ETV Bharat / state

Swasthya Sathi Card: স্বাস্থ্যসাথী থাকা সত্ত্বেও অস্ত্রোপচারের টাকা দাবি, কাঠগড়ায় নার্সিংহোম

author img

By

Published : Sep 7, 2022, 5:43 PM IST

Nursing home accused of pressuring patients family for money despite having Swasthya Sathi Card
Nursing home accused of pressuring patients family for money despite having Swasthya Sathi Card

স্বাস্থ্যসাথীর কার্ড (Swasthya Sathi Card) থাকার সত্ত্বেও অস্ত্রোপচারের আগের মুহূর্তে রোগীর পরিবারকে টাকার জন্য চাপ দেওয়ার অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে । টাকা জোগার করতে না পারায় বয়স্ক মহিলা রোগীকে ওটি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে । মঙ্গলবার রাতে ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জ শহরের উত্তর কলেজ পাড়ায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে ।

রায়গঞ্জ, 7 সেপ্টেম্বর: ফের স্বাস্থ্যসাথী কার্ডের (Swasthya Sathi Card) পরিষেবা নিয়ে টাল বাহানার অভিযোগে চাঞ্চল্য ছড়াল নার্সিংহোম চত্বরে । কাঠগড়ায় রায়গঞ্জ শহরের উত্তর কলেজপাড়ার একটি বেসরকারি নার্সিংহোম । রোগীকে ওটিতে বসিয়ে অস্ত্রোপচারের আগের মুহূর্তে অসহায়তার সুযোগ নিয়ে টাকার জন্য চাপ সৃষ্টির অভিযোগ তুলে সরব হয়েছেন পরিবারের লোকেরা । যদিও এই অভিযোগ অস্বীকার করে পালটা স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিষেবাগত পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে নার্সিংহোম কর্তৃপক্ষ (Nursing Home) ।

জানা গিয়েছে, রায়গঞ্জ থানার ভাতঘড়া এলাকার বাসিন্দা মুক্তিবালা দাসের গলব্লাডারে সম্প্রতি পাথর ধরা পরে । তাঁর চিকিৎসা করছিলেন ডা. কালিশঙ্কর ভট্টাচার্য । ডাক্তারের নির্দেশে মঙ্গলবার সকালে ওই নার্সিংহোমে মাকে ভর্তি করেন গোপাল দাস । তিনি জানান, শুরুতেই ডাক্তারের সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের সহায়তায় অস্ত্রোপচারের কথা বলেছিলেন । ডাক্তার কালিশঙ্কর তাঁকে এ বিষয়ে আশ্বস্তও করেছিলেন বলে দাবি তাঁর । গোপাল আরও দাবি করেন, এরই মধ্যে হঠাৎই এদিন সন্ধ্যায় তাঁর মাকে অস্ত্রোপচারের জন্য ওটিতে নিয়ে যাওয়া হয় । এরপরই শুরু হয় টালবাহানা । অভিযোগ, অস্ত্রোপচারের প্রাকমুহূর্তে ওটিতে রোগীকে বসিয়ে রেখে স্বাস্থ্যসাথী পরিষেবা বাতিল করে 20 হাজার টাকা চায় নার্সিংহোম কর্তৃপক্ষ ।

গোপালের অভিযোগ, তাঁর কাছে স্বাস্থ্যসাথী কার্ডে প্রায় 17 হাজার টাকা কেটে নেওয়ার মেসেজ আসলেও তা মানতে নারাজ নার্সিংহোম কর্তৃপক্ষ ও স্বাস্থ্যসাথীর দায়িত্বপ্রাপ্ত কর্মী । এ দিকে টাকা দিতে না-পারায় অসহায় বয়স্ক ওই রোগীকে ওটি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ । এরপর শুরু হয় বাগবিতণ্ডা । চূড়ান্ত হেনস্থার অভিযোগ তুলে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন রোগীর ছেলে ।

স্বাস্থ্যসাথী থাকা সত্ত্বেও অস্ত্রোপচারের টাকা দাবি, কাঠগড়ায় নার্সিংহোম

এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ক্রমশই বাড়তে থাকে । পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ । অন্যদিকে এ বিষয়ে নার্সিংহোমের সহকারী ম্যানেজার বাবলু সিং অবশ্য হেনস্থার অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর পালটা দাবি, এই রোগীর স্বাস্থ্যসাথী পরিষেবার অনুমতি না-মেলায় অস্ত্রোপচার করা যায়নি। এর জন্য অবশ্যই স্বাস্থ্যসাথী প্রকল্পের উর্ধতন কর্তৃপক্ষের কাঁধেই দায় চাপিয়েছেন বাবলু (Nursing home accused of pressuring patients family for money despite having Swasthya Sathi Card) ।

আরও পড়ুন: মেলেনি স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা, চিকিৎসার অভাবে মৃত্যুমুখী নাবালক

প্রসঙ্গত, রাজ্যের মানুষকে বিনে পয়সায় চটজলদি স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । কিন্তু এক্ষেত্রে একাধিকবার এ বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে বিভিন্ন বেসরকারি নার্সিংহোম । যা নিয়ে অবশ্যই সরব হয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.