ETV Bharat / state

রায়গঞ্জ থানায় কাজে যোগ 2 আধিকারিকসহ 7 কোরোনাজয়ীর

author img

By

Published : Aug 8, 2020, 3:24 AM IST

7 corona warrior police personnel
কোরোনাজয়ী 7 পুলিশকর্মী

কোরোনাকে জয় করে আজ রায়গঞ্জ থানায় যোগ দিলেন 2 আধিকারিক ও 5 জন সিভিক ভলান্টিয়ার ৷ ফুলের তোড়া, মিষ্টি ও করতালি দিয়ে অভিনন্দন জানালেন সহকর্মীরা ৷

রায়গঞ্জ, 7 অগাস্ট : কোরোনা মোকাবিলায় প্রথম সারির অন্যতম হলেন পুলিশকর্মীরা ৷ কর্তব্য পালন করতে গিয়ে নিজেরাই আক্রান্ত হয়েছিলেন ৷ কোরোনা চিকিৎসার পর সুস্থ হয়ে আজ কাজে যোগ দিলেন 2 আধিকারিক ও 5 জন সিভিক ভলান্টিয়ার ৷ রায়গঞ্জ থানা এলাকার ঘটনা ৷ আজ এই 7 কোরোনা যোদ্ধাকে সহকর্মীরা ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান ৷ করতালি দিয়ে উৎসাহ দিলেন ৷

ইতিমধ্যে রায়গঞ্জ থানায় 18 জন আক্রান্ত হয়েছেন ৷ তার মধ্যে আজ 7 জন দীর্ঘদিন পর কাজে যোগ দেন ৷ কাজে যোগ দেওয়ার আগে তাঁদের হাতে তুলে দেওয়া হল ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট । তার পাশাপাশি এক এক জন পুলিশকর্মী থানায় প্রবেশ করতেই সমস্ত সহকর্মীরা করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন ৷ তারা থানায় প্রবেশ করা পর্যন্ত করতালি চলতে থাকে । দৃশ্যটি দেখে খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি হন কোরোনাজয়ী পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররা । IC সুরাজ থাপা কোরোনাজয়ী পুলিশকর্মীদের উন্নতমানের মাস্ক দিয়েছেন ৷

তিনি বলেন, "আমাদের সহকর্মীরা কোরোনা ভাইরাসকে হারিয়ে ফের কর্মক্ষেত্রে যোগ দিচ্ছেন । দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই শুভেচ্ছা বার্তা দেওয়া হয় ৷ পাশাপাশি ফুলের তোড়া, মিষ্টি ইত্যাদি তাদের হাতে তুলে দেওয়া হয় । আগামীতে যে সকল অন্য আক্রান্ত পুলিশকর্মীরা চিকিৎসারত রয়েছেন তাদের ক্ষেত্রেও এটি একটি ভালো বার্তা হিসেবে যাবে । এই আক্রান্ত পুলিশকর্মীরা নিজেদের স্বাভাবিক রাখতে লাগাতার শারীরিক কসরতে মন দিয়েছিলেন ৷"

উত্তর দিনাজপুর জেলাজুড়ে প্রায় 1200-র বেশি কোরোনায় আক্রান্ত ৷ আক্রান্তদের মধ্যে রয়েছে সরকারি আমলা, স্বাস্থ্য কর্মী, চিকিৎসক, নার্স, পুলিশকর্মী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.