ETV Bharat / state

Bogram Cold Storage: আড়াই দশক আগে কেনা হিমঘর আজও বন্ধ, কৃষি বিপণন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন

author img

By

Published : May 31, 2023, 9:32 PM IST

Bogram Cold Storage ETV BHARAT
Bogram Cold Storage

প্রায় আড়াই দশক আগে কেনা হিমঘর আজও বন্ধ ৷ কেনা থেকে সেটি বিনা পরিচর্যায় পড়ে আছে ৷ অন্যদিকে, হিমঘরের অভাবে আলু মজুত করতে পারছেন না চাষিরা ৷ আর তাই কৃষি ও বিপণন দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ৷

আড়াই দশক আগে কেনা হিমঘর আজও বন্ধ

রায়গঞ্জ, 30 মে: প্রায় আড়াই দশক আগে 2 কোটি 25 লক্ষ টাকা দিয়ে হিমঘর কিনে সরকারকে পথে বসানোর অভিযোগ উঠেছিল মন্ত্রী বীরেন মৈত্র ওরফে বিশু মৈত্রের বিরুদ্ধে ৷ আড়াই দশক পরেও ওই হিমঘরটি চালু হয়নি ৷ সেই নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরে ৷ প্রায় দু’দশক অতিক্রান্ত হলেও আজও চালু হল না রায়গঞ্জের বোগ্রাম হিমঘরটি ৷ উত্তর দিনাজপুর জেলা পরিষদ এই হিমঘর চালু করার জন্য সরকারের কাছে তদ্বির করলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ ৷ এমনকি হিমঘরে এখন সমাজবিরোধীদের আড্ডা বলে অভিযোগ উঠেছে ৷

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বোগ্রামে 2000 সালে তৎকালীন কৃষি ও বিপণন মন্ত্রী বীরেন মৈত্র একটি হিমঘর কিনে ছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, রায়গঞ্জে একটি হিমঘর চালু হলে কৃষকরা বিভিন্নভাবে উপকৃত হবেন ৷ আয়ত্তের মধ্যে থাকহে আলু, মাছ-সহ ফল, শাকসবজির দামও ৷ বাস্তবে রায়গঞ্জ ব্লকে প্রচুর পরিমাণে আলু চাষ হলেও এই ব্লকে একটি হিমঘর ছাড়া আর কোনও হিমঘর ছিল না ৷ ফলে হিমঘর না থাকায় আলুচাষিরা কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন ৷ সেই সমস্যা এখনও বজায় রয়েছে ৷ শুরুর দিন তেকেই হিমঘরটি বন্ধ ৷

কিন্তু, প্রায় আড়াই দশক ধরে বন্ধ থাকা হিমঘরটি চালু হওয়ার আশা দুরাশাতেই থেকে গেল কৃষকদের ৷ কৃষি বিপণন দফতর 2 কোটি 25 লক্ষ টাকায় হিমঘর কিনলেও তা চালু করা যায়নি ৷ কেন তা চালু করা যায়নি, সেই নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন ৷ এমনকি দীর্ঘদিন পড়ে থেকে হিমঘরের সমস্ত যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। দেখভালের অভাবে যা আজ পোড়ো বাড়িতে পরিণত হয়েছে ৷ আগাছায় ঢেকেছে রাজ্য সড়ক সংলগ্ন হিমঘরের দোতলা ভবনটি ৷ খসে পড়ছে ছাদের চাঙর ৷ ভেঙে গিয়েছে জানালার কাচ ৷ ভিতরে থাকা অনেক মূল্যবান সামগ্রি চুরি হয়ে গিয়েছে ৷ পরিত্যক্ত হিমঘরের দায়িত্বে কেউ না থাকায়, এখন সেই হিমঘরটি সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠছে ৷ বসছে নেশার আসরও ৷

আরও পড়ুন: উত্তর দিনাজপুরে আলু মজুতের পর্যাপ্ত হিমঘর না থাকায় চরম সমস্যায় চাষিরা

হিমঘর চালু করার জন্য জেলা পরিষদ থেকে একাধিকবার রাজ্য সরকারের কাছে তদ্বির করা হয়েছিল ৷ বিপ্লব মিত্র রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী থাকাকালীন একবার হিমঘর পরিদর্শনও করেছিলেন ৷ সেই সময় তিনি দ্রুত পদক্ষেপ নেবেন বলে জেলা পরিষদ কর্তৃপক্ষকে আশ্বাসও দিয়েছিলেন ৷ অভিযোগ তিনি আশ্বাস দেওয়ার কয়েকদিনের মধ্যেই বিপ্লব মিত্রকে কৃষি বিপণন দফতর থেকে সরিয়ে দেওয়া হয় ৷ যেখানে বর্তমানে এই মহকুমায় হিমঘরের আকাল রয়েছে ৷ সেখানে রেগুলেটেড মার্কেট কর্তৃপক্ষের উদাসীনতা ঘিরেও উঠছে প্রশ্ন ৷

এ বিষয়ে সরব হয়েছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে ৷ তিনি জানান, রায়গঞ্জ মহকুমার বিস্তীর্ণ এলাকা জুরে আলুর ফলন ভালো হয় ৷ কিন্তু পর্যাপ্ত হিমঘর না থাকায়, মজুত করতে পারছেন না কৃষকরা ৷ রায়গঞ্জ মহকুমায় বর্তমানে একটি মাত্র হিমঘর রয়েছে ৷ যা প্রয়োজনের তুলনায় যথেষ্ঠ নয় ৷ আর আলুর ফলন ভালো হলে কৃষকরা মজুত করে পারেন না বলে, কম দামে সেগুলি বিক্রি করতে বাধ্য হচ্ছেন ৷ পর্যাপ্ত হিমঘর থাকলে আলু চাষীরা এই সমস্যায় পড়তেন না ৷

আরও পড়ুন: পানাগড়ে আলু মজুত করতে পরিকাঠামোহীন হিমঘর খোলার অভিযোগ

তিনি আরও জানান, এর জন্য একাধিকবার বিভিন্ন জায়গায় দরবার করেও কোনও সুরাহা হয়নি ৷ তাই এ বিষয়ে জেলাশাসককে উদ্যোগী হওয়ার অনুরোধ জানিয়েছেন পূর্ণেন্দু দে ৷ এ বিষয়ে জেলা রেগুলেটেড মার্কেট কমিটির সচিব অসিত বোরের দাবি, হিমঘরটি চালু করার জন্য সংশ্লীষ্ট দফতরের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ৷ পাশাপাশি ওই হিমঘরে সমাজবিরোধী কিংবা মাদকাসক্তদের আনাগোনা রুখতে সীমানাপ্রাচীর নির্মান ও নিরাপত্তারক্ষী মোতায়েনের আশ্বাস দিয়েছেন অসীতবাবু ৷ এখন কতদিনে সরকারি এই হিমঘরটি সচল হয় সেদিকেই তাকিয়ে মহকুমার কৃষকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.