ETV Bharat / state

Panchayat Elections 2023: 'তৃণমূলকে ভোট না-দিলে রাস্তা হবে না', মন্ত্রী সত্যজিতের ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

author img

By

Published : Jul 7, 2023, 9:33 AM IST

Updated : Jul 7, 2023, 12:53 PM IST

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন

রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, কিছুই করা হবে না ৷ এসবের জন্য তৃণমূল প্রার্থীদের ভোট দিতে হবে ৷ গ্রামের বাসিন্দাদের সামনে এই ভাষাতেই কথা বলছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন ৷ এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ৷ ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

কোচবিহারে মন্ত্রী সত্যজিৎ বর্মনের হুমকির ভিডিয়ো ভাইরাল, এর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত

রায়গঞ্জ, 7 জুলাই: তৃণমূল প্রার্থীদের ভোট না-দিলে এলাকায় রাস্তাঘাট হবে না ৷ ভোটের প্রচারে গিয়ে নাকি এটাই বলছেন রাজ্যের মন্ত্রী তথা হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন ৷ এমন একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ভিডিয়োতে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন উপস্থিত গ্রামবাসীকে বলছেন, "আমার মেম্বার না-জিতলে আগামী পাঁচ বছর এই এলাকায় না হবে রাস্তা, না হবে লাইট, না হবে জলের ব্যবস্থা ৷" উল্লেখ্য, রাজ্যের সত্যজিৎ বর্মনের স্ত্রী এবার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়েছেন ৷ তিনি উত্তর দিনাজপুর জেলা পরিষদের 16 নম্বর আসনে তৃণমূল প্রার্থী ৷ বিজেপির অভিযোগ, নিজের স্ত্রীকে জেতাতে এলাকায় এলাকায় হুমকি দিয়ে বেড়াচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রী ৷

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিন নন্দীগ্রামে নিজের বুথের এলাকাতেই থাকতে হবে শুভেন্দুকে, নোটিশ পুলিশের

আগামিকাল পঞ্চায়েত নির্বাচন ৷ আর প্রায় 24 ঘণ্টার অপেক্ষা ৷ তারপরই শুরু হবে ভোটগ্রহণ পর্ব ৷ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটে চলেছে ৷ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ভোট প্রচার শেষ হয় ৷ এদিনই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনের প্রচারের একটি ভিডিয়ো ভাইরাল হয় স্যোশাল মিডিয়ায় ৷

কয়েক দিন আগে সরকারি পাইলট ও লালবাতির গাড়ি ব্যবহার করে এলাকায় এলাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ উঠেছিল সত্যজিৎ বর্মনের বিরুদ্ধে ৷ এ সংক্রান্ত অভিযোগ জানাতে বিরোধীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তৃণমূল এই নেতা৷ এবার তাঁর বিরুদ্ধে ভোটারদের হুমকি এবং প্রভাবিত করার অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ৷

বিজেপি নেতা জানিয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রীর ভাইরাল ভিডিয়ো ক্লিপটি নির্বাচন কমিশনে জমা দিয়ে অভিযোগ জানাবেন ৷ এর সঙ্গে তিনি আরও জানান, নির্বাচন কমিশনকে জানিয়ে কোনও লাভ হবে না ৷ কারণ, কমিশন এবং তৃণমূল হাতে হাত মিলিয়ে কাজ করছে ৷

আরও পড়ুন: দু'টি আসনে মনোনয়ন ফরওয়ার্ড ব্লক প্রার্থীর ! ভোটের দু'দিন আগে প্রত্যাহার

অন্যদিকে, বিরোধীদের তোলা অভিযোগকে আমল দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব ৷ এই হুমকির ভিডিয়ো প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মুখপাত্র সন্দীপ বিশ্বাস বলেন, "সত্যজিৎ বর্মনের দুটি সত্তা ৷ একটি প্রশাসনিক এবং অন্যটি রাজনৈতিক ৷ তৃণমূল নেতা হিসেবে তিনি নিজের কথা বলেছেন ৷ গ্রামবাসীদের সঙ্গে সত্যজিৎ বর্মন আলোচনা করেছেন ৷ এলাকার মানুষের সঙ্গে কথা বলার সময় বহু রাজনৈতিক নেতা-নেত্রীরা এভাবে কথা বলেই থাকেন ৷" সন্দীপ বিশ্বাসের অভিযোগ, বিরোধীরা গোটা বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে ৷

Last Updated :Jul 7, 2023, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.