ETV Bharat / state

সবুজসাথীর সাইকেলে প্রচার করণদিঘির তৃণমূল প্রার্থীর

author img

By

Published : Mar 22, 2021, 5:19 PM IST

উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সবুজসাথী’-র সাইকেল চালিয়েই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার করছেন তিনি ৷

সবুজসাথীর সাইকেলে প্রচার করনদিঘীর তৃণমূল প্রার্থীর
সবুজসাথীর সাইকেলে প্রচার করনদিঘীর তৃণমূল প্রার্থীর

রায়গঞ্জ, 22 মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সবুজসাথী’-র সাইকেল চালিয়েই দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে প্রচার করলেন উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল । তাঁর আশা, উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে করণদিঘির মানুষ বরাবরের মতো এবারেও তৃণমূলকে জেতাবেন ৷

মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের সুবিধার জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের সাইকেল দিয়েছেন ৷ যার নাম ‘সবুজসাথী’ । তৃণমূলের দাবি, এই সবুজসাথী সাইকেলের দৌলতে যেমন স্কুলগুলোতে ড্রপ আউটের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে, তেমনই গরিব, দুঃস্থ ঘরের ছেলেমেয়েরা দূর দূরান্তের গ্রাম থেকে স্কুল-কলেজে পড়াশোনা করতে যেতে পারছে । এই সবুজসাথী সাইকেল গ্রামগঞ্জের পড়ুয়াদের শিক্ষার মানের ব্যাপক উন্নতি ঘটিয়েছে ।

তাই সেই সবুজসাথী সাইকেলকে হাতিয়ার করে প্রচারে নেমছেন করণদিঘির তৃণমূল প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূলের সভাপতি গৌতম পাল । দলীয় কর্মীদের নিয়ে সবুজসাথী সাইকেলে চেপে করণদিঘির বিভিন্ন এলাকায় প্রচার করছেন তিনি । ভোটারদের কাছে রাজ্যের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দিচ্ছেন প্রার্থী ।

সবুজসাথীর সাইকেলে প্রচার করনদিঘীর তৃণমূল প্রার্থীর

আরও পড়ুন : প্রচারে বেরিয়ে শাড়ির কুঁচি ধরে দৌড় সায়নীর !

তিনি জানালেন, মুখ্যমন্ত্রী শুধু সবুজসাথী সাইকেলই নয়, কন্যাশ্রী থেকে রূপশ্রী, স্বাস্থ্যসাথী থেকে সমব্যথী প্রকল্প এনেছেন ৷ বিনা পয়সায় রেশন সামগ্রী প্রদান করে চলেছেন । দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বহু সমস্যা সমাধান করেছেন । তাই এলাকার মানুষ চাইছেন এই উন্নয়নের ধারাকে বজায় রাখতে তৃণমূল প্রার্থীদের জিতিয়ে তৃতীয়বারের জন্য মমতা বন্দোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী করতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.