ETV Bharat / state

Kali Puja 2023: ভোগে থাকে শোল-বোয়াল, মানত করতে ভক্তের ঢল নামে বয়রা কালীমাতার পুজোয়

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 9:03 PM IST

Kali Puja 2023
বয়রা কালীমাতার পুজো

Maa Boyra Kali Puja: ঐতিহ্য মেনেই ভোগে থাকে শোল ও বোয়াল-সহ 5 ধরনের মাছ ৷ মানুষের বিশ্বাস, মানত করলে তা পূরণ হয় ৷ দীপাবলির দিন আজও ভক্তের ঢল নামে 500 বছরের পুরনো বয়রা কালীমাতার পুজোয় ৷

কালিয়াগঞ্জের বয়রা কালীমাতার পুজো

রায়গঞ্জ, 7 নভেম্বর: কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে একটি হল বয়রা কালীমাতার পুজো ৷ 500 বছরেরও পুরনো এই পুজোর বিশেষত্ব হল মা কালীকে ভোগে দেওয়া হয় শোল, বোয়াল-সহ পাঁচরকমের মাছ ও পাঁচ রকমের সবজি । দীপাবলির আমাবস্যায় বয়রা কালীর পুজো হয় ৷ তবে বয়রা কালীমাতার পুজো শুরুর পিছনে রয়েছে লম্বা ইতিহাস ৷

Kali Puja 2023
জঙ্গলে শুরু হয় পুজোর

কথিত আছে, শ্রীমতি নদী দিয়ে বড় বড় নৌকা ও বজরা নিয়ে দূর দূরান্ত থেকে বানিজ্য করতে আসতেন বণিকেরা । নৌকা নোঙর করে নদীর ধারে জঙ্গলাকীর্ণ অরণ্যে বিশ্রাম নিতেন তাঁরা । শোনা যায়, এখানে দুটি নদী ছিল । একটির নাম রুহিতর এবং অপরটির নাম শ্রীমতি । এই দুটি নদী দিয়ে বড় বড় নৌকা করে বাণিজ্য করতে আসতেন বণিকেরা । রুহিতর নদীটি এখন মজে গিয়েছে ও শ্রীমতি নদীটিরও প্রায় একই অবস্থা । এখানে জঙ্গলের ভিতর একটি ছোট ঘর ছিল । বর্তমানে সেই জায়গাটির নাম গুদরি বাজার । আগে ডাকাতদেরও আনাগোনা ছিল এখানে ৷ তখনই দেবী স্বপ্নাদেশ দেন কালীপুজো করার ৷ সেই স্বপ্নাদেশ পেয়ে বয়রা গাছের তলায় প্রথম পুজো শুরু হয় । তবে কে বা কারা পুজো শুরু করেন তা কারও জানা নেই ৷

Kali Puja 2023
মানত করতে ভক্তের ঢল নামে বয়রা কালীমাতার পুজোয়

পরবর্তীতে কালিয়াগঞ্জের বাসিন্দারা সেই জঙ্গল পরিষ্কার করে তৈরি করে বাঁশ ও মাটির মায়ের মন্দির । এরপর 1962 সালে তৈরি হয় দেবীর নতুন মন্দির, যা আজ বয়রা কালীমন্দির নামে বিখ্যাত । মায়ের মূর্তিও হয়েছে অষ্টধাতুর । মূলত আগের ঘরটিতেই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গড়ে ওঠে দেবীর নতুন মন্দির । এরপর কালিয়াগঞ্জ থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ মন্দিরটি সংস্কার করেন । তারপর থেকে দেবীর অলৌকিক ক্ষমতার কথা লোকমুখে ছড়িয়ে পরে জেলার বিভিন্ন প্রান্তে ।

পুজো কমিটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎবিকাশ ভদ্র বলেন, "বহু প্রাচীন কালীপুজো এটি । মানুষ ভক্তি আর নিষ্ঠা মেনেই মায়ের মন্দিরে পুজো দেন । পুজোর কটা দিন দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে বেড়াতে আসেন । মায়ের কাছে মানত করেন অনেকেই । কালীপুজোর আর বেশি দেরি নেই ৷ তবে শুধু কালীপুজো নয়, দৈনিক মায়ের পুজো হয় । প্রচুর মানুষ প্রতিদিন এখানে পুজো দিতে আসেন । ভক্তি আর নিষ্ঠা মেনে এখানে পূজিতা হন বয়রা মা ।"

Kali Puja 2023
বয়রা কালীমাতার মন্দির

আরও পড়ুন: পুজো বন্ধ করতে চেয়েছিল ব্রিটিশরা, বিপ্লবী আন্দোলনের স্মৃতি নিয়ে আজও কালী বন্দনায় নায়েক পরিবার

দীপাবলির রাতে বয়রা কালীবাড়ির পুজোকে ঘিরে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, বালুরঘাট-সহ উত্তরবঙ্গের মানুষের আলাদা উন্মাদনা থাকে । দেবীর সারা অঙ্গজুড়ে থাকে সোনার অলঙ্কার । এখানকার মানুষের বিশ্বাস, মায়ের কাছে কালীপুজোর রাতে মানত করলে তা পূরণ হয় ৷ তাই এই পুজোকে ঘিরে দীপাবলির রাতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে বয়রা কালীমাতার মন্দিরে । তবে আগে বলি প্রথার রেওয়াজ থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.