ETV Bharat / state

Kulik River Dam Crack : নদী বাঁধে ফাটল, কপালে চিন্তার ভাঁজ এলাকাবাসীর

author img

By

Published : May 26, 2022, 9:53 PM IST

Kulik River Dam Crack
নদী বাঁধে ফাটল, কপালে চিন্তার ভাঁজ এলাকাবাসীর

রায়গঞ্জ কুলিক নদী বাঁধের বেহাল দশা, বর্ষা শুরুর আগেই ফাটল বাঁধের বিভিন্ন অংশে । ধসে পড়ছে মাটি। আতঙ্কে ভুগছেন নদী পাড়ের বাসিন্দারা । প্রবল বর্ষায় কুলিক নদী দুকূল ছাপিয়ে জলের তোড়ে বাঁধ ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা (Kulik River Dam Crack) ৷

রায়গঞ্জ, 26মে : বর্ষা শুরু হতে আরও কিছুদিন বাকি ৷ তার আগেই ফাটল দেখা দিয়েছে কুলিক নদীর বিভিন্ন অংশে ৷ বাঁধের গা থেকে ধসে পড়ছে মাটি ৷ প্রবল বৃষ্টিতে যেকোনও মুহূর্তে বাঁধ ভেঙে ঘটতে পারে বিপত্তি ৷ ভেসে যেতে পারে রায়গঞ্জ শহর সহ-কয়েকশো গ্রাম ৷ বাঁধ মেরামতির দাবিতে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে সেচ দফতরের আধিকারিকদেরও জানানো হয়েছে (Kulik River Dam Crack) ৷

অনেক বছর আগে বন্যা ঠেকাতে তৈরি হয়েছিল কুলিক নদী বাঁধ ৷ 2017 সালে জেলা সেচ দফতরের সহায়তায় নদী বাঁধের শেষ সংস্কার হয় ৷ এরপর প্রায় 4 বছর কেটে গিয়েছে ৷ বিগত বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুলিক নদী বাঁধ ৷ নদী বাঁধের জায়গায় জায়গায় দেখা দিয়েছে ফাটল ৷ তবে সংস্কার হয়নি ৷ সম্প্রতি পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি সেচ দফতরকে জানানো পরে বাঁধ সারাতে উদ্যোগ গ্রহণ করেছে সংশ্লিষ্ট দফতর ৷

আরও পড়ুন: ভরা কোটালের জের, হিঙ্গলগঞ্জে কালিন্দী নদীর তিনশো ফুটের বাঁধে ফাটল

ইতিমধ্যেই বিডিও এবং ইঞ্জিনিয়রাও বাঁধটির ফাটল মেরামত করতে পরিদর্শন করে গিয়েছেন ৷ আপাতত বালির বস্তা দিয়েই ফাটল সারানো হবে বলে জানিয়েছেন সেচ দফতরের আধিকারিক নিরোজ কুমার সিং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.