ETV Bharat / state

মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রীকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ নির্বাচন কমিশনের

author img

By

Published : Nov 12, 2020, 10:50 PM IST

মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায় উত্তর দিনাজপুর জেলাশাসক তথা রাজ্য সরকারের এই উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন।

Election Commission
Election Commission

রায়গঞ্জ, ১২ নভেম্বর : আগেই মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী তহবিল থেকে 5 লাখ টাকা ও সরকারি চাকরি প্রদান করেছিলেন উত্তর দিনাজপুরের মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায়কে। এবার নির্বাচন কমিশনের তরফে অর্পিতা রায়ের হাতে 10 লাখ টাকা আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হল। আজ সেই চেক অর্পিতার হাতে তুলেদেন জেলাশাসক অরবিন্দকুমার মীনা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর্থিক ক্ষতিপূরণ পেয়ে খুশি অর্পিতা রায়। ধন্যবাদ জানান উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনাকেও। রাজকুমার রায় বিচার মঞ্চের আন্দোলনের জেরে নির্বাচন কমিশন আড়াই বছর পর ক্ষতিপূরণ বাবদ 10 লাখ টাকা প্রদান করায় খুশি মঞ্চের আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য।

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ইটাহার ব্লকের একটি বুথে প্রিসাইডিং অফিসার ছিলেন করনদিঘীর রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়। ভোট চলাকালীন বুথ থেকে নিখোঁজ হয়ে যান তিনি। ভোটগ্রহণের পরদিন সকালে রায়গঞ্জ থানার বামুনগাঁ এলাকায় রেললাইনের ধারে ভোটকর্মী রাজকুমার রায়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায়কে জেলা শাসকের দপ্তরে সরকারি চাকুরি দেওয়ার পাশাপাশি পেনশন এবং মুখ্যমন্ত্রী তহবিল থেকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এর পরই আজ রায়গঞ্জ কর্নজোড়ায় জেলাশাসকের চেম্বারে রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া ক্ষতিপূরণ বাবদ 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দকুমার মীনা জানিয়েছেন, মৃত ভোটকর্মী রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা রায়কে দুর্ঘটনার দু'মাসের মধ্যেই সরকারি চাকুরি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পর আজ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে 10 লাখ টাকা ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হল। অর্পিতা রায় উত্তর দিনাজপুর জেলাশাসক তথা রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

যদিও আড়াই বছর পর নির্বাচন কমিশনের আর্থিক ক্ষতিপূরণ বাবদ 10 লাখ টাকা দেওয়ার পিছনে রাজকুমার রায় হত্যা বিচার মঞ্চের আন্দোলনের বড় ভূমিকা রয়েছে বলে আজ দাবি করেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ভট্টাচার্য। তিনি বলেন, নির্বাচনের কাজে যুক্ত ভোটকর্মী খুন হলে মৃতের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা নির্বাচন কমিশনের। তবে অর্পিতা রায়কে 10 লাখ টাকা দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা হাইকোর্টে মামলা করেছি। বাকি 10 লাখ টাকা ক্ষতিপূরণের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাব।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.