ETV Bharat / state

Duare Bidhayak : বিধায়ক হওয়ার বর্ষপূর্তিতে রায়গঞ্জে ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচি কৃষ্ণ কল্যাণীর

author img

By

Published : Apr 6, 2022, 7:04 PM IST

Duare Bidhayak Campaign by Raiganj MLA Krishna Kalyani
Duare Bidhayak Campaign by Raiganj MLA Krishna Kalyani

বিধায়ক হওয়ার একবছর পূর্তিতে রায়গঞ্জে গৌরী গ্রামপঞ্চায়েত এলাকায় দুয়ারে বিধায়ক কর্মসূচির আয়োজন করলেন কৃষ্ণ কল্যাণী (Duare Bidhayak Campaign by Raiganj MLA Krishna Kalyani) ৷ গ্রামবাসীদের লিফলেট বিলি করে কাজের খতিয়ান দিলেন ৷ পাশাপাশি, কী কাজ বাকি আছে এবং কী কী সমস্যা রয়েছে তাও সাধারণ মানুষের কাছে জানতে চান কৃষ্ণ কল্যাণী ৷

রায়গঞ্জ, 6 এপ্রিল : তিনি উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পপতি, পিতা প্রয়াত দীনদয়াল কল্যানী ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ। জেলার রাজনীতিবিদদের মধ্যে অন্যতম তরুণ মুখ ৷ তিনি কৃষ্ণ কল্যাণী ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে প্রার্থী হয়েই বিপরীতে থাকা পোড় খাওয়া রাজনৈতিক প্রার্থীদের হারিয়ে সোজা পৌঁছে গিয়েছিলেন বিধানসভায় ৷ তাঁর এই আকষ্মিক উত্থানে অবাক হয়েছিলেন অনেকেই ৷ তবে কৃষ্ণবাবু যে প্রচুর হোমওয়ার্ক করেই রাজনীতিতে পা রেখেছিলেন, তার পরিচয় পাওয়া গিয়েছে সর্বত্র ৷

বিধায়ক হওয়ার একবছর পূর্তি উপলক্ষে দুয়ারে বিধায়ক কর্মসূচি পালন করলেন কৃষ্ণ কল্যাণী (Duare Bidhayak Campaign by Raiganj MLA Krishna Kalyani) ৷ এ দিন রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রামপঞ্চায়েত এলাকায় এই কর্মসূচিতে অংশ নেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী ৷ এ দিন কৃষ্ণবাবু এলাকায় গিয়ে পৌঁছে যান গ্রামবাসীদের ঘরে ঘরে ৷ গত একবছরে বিধানসভা এলাকায় কী কী উন্নয়ন হয়েছে ? কী কী সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছেন ? সে বিষয়ে একটি লিফলেট বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে ৷

বিধায়ক হওয়ার বর্ষপূর্তিতে রায়গঞ্জে ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচি কৃষ্ণ কল্যাণীর

আরও পড়ুন : Krishna Kalyani : রায়গঞ্জের বিধায়কের তৃণমূলে ফেরায় আনন্দে মাতলেন কর্মী-সমর্থকরা

বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘গত একবছরে কী কী কাজ করেছি ? তার খতিয়ান এলাকাবাসীর হাতে তুলে দিয়েছি ৷ কী কি সমস্যা রয়েছে ? তাও শুনেছি ৷ সেগুলি যাতে দ্রুত সমাধান করা যায়, তার চেষ্টা করব ৷ আগামিদিনে বিধানসভার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি চলবে ৷’’ উল্লেখ্য নির্বাচনে জয়লাভের পর পেশাদার কর্মীদের নিয়ে বোগ্রামে একটি সহায়তা কেন্দ্র খোলেন কৃষ্ণ কল্যাণী ৷ সেখান থেকে সাধারণ মানুষদের বিনামূল্যে বিভিন্ন সরকারি পরিষেবা দেওয়ার কাজ শুরু করেন তিনি ৷ পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বহু মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.