ETV Bharat / state

পিলারের গায়ে খোদাই করা গণেশ মূর্তিতে লুকিয়ে শতবর্ষের ইতিহাস

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2024, 8:34 PM IST

Hidden History of Raiganj
গণেশ মূর্তি

Hidden History of Raiganj: দুটো পিলার আর একটা উঁচু ঢিবি ছাড়া আর কোনও নিদর্শন বেঁচে নেই । কিন্তু এই অল্পেতেই লুকিয়ে রয়েছে বড়সড় ইতিহাস । এই ইতিহাসের নির্দশনকে সংরক্ষণের দাবি স্থানীয়দের ৷

গণেশ মূর্তিতে লুকিয়ে শতবর্ষের ইতিহাস

রায়গঞ্জ, 11 জানুয়ারি: ইঁট কাঠ পাথরের আড়ালে ইতিহাস কথা বলে । কিন্তু সেই ইতিহাসকে সংরক্ষণ করা না-গেলে তা হারিয়ে যায় কালের গভীরে । তেমনই এক ইতিহাসের নির্দশন মাথা তুলে দাঁড়িয়ে আছে রায়গঞ্জে । দুটো পিলার আর একটা উঁচু ঢিবি রয়েছে ৷ পিলারগুলি যে বহু প্রাচীন আমলের তা দেখলেই বোঝা যায় । এই পিলারের গায়ে খোদাই করা রয়েছে গণেশ মূর্তি । এই এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই পিলার দু'টিকে পুজো করেন । তাদের বিশ্বাস, এখানেই বিরাজ করছেন সিদ্ধিদাতা ৷

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 2 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কসবামহেশো এলাকার রয়েছে এই দুটো পিলার আর একটা উঁচু ঢিবি ৷ লোকমুখে শোনা যায়, প্রায় 600 বছরের পুরোনো এখানকার ইতিহাস । এক সময় রাজা গণেশ রাজত্ব করতেন এই স্থানে । সেই সময়কার স্থাপত্য এটি । গণেশ রাজার আমলেই কালাপাহাড়ের আক্রমণে ধ্বংস হয়ে যায় তাঁর প্রাসাদ । বর্তমানে যে পিলার গুলি দেখা যাচ্ছে সেটি তারই ধ্বংসাবশেষ । তবে এই নির্দশনটুকুও কালের নিয়মে নষ্টের মুখে ৷

Hidden History in Raiganj
ইতিহাসের নির্দশন রায়গঞ্জে

যদিও ইতিহাসবিদদের মতে গণেশ নয়, এখানে প্রাসাদ ছিল রাজা মহেশের । তাও প্রায় 700 বছর আগের কথা । সুলতান হোসেন শাহর আমলে এই প্রাসাদে আক্রমণ হয় । রাজাকেও এখানেই হত্যা করা হয় । তাঁর নামানুসারেই একসময় এই পরগনার নাম ছিল মহেশ পরগনা । পরে এলাকাটির নাম হয় কসবা মহেশো । পুরোনো নথিপত্রে এমনটাই উল্লেখ রয়েছে বলে জানান ইতিহাসবিদরা ৷ গণেশ না মহেশ সেই বিতর্কে থাকলেও একযোগে জায়গাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন সকলে ৷ ইতিহাসকে সংরক্ষণ করলে তবেই তো সমাজের উন্নতি, মানুষের উন্নতি সম্ভব বলে জানান ইতিহাসবিদ বৃন্দাবন ঘোষ ।

Hidden History in Raiganj
এখানে ছিল রাজার প্রাসাদ

তিনি বলেন, "ঐতিহাসিক দিক থেকে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ । এখানে রাজা মহেশের বাড়ি ছিল ৷ বাজারপোস নামে এক পির এসে তাঁকে আক্রমণ করে ৷ এরপর মহেশ রাজাকে মেরে ফেলে ওই বাড়ি দখল করে নেয় তারা । মহেশ রাজা বিষ্ণুর ভক্ত ছিলেন ৷ বিষ্ণু মূর্তিটিকে তিনি পুজো করতেন । ওই বিষ্ণু মূর্তিকে পরে রায়গঞ্জ শহরের খরমুজাঘাট এলাকায় নিয়ে আসা হয় । এখনও ওখানে বিভিন্ন শিলালিপি অবহেলায় পরে রয়েছে । খুব তাড়াতাড়ি ওই জায়গাটি সংরক্ষণ করে ওখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠলে ভালো হয় ৷ আমাদের জেলার মানুষে এতে উপকৃত হবেন ৷"

Hidden History in Raiganj
গণেশ মূর্তিতে লুকিয়ে শতবর্ষ পুরনো ইতিহাস

আরও পড়ুন:

  1. নদীর গ্রাসে আস্ত ইতিহাস ! ধ্বংসের পথে ডায়মন্ড হারবারের ঐতিহাসিক কেল্লা
  2. বড়দিন উদযাপনেই শুধু ভিড়, বাকি সময়ে ইতিহাস আকড়ে একাকি দাঁড়িয়ে গ্রিক অর্থোডক্স গির্জা
  3. মেদিনীপুরের ঐতিহাসিক ‘লালভবন’কে হেরিটেজ তকমার দাবি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.