ETV Bharat / state

রায়গঞ্জে বিবি-শিশুকন্যাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ

author img

By

Published : Jan 31, 2020, 5:12 AM IST

Updated : Jan 31, 2020, 3:16 PM IST

অভিযোগ, বুধবার রাতে অশান্তি চলাকালীন রাগের মাথায় প্রথমে খুন করে বিবি ও কন্যাসন্তানকে । তারপর তাদের মাটিতে পুঁতে দেয় ।

image
ছবিটি প্রতীকী

রায়গঞ্জ, 30 জানুয়ারি : বিবি ও কন্যাসন্তানকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । নাম আকবর আলম । ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের হলুগছ গ্রামের ঘটনা ।

বছর দুয়েক আগে আকবরের সঙ্গে নুরজা খাতুনের নিকাহ হয় । দেড় মাস আগে নুরজা একটি কন্যাসন্তানের জন্ম দেন । স্থানীয় সূত্রে জানা গেছে , শওহর-বিবির মধ্যে প্রায়ই অশান্তি হত । বিবিকে মারধরও করত আকবর । বুধবার রাতে দু'জনের মধ্যে অশান্তি হয় । অভিযোগ , অশান্তি চলাকালীন রাগের মাথায় প্রথমে খুন করে বিবি ও কন্যাসন্তানকে । তারপর তাদের মাটিতে পুঁতে দেয় । মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । অভিযুক্ত পলাতক ।

ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ বাসিন্দারা অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় । পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । পাশাপাশি, ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ৩০ জানুয়ারি, প্রসুন মৈত্র: স্ত্রী ও কন্যা সন্তানকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার সুজালী গ্রাম পঞ্চায়েতের হলুগছ গ্রামে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। ঘটনা জানাজানির পর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে আকবরের বাড়িতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনার পর থেকে পলাতক স্বামী আকরব আলম। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার সুজালী গ্রাম পঞ্চায়েতের হলুগছ গ্রামের বাসিন্দা আকবরের আলমের সাথে দুবছর আগে নুরজা খাতুনের বিয়ে হয়। নুরজা খাতুন একটি কন্যা সন্তানের জন্ম দেয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল।
বুধবার গভীর রাতে আকবর আলম তার স্ত্রী নুরজা খাতুন এবং তার কন্যা সন্তান রিজওয়ানা খুন করে কবর দিয়ে দেয় বলে এমনটাই অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে উঠে। ক্ষুব্দ বাসিন্দারা আকবরের বাড়িতে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত আকবর গা ঢাকা দিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা যায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহাকুমা পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

বাইট : লতিপুর রহমান ( সদস্য, সুজালী গ্রাম পঞ্চায়েত)Body:AbcdConclusion:Abcd
Last Updated :Jan 31, 2020, 3:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.