ETV Bharat / state

Panchayat Election 2023: পাঁচ বছর আগের স্মৃতি এখনও দগদগে, ভোটের কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন প্রয়াত রাজকুমারের স্ত্রী

author img

By

Published : Jun 11, 2023, 1:04 PM IST

ETV Bharat
রাজকুমার রায়

কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট করাতে রাজি নয় রাজকুমার হত্যা বিচার মঞ্চ ৷ 2018 সালে রাজ্য পুলিশের দায়িত্বে হওয়া এই নির্বাচনে প্রাণ হারিয়েছিলেন এই প্রিসাইডিং অফিসার ৷ এই পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশে আস্থা নেই ভোট কর্মীদের ৷ সেই স্মৃতিতে এবার আতঙ্কিত প্রয়াত রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতাও ৷

ভোটের কাজে যোগ দিতে ভয় পাচ্ছেন প্রয়াত রাজকুমারের স্ত্রী

রায়গঞ্জ, 11 জুন: রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন ৷ এদিকে রাজ্য পুলিশে ভরসা নেই বিরোধী দলগুলির ৷ এমনকী কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটে রাজি নয় রাজকুমার হত্যা বিচার মঞ্চ ৷ গত পঞ্চায়েত নির্বাচনে বলি হয়েছিলেন প্রিসাইডিং অফিসার রাজকুমার রায় ৷ 2018 সালের সেই পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশ ৷ হাইমাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়ের হত্যার কথা ভুলতে পারেনি পরিবার-পরিজন ৷ সেবারের সন্ত্রাসের কথা বারবার তুলছে শাসক-বিরোধী দলগুলি ৷ এমনকী এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি-কংগ্রেসও ৷ আগামিকাল সেই মামলার শুনানি ৷

এমনকী এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায়ও ৷ তিনিও আতঙ্কিত ৷ ভোট ঘোষণার পর থেকে প্র‍য়াত রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায়ের রাতের ঘুম উধাও হয়ে গিয়েছে ৷ তাঁর কাছে এখন ভোট মানেই মৃত্যু ৷ তিনিও চান পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করুক কমিশন ৷

রাজকুমার রায়ের মৃত্যু: 2018 সালের পঞ্চায়েত ভোট ছিল 13মে ৷ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিল রাজ্য পুলিশ ৷ পঞ্চায়েত নির্বাচনে ভোট কর্মী হিসেবে ডাক পড়েছিল রাজকুমার রায়ের ৷ তিনি উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের দোমহনা হাইমাদ্রাসা স্কুলের সহ-শিক্ষক ছিলেন ৷ তাঁকে ইটাহার ব্লকের সোনাপুর এফপি স্কুলে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয় ৷ সকাল থেকে নির্ধারিত সময়ে ওই কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শুরু হয় ৷

সেদিন বেলা বাড়তে রাজ্যজুড়ে একের পর এক সন্ত্রাসের ঘটনা ঘটতে থাকে ৷ এতে বিরোধী শিবির তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল ৷ ইটাহারে রাজকুমার রায়কে নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল ৷ ভোট শুরুর কিছুক্ষণ পর থেকে পাওয়া যাচ্ছিল না প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়কে ৷ তাঁর পরিবর্তে অন্য একজনকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিয়ে ভোট পর্ব সম্পন্ন করা হয় ৷ এরপর 15 মে তাঁর ছিন্নভিন্ন মৃতদেহ পাওয়া যায় রেললাইনের ধার থেকে ৷

আরও পড়ুন: শিয়রে আরেক পঞ্চায়েত ভোট ! এখনও অন্ধকারে প্রিসাইডিং অফিসার রাজকুমারের মৃত্যরহস্য

এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে ৷ একজন প্রিসাইডিং অফিসার নিখোঁজ হলে তাঁকে উদ্ধারে নির্বাচন কমিশন তথা জেলা পুলিশ প্রশাসনের যতটা সক্রিয় হওয়া উচিত ছিল, তা চোখে পড়েনি ৷ তাঁকে উদ্ধারের দাবিতে আন্দোলনে নেমেছিল ভোট কর্মীরা ৷ প্রতিবাদে রায়গঞ্জের ঘড়ি মোড়ে রাস্তা অবরোধ করা হয় ৷ সেখানে পৌঁছন তৎকালীন মহকুমাশাসক ৷ ভোট কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, মহকুমাশাসককে শারীরিক ভাবে হেনস্থা করেছেন আন্দোলনকারীরা ৷ এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয় ৷ পুলিশ এসসিএসটি অ্যাক্রোসিটি ধারায় মামলা রুজু করেছিল ৷ গ্রেফতার হয়েছিলেন বেশ কয়েকজন ভোট কর্মী ৷

রাজকুমার রায়ের হত্যার ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি ৷ প্রিসাইডিং অফিসারের রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তভার নেয় সিআইডি । অন্যদিকে তৈরি হয় 'রাজকুমার রায় হত্যার বিচার চাই মঞ্চ' নামের একটি সংগঠন ৷ নির্বাচন কর্মী এবং সরকারি কর্মীদের আন্দোলন চলতে থাকে ৷ 2018 সালে 16 জুলাই তৃণমূল সরকার প্রয়াত রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা বর্মন রায়কে উত্তর দিনাজপুরে জেলাশাসকের দফতরে চাকরি দেয় ৷

রাজনৈতিক মহলের একাংশের মত, প্রয়াত ভোটকর্মীর স্ত্রীকে সরকারি চাকরি দিয়ে আন্দোলন ধামাচাপা দিতে চেয়েছিল সরকার ৷ একদিকে রাজকুমার রায় হত্যা বিচার চাই মঞ্চের লাগাতার আন্দোলন চলতে থাকে ৷ অন্যদিকে চলে আইনি প্রক্রিয়া ৷ রাজকুমার রায়ের হত্যার ঘটনার তিন বছর বাদে তাঁর পরিবারের হাতে ক্ষতিপূরণবাবদ দশ লক্ষ টাকা তুলে দেয় কমিশন ৷

আরও পড়ুন: সিআইডিও সুবিচার দিতে অপারগ, এখনও ন্যায়ের পথ চেয়ে গত পঞ্চায়েতে মৃত ভোটকর্মীর স্ত্রী

পাঁচ বছর কেটে গিয়ে ফের পঞ্চায়েত নির্বাচন হবে 8 জুলাই ৷ আজও রাজকুমার রায়ের মৃত্যুর রহস্যের কোনও কিনারা হয়নি ৷ এবার তাঁর স্ত্রী অর্পিতা রায় ভোটকর্মী হিসেবে যেতে ভয় পাচ্ছেন ৷ ফিরে আসছে সেই স্মৃতি ৷ আবারও যদি 2018 সালের ঘটনার পুনরাবৃত্তি হয় ৷

রাজকুমার রায় হত্যা বিচার চাই মঞ্চ ঘোষণা করেছিল, পর্যাপ্ত নিরাপত্তা ছাড়া সরকারি কর্মীরা ভোটের কাজে যাবেন না ৷ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী না-থাকলে তাঁরা ভোটের কাজে অংশ নেবেন না ৷ তাঁদের এই দাবির সঙ্গে সহমত হলেও রাজকুমার হত্যা বিচার চাই মঞ্চ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ৷

এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে উত্তর দিনাজপুর জেলা নির্বাচন আধিকারিককে তা জানিয়ে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মঞ্চের নেতা ভাস্কর ভট্টাচার্য ৷ এই মঞ্চের দাবির সঙ্গে একমত রহপুর হাইমাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক সাহিদুল রহমানও ৷ প্রধান শিক্ষক জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিনা খরচে কেন্দ্রীয় বাহিনী দিতে চেয়েছে ৷ পঞ্চায়েত নির্বাচনের জন্য 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এদিকে রাজ্য নির্বাচন কমিশন তাতে রাজি নয় ৷ এতে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে ৷ সাহিদুল রহমানের দাবি, কেন্দ্রীয় বাহিনী ছাড়া কোনও সরকারি কর্মীকেই ভোটের কাজে অংশ নেওয়া উচিত হবে না ৷

আরও পড়ুন: মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রীকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ নির্বাচন কমিশনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.