ETV Bharat / state

TET 2022 Result: স্বচ্ছতাই শেষ কথা ! টেটের ফল প্রকাশে বোঝালেন গৌতম

author img

By

Published : Feb 10, 2023, 4:21 PM IST

West Bengal Board of Primary Education president Goutam Paul comments on transparency during TET 2022 Result announcement
ফল প্রকাশ

শুক্রবার প্রকাশিত হল 2022 সালের টেটের ফল (TET 2022 Result) ৷ ফল প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার উপর যে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে, তা এদিন স্পষ্ট করে দিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি গৌতম পাল (Goutam Paul) ৷

স্বচ্ছতাই শেষ কথা

বিধাননগর, 10 ফেব্রুয়ারি: স্বচ্ছতাই শেষ কথা ! শুক্রবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ (TET 2022 Result) করে এই বার্তাই দিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি গৌতম পাল (Goutam Paul) ৷ এদিন টেটের ফল প্রকাশ উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেই বৈঠকে টেটের ফল প্রকাশের ক্ষেত্রে সুরক্ষা ও স্বচ্ছতা সংক্রান্ত বিষয়টি বিস্তারিতভাবে ব্য়াখ্য়া করেন গৌতম ৷

পর্ষদ সভাপতি জানান, 2022 সালে পরীক্ষার মুহূর্ত থেকেই স্বচ্ছতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে ৷ পরীক্ষার সময়েই ওএমআর শিটের সঙ্গে পরীক্ষার্থীদের আরও সেই শিটের একটি প্রতিলিপি দেওয়া হয়েছিল ৷ যাতে তাঁরা ফল প্রকাশের আগেই বুঝতে পারেন, প্রশ্নতালিকা এবং উত্তরের বিকল্পের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না ৷ এমনকী, পরীক্ষা হওয়ার সময় থেকে পরীক্ষার ফল প্রকাশ হওয়া পর্যন্ত প্রত্যেকটি ওমএমআর শিট কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখা হয়েছিল ৷ সেইসঙ্গে, রাখা হয়েছিল ত্রিস্তরীয় একটি বাড়তি মূল্যায়নব্যবস্থা ৷

আরও পড়ুন: বাইশের টেটে মেয়েদের জয়জয়কার, প্রথম বর্ধমানের ইনা সিং

কোনও পরীক্ষার্থীর যদি মনে হয়, পরীক্ষার প্রশ্ন এবং তাতে দেওয়া উত্তরের বিকল্পগুলি ভুল, তাহলে তাঁরা এই ত্রিস্তরীয় মূল্যায়নব্যবস্থার মাধ্যমে বিষয়টি উত্থাপন করার সুযোগ পেয়েছেন ৷ সেক্ষেত্রে বিশেষজ্ঞদের দিয়ে প্রত্য়েকটি অভিযোগ তিনটি স্তরে খতিয়ে দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরীক্ষার চূড়ান্ত ফলাফল স্থির করা হয়েছে বৃহস্পতিবার রাত আটটায় ৷ সেই ফল প্রকাশ করা হয়েছে শুক্রবার দুপুরে ৷

প্রসঙ্গত, এবার 2 মাসের মাথায় টেটের ফল প্রকাশ করা হল ৷ পরীক্ষা হয়েছিল গত বছরের 11 ডিসেম্বর ৷ এবার মোট 6 লক্ষ 90 হাজার 632 জন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন ৷ কিন্তু, তাঁদের মধ্যে পরীক্ষায় বসেন 6 লক্ষ 19 হাজার 102 জন ৷ উত্তীর্ণ হয়েছেন 1 লক্ষ 50 হাজার 491 জন ৷ অর্থাৎ, এবারের পরীক্ষায় পাশের হার 24.31 শতাংশ ৷ পরীক্ষায় যাঁরা পাশ করেছেন তাঁদের মধ্যে মেয়েদের সংখ্যা 69 হাজার 408 জন এবং ছেলেদের সংখ্যা 81 হাজার 77 জন ৷ অর্থাৎ শতাংশের হিসাবে যথাক্রমে 46.12 শতাংশ মহিলা এবং 53.87 শতাংশ পুরুশ চাকরিপ্রার্থী কৃতকার্য হয়েছেন ৷ এছাড়াও, তৃতীয় লিঙ্গের 6 জন পরীক্ষার্থী টেট উত্তীর্ণ হয়েছেন ৷ এবারের মেধাতালিকায় প্রথম থেকে দশম স্থানে জায়গা করে নিয়েছেন মোট 177 জন ৷

শুক্রবার দুপুর 3টে থেকেই পর্ষদের ওয়েবসাইটে নিজেদের পরীক্ষার ফল দেখতে পারবেন চাকরিপ্রার্থীরা ৷ রেজাল্টের জন্য দেওয়া লিংকে ঢুকে রেজিস্ট্রেশন নম্বর এবং জন্মের তারিখ দিয়ে সার্চ করতে হবে তাঁদের ৷ সেখানে পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পাঁচটি বিভাগে কত করে নম্বর পেয়েছেন, তার পুরোটাই দেখতে পাবেন ৷ পাশাপাশি, তাঁদের ওএমআর শিট বা উত্তরপত্রটিও ওয়েবসাইটে দেখা যাবে ৷

এবারের টেটে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিং ৷ তাঁর প্রাপ্ত নম্বর 133 ৷ দ্বিতীয় স্থানে 132 নম্বর-সহ রয়েছেন চারজন ৷ এঁরা হলেন হুগলির মৌনিশা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী ও দীপিকা রায় এবং পূর্ব মেদিনীপুরের অদিতি মজুমদার ৷ তৃতীয় স্থানেও রয়েছেন চারজন ৷ তাঁদের প্রাপ্ত নম্বর 131 ৷ এঁরা হলেন, উত্তর 24 পরগনার মেহদি হাসান ও বিকাশ ভট্ট, পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী ও বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল রয়েছে ৷ পর্ষদ সভাপতি জানিয়েছেন, পরীক্ষার্থীদের স্ক্রুটিনির জন্য কয়েক দিন সময় দেওয়া হবে ৷ তারপরই শুরু হবে শংসাপত্র ও মার্কশিট প্রদানের কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.