ETV Bharat / state

Cold Storage Short Problem in Uttar Dinajpur : উত্তর দিনাজপুরে আলু মজুতের পর্যাপ্ত হিমঘর না থাকায় চরম সমস্যায় চাষিরা

author img

By

Published : Apr 5, 2022, 7:26 PM IST

হিমঘর নিয়ে সমস্যায় আলুচাষিরা । উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে আলুর ফলন ভাল হলেও মজুতের জন্য পর্যাপ্ত হিমঘর না থাকায় চরম সমস্যায় পড়েছেন চাষিরা (Farmers of Uttar Dinajpur facing problems due to lack of adequate cold storage facilities) ৷

Cold Storage
Cold Storage

রায়গঞ্জ, 5 এপ্রিল : হিমঘরে না থাকায় সমস্যায় আলুচাষিরা । চলতি মরসুমে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে আলুর ফলন যথেষ্ট ভাল হয়েছে । তবে আলু মজুতের জন্য পর্যাপ্ত হিমঘরে না থাকায় চরম সমস্যায় পড়েছেন আলুচাষিরা (Farmers of Uttar Dinajpur facing problems due to lack of adequate cold storage facilities) ।

ইতিমধ্যেই জেলার অধিকাংশ হিমঘর ভরে গিয়েছে আলুর বস্তায় । কিন্তু এখনও প্রচুর আলুভর্তি ট্রাক দাঁড়িয়ে রয়েছে হিমঘরগুলির সামনে । এতে করে যানজট তৈরি হচ্ছে জাতীয় সড়কে ।

প্রতিবারের মতো এবারেও আলুর যথেষ্ট ফলন হয়েছে উত্তর দিনাজপুর জেলায় ৷ বিশেষ করে ইসলামপুর মহকুমার বিভিন্ন প্রান্তে । কিন্তু হিমঘর পর্যাপ্ত না থাকায় বিপাকে পড়েছেন চাষিরা । জেলার সবকটি হিমঘর ইতিমধ্যে ভরে গিয়েছে । হিমঘরের গেটে এবিষয়ে নোটিস ঝুলিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ । তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে লরি, ট্রাক্টর ভর্তি আলুর বস্তা নিয়ে হিমঘরগুলির সামনে লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে ।

উত্তর দিনাজপুরে আলু মজুতের পর্যাপ্ত হিমঘর না থাকায় চরম সমস্যায় চাষিরা

আলু চাষি ইসমাইল আলি এ বিষয়ে বলেন, "প্রায় সাতদিন ধরে ট্রাকে করে আলুর বস্তা নিয়ে দাঁড়িয়ে আছি । এখনও হিমঘরে আলু রাখতে পারিনি । এই অবস্থা চললে ক্ষতির মুখে পড়তে হবে ।"

রায়গঞ্জের পানিশালায় অবস্থিত একটি হিমঘরের মালিক গোপাল প্রসাদ বলেন, "আমাদের এখানে দুই লক্ষ চুয়াত্তর হাজার বস্তার ক্যাপাসিটি রয়েছে । সবটাই ভরে গিয়েছে । এবিষয়ে নোটিস দেওয়ার পাশাপাশি মাইকিংও করেছি আমরা । তবু দূর দূরান্ত থেকে চাষিরা আলু নিয়ে ভিড় করছেন হিমঘরের সামনে ।"

আরও পড়ুন : Viral Video of Youth With Fire Arms : আগ্নেয়াস্ত্র হাতে যুবকের ভিডিয়ো ভাইরাল, মগরাহাট থেকে গ্রেফতার অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.