওই পুলিশকর্মীর নাম তাপী থোকদার । মালদার চাঁচলের বাসিন্দা তিনি ৷ রায়গঞ্জ থানায় হোমগার্ড পদে কর্মরত ছিলেন ৷ তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা যা তাতে 72 ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বোঝা যাবে না বলে জানান রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজের ডাক্তার সঞ্জয় শেঠ । পাশাপাশি তিনি মানসিক দিক দিয়ে অনেকটাই দুর্বল ছিলেন বলেই নিজের সার্ভিস বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন বলেও জানান ডাক্তার সঞ্জয় শেঠ । তাঁর গলায় অনেকটা ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার আদিবাসী সিঙ্গল অভিযানের পক্ষ থেকে বাংলা বনধের ডাক দেওয়া হয়েছিল ৷ সেখানেই ডিউটিতে যাওয়ার আগে হঠাৎ করে তাঁর রুম থেকে গুলির আওয়াজ শুনতে পান অন্যান্য পুলিশকর্মীরা ৷ তড়িঘড়ি তাঁর ঘরে গিয়ে সহকর্মীরা দেখেন তাপী ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন । পুলিশের অনুমান নিজের সার্ভিস রিভালবার দিয়েই আত্মহত্যা করার চেষ্টা করেন তিনি । তড়িঘড়ি তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট ও মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে তাপী থোকদার এহেন কাজ করলেন, তার তদন্ত শুরু করেছে পুলিশ ।

তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, তিন বছর আগে চাঁচলের চন্দ্রপাড়ার বাসিন্দা বর্ষার সঙ্গে তাপী থোকদারের বিয়ে হয় । বিয়ের কিছুদিন যেতে না-যেতেই দু'জনের মধ্যে গণ্ডগোল শুরু হয় । পরে জানা যায়, স্ত্রী বর্ষার বিয়ের আগে একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। সেই কারণে বিয়ে পর তাপী থোকদারকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন স্ত্রী। এক বছর যেতে না-যেতেই স্ত্রী তাঁকে ছেড়ে বাপের বাড়িতে চলে যান বলে অভিযোগ। বিগত দু'বছর ধরে স্ত্রী বাপের বাড়িতেই রয়েছেন ৷ তারপর বহুবার স্ত্রীকে আনতে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু স্ত্রী না-ফেরায় তারপর থেকেই মানসিক দিক দিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েন তাপী। তাঁর সহকর্মীদের সঙ্গেও ঠিকমতো কথা বলতেন না ।

সোমবার সকালে তাঁর বনধের ডিউটি করতে যাওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই ঘর থেকে গুলির আওয়াজ শুনতে পান সহকর্মীরা ৷ উদ্ধারের পর তাঁকে ভর্তি করা হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । তিনটে অস্ত্রোপচারের পরও অবস্থার উন্নতি হয়নি তাপী থোকদারের । 72 ঘণ্টা পার না-হওয়া পর্যন্ত কিছুই বোঝা যাবে না বলে জানিয়েছেন চিকিৎসক ৷

আরও পড়ুন : কালিয়াগঞ্জের ঘটনা থেকে শিক্ষা ! উত্তর দিনাজপুরে দেহ উদ্ধারের প্রশিক্ষণ পুলিশের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.