ETV Bharat / state

Panchayat Elections 2023: দু'টি আসনে মনোনয়ন ফরওয়ার্ড ব্লক প্রার্থীর ! ভোটের দু'দিন আগে প্রত্যাহার

author img

By

Published : Jul 7, 2023, 7:36 AM IST

Updated : Jul 7, 2023, 12:32 PM IST

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন

পঞ্চায়েত ভোটের দু'দিন আগে প্রার্থীকে ডেকে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর ঘটনা ঘটেছে ইছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েত এলাকায় ৷ সেখানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী রেজিনা বিবি দু'টি আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন ৷ সব প্রক্রিয়া মিটে যাওয়ার পর প্রশাসন তাঁকে ডেকে একটি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করায় ৷

উত্তর 24 পরগনার ইছাপুরে ফরওয়ার্ড ব্লক পঞ্চায়েত প্রার্থী রেজিনা বিবি দু'টি আসনে প্রার্থী হয়েছিলেন

দত্তপুকুর, 7 জুলাই: আগামিকাল পঞ্চায়েত নির্বাচন ৷ এখনও নিয়মের বাইরে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের পর্ব চলছে ! পঞ্চায়েতে দু'টি আসনে একই মহিলা প্রার্থীর মনোনয়ন জমা পড়েছিল বিডিও অফিসে ৷ একই প্রার্থীর কাছ থেকে পৃথক আসনে দু'টি মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছিল ৷ রাজ‍্য নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে এমনটা করা যায় না। মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার 16 দিন পর অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের ৷ মনোনয়ন পত্র প্রত্যাহার থেকে শুরু করে স্ক্রুটিনি, প্রার্থীর প্রতীক দেওয়া নামের ব‍্যালট ছাপানো- সব পর্ব মিটে গিয়েছে ৷ এতকিছুর পর বিষয়টি জানাজানি হওয়ায় অতিরিক্ত একটি আসন থেকে ফরওয়ার্ড ব্লকের মহিলা প্রার্থীকে বিডিও অফিসে ডেকে ফর্মে স্বাক্ষর করিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হল ৷

প্রার্থীর নাম রোজিনা বিবি ৷ ফরওয়ার্ড ব্লকের এই প্রার্থী ইছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েত এলাকা থেকে গ্রাম সংসদের 1 নম্বর এবং পঞ্চায়েত সমিতির 12 নম্বর আসনের জন্য মনোনয়ন দাখিল করেন ৷ রাজ‍্য নির্বাচন কমিশনের নিয়মে স্পষ্ট উল্লেখ রয়েছে ত্রিস্তর পঞ্চায়েতে কোনও প্রার্থী একটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে পারবেন না ৷ লোকসভা বা বিধানসভা নির্বাচনে একাধিক আসন থেকে লড়াই করা গেলেও এক্ষেত্রে সেই সুযোগ নেই।

এখন যা পরিস্থিতি তাতে পঞ্চায়েত সমিতির 12 নম্বর আসন থেকেই শুধু লড়তে হবে রোজিনাকে । রিটার্নিং অফিসারের নির্দেশে গ্রাম সংসদের 1 নম্বর আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হয়েছে তাঁকে ৷ এই ঘটনায় বিডিও অর্থাৎ রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তাঁর নজর এড়িয়ে রেজিনা বিবি কীভাবে দু'টি আসন থেকে মনোনয়নপত্র জমা দিলেন এবং প্রশাসন তা গ্রহণও করল ? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন: রাজ্যের 60 হাজার বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা নিয়ে সংশয়ে কমিশন

এ প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লক প্রার্থী রোজিনা বিবি জানান, তাড়াহুড়োয় দু'টি আসনে হয়তো মনোনয়ন দাখিল হয়েছে ৷ সেটা দেখার দায়িত্ব রিটার্নিং অফিসারের ৷ স্ক্রুটিনির সময়ও এই বিষয়টি নজরে পড়ল না ব্লক প্রশাসনের ৷ এখন তাদের মনে পড়েছে, অতিরিক্ত একটি আসনে মনোনয়ন প্রত্যাহার করতে হল ৷ রেজিনা বিবি এতদিন দু'টি আসনেই প্রচার সেরেছেন ৷ এখন ভোটাররা বুঝতে পারছেন না, ওই প্রার্থী ঠিক কোন আসন থেকে দাঁড়িয়েছেন ৷

একই সুর শোনা গিয়েছে ফরওয়ার্ড ব্লকের বারাসত 1 নম্বর লোকাল কমিটির সম্পাদক রফিক ইসলামের গলাতেও ৷ তাঁর কথায়, "ভোটের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে ৷ এখন ব্লক প্রশাসনের ঘুম ভেঙেছে ৷ তাঁদের মনে হয়েছে, কোথায় একটা ভুল হয়েছিল ৷ এই ভুল তো স্ক্রুটিনির সময় নজরে পড়া উচিত ছিল ৷ এই গোলমালের দায়িত্ব বিডিওকেই নিতে হবে ৷ আমরা বিডিও-র বিরুদ্ধে মামলা করতে আইনজীবীদের সঙ্গে কথা বলছি ৷"

দু'টি আসনের জন্য দু'টি ব‍্যালট পেপারও ছাপানো হয়েছিল ৷ এখন ভোটের একদিন আগে নতুন করে একটি আসনের জন্য ব্যালট পেপার ছাপতে দেওয়া হয়েছে ৷ এই ঘটনাও নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ বলেই জানা গিয়েছে ৷ অনেকেই এর মধ্যে বিডিও-র গাফিলতি খুঁজে পাচ্ছেন ৷ তিনি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন কিনা সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

এদিকে এই ইস্যুতে গেরুয়া শিবিরও ব্লক প্রশাসনকে নিশানা করেছে ৷ বিজেপির যুব মোর্চার বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ও গ্রাম সংসদের প্রার্থী পিকলু শর্মা বলেন, "বিডিও-র অপদার্থতার জন্যই এই কাণ্ড ৷ তা না-হলে ওই মহিলা দু'টি আসন থেকে মনোনয়ন দাখিল করতে পারেন না ৷ এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের শেষবেলার প্রচারে ঝড় মীনাক্ষী ও ঐশীর

অন‍্যদিকে, বারাসত 1 নম্বর ব্লকের বিডিও সৌগত পাত্র বিষয়টি এড়িয়ে গেলেও ঘটনার সত‍্যতা স্বীকার করে নিয়েছেন বারাসত স্টেশন রোডের প্রিন্টিং ব‍্যবসায়ী গৌরাঙ্গ গুহ ৷ তাঁর প্রেসে-ই নতুন করে ফরওয়ার্ড ব্লকের মহিলা প্রার্থীর ব‍্যালট পেপার ছাপানো হচ্ছে ৷ এই প্রসঙ্গে গৌরাঙ্গ বলেন, "প্রশাসন অর্ডার দিয়েছে ৷ তাই মহিলা প্রার্থীর ব‍্যালট পেপার ছাপাতে হচ্ছে ৷ এছাড়া আর কিছু জানি না ৷"

Last Updated :Jul 7, 2023, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.