ETV Bharat / state

বিধায়কের মানবিক মুখ দেখল রায়গঞ্জ, অসহায় বৃদ্ধার সাহায্যে এগিয়ে এলেন কৃষ্ণ কল্যাণী

author img

By

Published : May 14, 2021, 3:26 PM IST

বৃদ্ধার সাহায্যে এগিয়ে এলেন কৃষ্ণ কল্যাণী
বৃদ্ধার সাহায্যে এগিয়ে এলেন কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জ পুরসভার 13 নম্বর ওয়ার্ডের শিল্পীনগর এলাকায় ভাঙাচোরা ঘরে একাই থাকেন অশীতিপর বৃদ্ধা প্রেমদাসী মহন্ত । ঘরের ছাউনি ছেঁড়া পলিথিন দিয়ে ঢাকা । বৃষ্টি হলে জল পড়ে । নেই খাবারের কোনও সংস্থান । অসহায় হতদরিদ্র বৃদ্ধা প্রেমদাসী মহন্তের এমন অবস্থার খবর পেয়ে শুক্রবার তাঁর বাড়িতে আসেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী ।

রায়গঞ্জ, 14 মে : সহায় সম্বলহীন অশীতিপর বৃদ্ধার পাশে দাঁড়ালেন রায়গঞ্জের বিশিষ্ট শিল্পপতি তথা নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । রায়গঞ্জ পুরসভার 13 নম্বর ওয়ার্ডের শিল্পীনগর এলাকায় চালচুলোহীন বৃদ্ধার বাড়িতে এসে নিজে হাতে দিয়ে গেলেন চাল, ডাল, তেল সহ অনান্য রেশন সামগ্রী ৷ জানালেন এখন থেকে প্রতিমাসেই এই অসহায় বৃদ্ধা প্রেমদাসী মহন্তের ব্যায়ভার তিনিই বহন করবেন । রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি এলাকার বাদিন্দারা ।

রায়গঞ্জ পুরসভার 13 নম্বর ওয়ার্ডের শিল্পীনগর এলাকায় ভাঙাচোরা ঘরে একাই থাকেন অশীতিপর বৃদ্ধা প্রেমদাসী মহন্ত । ঘরের ছাউনি ছেঁড়া পলিথিন দিয়ে ঢাকা । বৃষ্টি হলে জল পড়ে । নেই খাবারের কোনও সংস্থান । অসহায় হতদরিদ্র বৃদ্ধা প্রেমদাসী মহন্তের এমন অবস্থার খবর পেয়ে শুক্রবার তাঁর বাড়িতে আসেন বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী । রেশন সামগ্রী ছাড়াও বৃদ্ধার ঘরের ছাওনি দেওয়ার জন্য পলিথিনও দেন তিনি ৷

অসহায় বৃদ্ধার সাহায্যে এগিয়ে এলেন কৃষ্ণ কল্যাণী

আরও পড়ুন : স্পুটনিক ভি টিকাকরণ শুরু; কত দাম ? কোভিশিল্ড-কোভ্যাক্সিনের সঙ্গে কী ফারাক ?

আচমকা ঘরের সামনে রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ককে দেখে হতভম্ব হয়ে যান বৃদ্ধা । এখন থেকে ওই বৃদ্ধার দায়ভার নেওয়ার কথাও বলেন বিধায়ক ৷ কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘স্থানীয় লোকের মাধ্যমে এই বৃদ্ধার দুরাবস্থার কথা জানতে পেরেছি ৷ এখন থেকে প্রতিমাসেই রেশন সামগ্রী তাঁর বাড়িতে পৌঁছে দেব ।’’ নবনির্বাচিত বিজেপি বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি রায়গঞ্জের বাসিন্দারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.