ETV Bharat / state

বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে কাঠগড়ায় তৃণমূল

author img

By

Published : Apr 5, 2021, 2:25 PM IST

Updated : Apr 5, 2021, 2:34 PM IST

বিজেপি কর্মীর মৃত্য়ুতে রহস্য ৷ উত্তর দিনাজপুর জেলার বাজারগাঁও গ্রামপঞ্চায়েতের সিতাইদিঘি গ্রামের ঘটনা ৷ বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডারা সত্যজিৎ সিংহকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে ৷ পাল্টা তৃণমূলের দাবি, আত্মহত্যা করেছেন সত্যজিৎ ৷ একই সুর শোনা গিয়েছে পুলিশের গলাতেও ৷

bengal election 2021_wb_ndin_01_bjp_karmi_deathbody_wb10021
বিজেপি কর্মীর রহস্য়মৃত্য়ুতে কাঠগড়ায় তৃণমূল

রায়গঞ্জ, 5 এপ্রিল : বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ৷ উত্তর দিনাজপুর জেলার বাজারগাঁও গ্রাম পঞ্চায়েতের সিতাইদিঘি গ্রামের ঘটনা ৷ সোমবার সকালে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে একটি বাগানের গাছে ঝুলন্ত দেহ উদ্ধার হয় সত্যজিৎ সিংহ নামে ওই বিজেপি কর্মীর ৷ মৃতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে ৷ পরিবারের অভিযোগ, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে ডালখোলা থানার পুলিশ ৷ স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই সত্যজিৎকে খুন করেছে ৷ ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিজেপি ৷

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, এটি আত্মহত্যার ঘটনা ৷ তাদের পাল্টা অভিযোগ, কোনও বিজেপি কর্মী আত্মহত্যা করলে বা কারও অস্বাভাবিক মৃত্য়ু হলেই তৃণমূলকে কাঠগড়ায় তোলে গেরুয়া শিবির ৷ প্রাথমিকভাবে আত্মহত্যার তত্ত্বে সায় দিয়েছে পুলিশও ৷ ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানা ৷

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির ৷

আরও পড়ুন : পাথরপ্রতিমার বুথ থেকে জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার

স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে নিজের দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন সত্যজিৎ ৷ তারপর তাঁর আর কোনও খোঁজ মেলেনি ৷ সোমবার সকালে পেশায় মুদির দোকানি ওই যুবকের দেহ উদ্ধার হয় ৷ তিনি আত্মহত্যা করতে পারেন না বলেই দাবি পরিবারের সদস্যদের ৷

Last Updated :Apr 5, 2021, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.