ETV Bharat / city

Cattle Smuggling Case : এবার গরুপাচার কাণ্ডেও অনুব্রতকে তলব সিবিআইয়ের

author img

By

Published : Feb 10, 2022, 12:46 PM IST

Updated : Feb 10, 2022, 1:20 PM IST

অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে ফের তলব সিবিআইয়ের (CBI summons Anubrata Mandal to Nizam Palace) ৷ এবার গরুপাচার কাণ্ডে তাঁকে তলব করা হয়েছে ৷ 15 ফেব্রুয়ারি তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷

West Bengal Cattle Smuggling Case
অনুব্রতকে তলব সিবিআইয়ের

কলকাতা, 10 ফেব্রুয়ারি : গরুপাচার কাণ্ডে এবার অনুব্রত মণ্ডলকে হাজিরার নির্দেশ দিল সিবিআই (CBI summons Anubrata Mandal to Nizam Palace)। 15 ফেব্রুয়ারি তাঁকে ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে ৷ ওই একই দিনে অভিনেতা-সাংসদ দেবকেও একই মামলায় ডেকে পাঠানো হয়েছে ৷

গতকালই গরুপাচার কাণ্ডে নাম উঠে এসেছে দেবের । আগামী 15 ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে অভিনেতা-সাংসদকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । সেই দিনই ফের বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকেও তলব করা হল ৷ এর আগেও ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রতকে ডেকে পাঠিয়েছিল সিবিআই ৷ তিনি যাননি ৷ এবার যাবেন কি না, তা এখনও জানা যায়নি ৷

গরুপাচার কাণ্ডে একাধিক তথ্য এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ জোগাড় করে সিবিআই গোয়েন্দাদের মনে হয়েছে, বীরভূম লাগোয়া একাধিক জায়গায় গরুপাচার হয়েছে । পাশাপাশি গরুপাচার কাণ্ডে ইতিমধ্যেই বিএসএফ কম্যান্ডার সতীশ কুমার-সহ গরুপাচারের অন্যতম মাথা এনামুল হককে গ্রেফতার করেছে সিবিআই । তাঁদের জিজ্ঞাসাবাদ করে এবং তাঁদের অফিসে তল্লাশি চালিয়ে একাধিক কাগজপত্র বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা । এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে বলে দাবি তদন্তকারীদের ।

এর আগে অনুব্রত মণ্ডলকে একাধিকবার নোটিশ পাঠিয়েছিল সিবিআই । তবে সেক্ষেত্রে ভোট পরবর্তী হিংসার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল সিবিআই । তিনি অবশ্য যাননি ৷ এবার গরুপাচার কাণ্ডেও তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে ডেকে পাঠানো হল ৷

আরও পড়ুন : CBI Notice to Dev : গরুপাচার কাণ্ডে এবার দেবকে নোটিশ সিবিআইয়ের

Last Updated : Feb 10, 2022, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.