ETV Bharat / state

Bengal Civic Polls 2022: অশোকনগর-কল্যাণগড়ে ননদ-বৌদির জমজমাট লড়াই

author img

By

Published : Feb 10, 2022, 6:46 PM IST

Updated : Feb 10, 2022, 8:15 PM IST

ভোট ময়দানে ননদ-বৌদির জমজমাট লড়াই । একজন তৃণমূলের হয়ে অপর জন কংগ্রেসের হয়ে লড়বেন । দুই প্রার্থীর জমজমাট লড়াইয়ে উত্তেজনা তুঙ্গে অশোকনগর-কল্যাণগড়ে (Two Candidate From Same Family)।

Municipal Corporation election 2022
অশোকনগর-কল্যাণগড়ে ননদ-বৌদির জমজমাট লড়াই

বারাসত, 10 ফেব্রুয়ারি: সম্পর্কে তাঁরা ননদ বৌদি । কিন্তু ভোটের মাঠে তাঁরা একে অপরের বিরুদ্ধে লড়ছেন । অশোকনগর-কল্যাণগড়ের 7 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসাবে লড়ছেন দেবশ্রী রায় । তারই বিপরীতে লড়ছেন কংগ্রেস প্রার্থী মৌসুমি রায় । সম্পর্কে তাঁরা ননদ-বৌদি হলেও, ভোটের ময়দানে একে অপরকে একটুও জমি ছাড়তে রাজি নন (Two Candidate From Same Family)।

দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী । এই বিষয়ে তৃণমূল প্রার্থী দেবশ্রী রায় বলেন, "7 নম্বর ওয়ার্ড থেকে ফের প্রার্থী করায় দলের প্রতি কৃতজ্ঞ আমি । তাই কে কোথা থেকে লড়াই করছে তা নিয়ে ভাবছি না । আমি নিশ্চিত, এবারও এই ওয়ার্ডের মানুষ আমাকেই সমর্থন করবেন ।" ননদকে বিঁধে তিনি বলেন, "মৌসুমি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দাই নন । বহিরাগত একজন প্রার্থীকে দাঁড় করিয়ে কংগ্রেস ভাবছে, তৃণমূলের সঙ্গে লড়াই করবে । ওরা মূর্খের স্বর্গে বাস করছে । কংগ্রেসের কোনও সংগঠন নেই এখানে । উন্নয়ন দেখেই মানুষ এখানে ভোট দেবে তৃণমূল প্রার্থীকে । কারওর মিথ্যা অভিযোগের ওপর বিশ্বাস করে নয় (2022)। "

আরও পড়ুন: Cattle Smuggling Case : এবার গরুপাচার কাণ্ডেও অনুব্রতকে তলব সিবিআইয়ের

বৌদি দেবশ্রী রায়কে জবাব দিতে ছাড়েননি মৌসুমী । এই বিষয়ে কংগ্রেস প্রার্থী বলেন, "দীর্ঘদিন ওই ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর থেকেও কোনও উন্নয়ন হয়নি । যিনি কাউন্সিলর ছিলেন তিনি আসলে উন্নয়নের বদলে দলবাজি এবং দুর্নীতিতে প্রশয় দিয়েছেন । প্রচারে আমরা সেই সমস্ত অভিযোগই তুলে ধরছি মানুষের সামনে ‌। এরপর মানুষ বিচার করে দেখবেন কাকে ভোট দিলে তাঁদের আশা পূরণ হবে । মানুষের ওপর বিশ্বাস রয়েছে, এবারে তৃণমূলের বদলে কংগ্রেস প্রার্থীকেই জয়ী করবেন এই ওয়ার্ড থেকে (Ashoknagar Municipal election) ।"

আরও পড়ুন: Second Hooghly Bridge : 13 ফেব্রুয়ারি 6 ঘণ্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

প্রসঙ্গত, 2015 সালের পৌর নির্বাচনে অশোকনগর-কল্যাণগড় পৌরসভার 7 নম্বর ওয়ার্ড থেকেই জয়ী হয়েছিলেন তৃণমূলের দেবশ্রী রায় । পৌরসভার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর এই ওয়ার্ডে কো-অর্ডিনেটর ছিলেন তিনি । তাই পুনরায় 7 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিট দেওয়া হয়েছে দেবশ্রীকে । সূত্রের খবর, পৌরভোটে লড়াইয়ের জন্য তৃণমূলের কাছে আবেদন করেছিলেন মৌসুমী । তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত তিনি । কিন্তু টিকিট না-পেয়ে ক্ষোভে দল ছাড়েন মৌসুমী । কংগ্রেসে যোগ দিয়েই টিকিটও পেয়ে যান তিনি । বৌদি দেবশ্রীর বিপরীতে দাঁড়িয়েছেন মৌসুমী । এবিষয়ে তিনি পাশে পেয়েছেন ভাই সুকান্তকে ৷ সুকান্তও দিদির পথ ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ৷ মৌসুমির নির্বাচনী এজেন্টও হয়েছেন ৷ সুতরাং ননদ-বৌদির লড়াই ঘিরে জমজমাট অশোকনগর-কল্যাণগড় পৌরনির্বাচন ৷

Last Updated :Feb 10, 2022, 8:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.