ETV Bharat / state

দেগঙ্গায় সালিশিসভা চলাকালীন অস্ত্র নিয়ে হামলা, জখম 3

author img

By

Published : Jul 1, 2020, 11:41 PM IST

আজ সন্ধ্যায় সালিশিসভা বসেছিল ৷ অভিযোগ, সেই সময় শরিফুল নামে এক স্থানীয় যুবক অস্ত্র নিয়ে হামলা চালায় ৷

ছবি
ছবি

দেগঙ্গা, 1 জুলাই : সালিশিসভা চলাকালীন ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল স্থানীয় যুবকের বিরুদ্ধে ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন । তাঁরা বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ৷ শরিফুল নামে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷

সম্প্রতি দেগঙ্গার সুন্ধিপুকুর বাজার সংলগ্ন এলাকায় একটা ধর্মীয় কমিটির সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন শরিফুল নামে ওই যুবক । বিষয়টির মীমাংসার জন্য আজ রাত সাড়ে আটটা নাগাদ সালিশিসভা বসে ৷ ডাকা হয় শরিফুলকে ৷ অভিযোগ, সালিশিসভা চলাকালীন গিয়াসউদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তি গোটা বিষয়টির ভিডিয়ো রেকর্ডিং করছিলেন । তাতে আপত্তি জানায় শরিফুল । এরপরই বচসা বাঁধে দু'জনের মধ্যে । সেই সময় আচমকাই ধারাল অস্ত্র নিয়ে গিয়াসউদ্দিনের উপর ঝাঁপিয়ে পড়ে শরিফুল । গিয়াসউদ্দিনকে বাঁচাতে গিয়ে জখম হন ফজলুল রহমান ও জাহিরুল ইসলাম নামে আরও দু'জন । তড়িঘড়ি তাঁদের বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয় ৷

এদিকে পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে চম্পট দেয় শরিফুল । খবর দেওয়া হয় দেগঙ্গা থানায় ৷ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ৷ এবিষয়ে দেগঙ্গা থানার এক পুলিশ আধিকারিক বলেন, "ঘটনার তদন্ত শুরু হয়েছে । ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.