ETV Bharat / state

Potato Farmers in Crisis: বাজারে দাম নেই, জায়গা নেই হিমঘরেও; সংকটে উত্তর দিনাজপুরের আলুচাষীরা

author img

By

Published : Mar 21, 2023, 8:37 PM IST

Potato Farmers in Crisis ETV BHARAT
Potato Farmers in Crisis

পুরো রাজ্যের মতো উত্তর দিনাজপুরেও আলুর ফলন এবছর অত্যাধিক ৷ বাজারে আলুর জোগান বেশি থাকায় দামও কমেছে ৷ আর এতেই মাথায় হাত আলুচাষীদের (Potato Farmers in Crisis) ৷ কম দামে আলু বিক্রি করলে বিশাল অংকের ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদের ৷ এই পরিস্থিতিতে হিমঘর তাঁদের ভরসা ৷ কিন্তু, সেখানেও জায়গার অভাব ৷

সংকটে আলুচাষীরা

রায়গঞ্জ, 21 মার্চ: বাজারে আলুর দাম নেই ৷ হিমঘরেও জায়গার অভাব ৷ ফলে চরম বিপাকে উত্তর দিনাজপুর জেলার আলু চাষীরা ৷ বিপুল পরিমাণ আলু চাষ হওয়ায় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন তাঁরা (Farmers Not Getting Fare Potato Price) ৷ জেলা কৃষি দফতর জানিয়েছে, বাজারে আলুর দাম কমে যাওয়ায় রাজ্য সরকার সহায়ক মূল্যে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে ৷ সহায়ক মূল্যের দাম নির্ধারণ করা হয়েছে 6 টাকা 50 পয়সা ৷ তবে, কবে থেকে এই আলু কেনা হবে সেই ব্যাপারে জেলা কৃষি দফতরের তরফে কোনও তারিখ জানানো হয়নি ৷

কৃষিকাজে রাজ্যের অন্যতম জেলা উত্তর দিনাজপুর ৷ ধান, পাট, ভুট্টার পাশাপাশি বিপুল পরিমাণ আলু চাষ হয় এখানে ৷ চলতি বছরে উত্তর দিনাজপুর জেলায় সাড়ে 28 হাজার হেক্টর জমিতে আলু চাষ হয়েছে ৷ প্রায় 8 লক্ষ মেট্রিক টন আলুর ফলন হয়েছে ৷ যা অন্যান্য বছরের তুলনায় অত্যধিক ৷ হিমঘরে মূলত জ্যোতি আলু রাখতে হয় ৷ জেলায় জ্যোতি আলু খুব অল্প পরিমাণে চাষ হয় ৷ মূলত চৈত্র মাসে আলু তোলার কাজ শুরু করেন কৃষকরা ৷ কিন্তু, এ বছর আলুর উৎপাদন বেশি হয়েছে ৷ বাজারেও বিপুল পরিমাণে আলু পৌঁছেছে ৷ ফলে আলুর দামও একলাফে অনেকটাই কমে গিয়েছে ৷

বর্তমানে বাজারে আলুর দাম প্রতি কেজি 4 টাকা ৷ কিন্তু, এই দামে আলু বিক্রি করলে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়বেন বলে জানিয়েছেন ৷ ক্ষতির হাত থেকে বাঁচতে আলু হিমঘরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ৷ কিন্তু, সেখানেও বিপত্তি দেখা গিয়েছে ৷ উত্তর দিনাজপুর জেলায় সাতটি হিমঘরে আলু রাখার ক্ষমতা 1 লক্ষ 10 হাজার মেট্রিক টন ৷ কিন্তু, আলুর ফলন প্রায় 8 লক্ষ মেট্রিক টন ৷ ফলে এই বিপুল পরিমাণ আলু হিমঘরেও ঠাঁই পাচ্ছে না ৷ ফলে আলু নষ্ট হওয়ার জোগাড় হয়েছে ৷

আরও পড়ুন: বাজারদর কম, আলু চাষের জমির পরিমান বাড়লেও কমেছে ফলন, চিন্তায় আলুচাষিরা

আলু চাষীদের এই দুর্দশার কথা ভেবে রাজ্য সরকার সহায়ক মূলে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে ৷ সেক্ষেত্রে শুধুমাত্র জ্যোতি আলু সহায়ক মূল্যে কিনবে কৃষি দফতর ৷ তবে, অন্যান্য জাতের আলু কম দামেই বিক্রি করতে হবে কৃষকদের ৷ এর ফলে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হবে চাষীদের ৷ বিঘা প্রতি আলু চাষে খরচ হয় প্রায় 35 হাজার টাকা ৷ এক বিঘায় প্রায় 50 কুইন্টাল আলু উৎপাদন হয় ৷ সেই আলু 4 টাকা কেজি দরে বিক্রি হলে কৃষকরা বিশাল অংকের ক্ষতির মুখে পড়বেন ৷ এই পরিস্থিতি হিমঘরের বাইরে কৃষকদের লম্বা লাইন পড়েছে বন্ড কেনার জন্য ৷ আর বন্ড না পেয়ে কৃষকদের বিক্ষোভ এখন নিত্যদিনের ঘটনা হিমঘরগুলির সামনে ৷ তাই এবার আর বেশি এবং বড় হিমঘরের দাবি তুলেছেন আলুচাষীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.