ETV Bharat / state

খুনের ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জ থানা ঘেরাও

author img

By

Published : Nov 9, 2020, 7:53 AM IST

গতকাল দুপুরে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশীরাও রায়গঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান । রায়গঞ্জ থানায় ঢুকে পড়েন তাঁরা ৷ শেষে পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন IC ৷

থানা ঘেরা করে বিক্ষোভ
থানা ঘেরা করে বিক্ষোভ

রায়গঞ্জ, 9 নভেম্বর : ৬ অক্টোবর জমি বিবাদের জেরে খুন হয়েছিলেন এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছিল রায়গঞ্জ থানার উত্তর রামপুর এলাকায় । কিন্তু এখনও পর্যন্ত খুনে মূল অভিযুক্তরা অধরা ৷ পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশ তাদের ধরার চেষ্টা করছে না ৷ উলটে অভিযুক্তরা গ্রামবাসী এবং মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা করলে সে বিষয়ে তদন্ত করছে তারা ।

গতকাল দুপুরে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে প্রতিবেশীরাও রায়গঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান । রায়গঞ্জ থানায় ঢুকে পড়েন তাঁরা ৷ শেষে পরিবার এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন IC ৷ অভিযুক্তদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন তিনি ৷

বিক্ষোভকারীদের একজন রোশনারা খাতুন বলেন, "একমাস হয়ে গেছে ৷ এখনও পর্যন্ত আমার জামাইয়ের আসল খুনিদের গ্রেপ্তার করেনি রায়গঞ্জ থানার পুলিশ । উলটে তাদের দেওয়া মিথ্যা অভিযোগের ভিত্তিতে গ্রামবাসী এবং পরিবারের সদস্যদের উপর অত্যাচার করছে পুলিশ । এরই বিরুদ্ধে সরব হয়ে আমরা বিক্ষোভ দেখালাম। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আমরা আরও বড় আন্দোলনে যাব । "

রায়গঞ্জ থানার IC সুরাজ থাপা বলেন, খুনের অভিযোগে যাদের নাম ছিল তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ বারবার টহল দিচ্ছে । দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে । ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.