ETV Bharat / state

Murder at Dalkhola : রায়গঞ্জে ভরদুপুরে খুন ভুট্টা ব্যবসায়ী

author img

By

Published : May 11, 2022, 10:56 PM IST

north dinajpur
রায়গঞ্জে খুন

দুপুরবেলা সঙ্গীদের সঙ্গে বাইকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ভুট্টা ব্যবসায়ী (Murder at Dalkhola) ৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলা থানা এলাকায় ৷

রায়গঞ্জ, 11 মে : ভুট্টা বিক্রি করে ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ব্য়বসায়ীর (Corn trader killed at Dalkhola) ৷ বুধবার দুপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের ডালখোলা থানা এলাকায় (Dalkhola News) ৷ জিজ্ঞাসাবাদের জন্য মৃত ব্যবসায়ীর তিন সঙ্গীকে আটক করেছে রায়গঞ্জ থানার পুলিশ (raiganj News)।

মৃত ভুট্টা ব্যবসায়ীর নাম জাইদুল হক (28) ৷ বাড়ি গোয়ালপোখর থানার মালিনগাঁও গ্রামে । বুধবার দুপুরে ডালখোলায় ভুট্টা বিক্রি করে দু'টি বাইকে দু'জন করে চারজন বাড়ি ফিরছিলেন ৷ সেই সময় আচমকা ডালখোলা থানার ভগবানপুর এলাকায় মুখে রুমাল বাঁধা একদল আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতী পথ আটকে তাঁদের কাছে টাকা চায় ৷ সেই সময় বাগবিতণ্ডা শুরু হলে বাইক চালক জাইদুলকে গুলি করে দুষ্কৃতীরা পালিয়ে যায় ৷

রায়গঞ্জে ভুট্টা ব্য়বসায়ী খুনে প্রত্যক্ষদর্শীর বক্তব্য

আরও পড়ুন : Theft Attempt in Itahar : ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল যুবক, জুটল গণধোলাই

পিঠে গুলি লাগায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জাইদুল । তাঁর সঙ্গে বাইকে থাকা আরেক সঙ্গী কোনওরকমে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন । বাকি দুই সঙ্গী দূর থেকে এই ঘটনা দেখে গ্রামে পালিয়ে যান । এদিকে জাইদুলের কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা ও তাঁর পিছনে বসা সঙ্গী মোবারক আলমের কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ ।

অন্যদিকে, রক্তাক্ত জাইদুলকে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় তাঁর তিন সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রায়গঞ্জ থানার পুলিশ । কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Youth Murder At Karnajora : বাসন্তী পুজোর রাতে যুবক খুন কর্ণজোড়ায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.