ETV Bharat / state

Panchayat Election Results 2023: উত্তর 24 পরগনার ত্রিস্তর পঞ্চায়েতে ঘাসফুলের একচ্ছত্র আধিপত্য

author img

By

Published : Jul 13, 2023, 1:28 PM IST

Panchayat Election Results 2023 ETV BHARAT
Panchayat Election Results 2023

পঞ্চায়েত নির্বাচনে উত্তর 24 পরগনায় দাঁত ফোটাতে পারল না বিরোধীরা ৷ মাত্র 4টি গ্রাম পঞ্চায়েত জিতেই থামতে হল বিজেপিকে ৷ সেখানে বিরোধীশূন্য জেলার পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ৷ 189টি গ্রাম পঞ্চায়েত শাসক শিবিরের দখলে ৷

বারাসত, 13 জুলাই: 2018 সালের পঞ্চায়েতের ক্লাইমাক্স বহাল রইল 2023 সালের ভোটেও ৷ আসন সংখ্যা বাড়লেও তৃণমূলের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল বিরোধীরা। এবারও বিরোধীশূন্য পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তৈরি হল উত্তর 24 পরগনায় ৷ 22টি পঞ্চায়েত সমিতি ও 66টি জেলা পরিষদের সবক’টি গেল তৃণমূলের দখলে ৷ প্রায় একই দশা গ্রাম পঞ্চায়েতেও ৷ আসন সংখ্যা বাড়লেও মাত্র 4টি গ্রাম পঞ্চায়েত গিয়েছে প্রধান বিরোধী দল বিজেপির হাতে ৷ অন্যদিকে, তৃণমূল পেয়েছে 189টি গ্রাম পঞ্চায়েত ৷ বাম-কংগ্রেসের অবস্থা আরও খারাপ ৷

তবে, শাসকদলের এই অভাবনীয় ফলাফলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি, সিপিএম ও কংগ্রেস ৷ তাদের দাবি ভোটের প্রকৃত ফলাফল ব‍্যালট বাক্সে প্রতিফলিত হয়নি ৷ অভিযোগ, বিরোধী শূন্য পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলার চিত্রনাট্য আগেই লেখা হয়ে গিয়েছিল ৷ আর ভোট লুঠের মাধ্যমে তা বাস্তবায়িত হয়েছে ৷ নির্বাচন কমিশন, রাজ‍্য সরকার ও পুলিশ প্রশাসনের মিলিত যোগসাজশে ভোটে ব্যাপক কারচুপি করা হয়েছে বলে অভিযোগ বিরোধী শিবিরে ৷ কেবলমাত্র শাসকদলের একাধিপত্য বজায় রাখার জন্য এতকিছু করা হয়েছে ৷ তাই এই জয়ের কৃতিত্ব তৃণমূলের নয় বলে দাবি বিরোধীদের ৷

সিপিএম-এর উত্তর 24 পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী বলেন, "এ বছর জেলা পরিষদে অন্তত 10টি আসনে টার্গেট করেছিলাম আমরা ৷ সেভাবে ভোটের প্রস্তুতিও সারা হয়েছিল ৷ মানুষের সাড়াও পেয়েছিলাম ৷ কিন্তু, সেই টার্গেট সফল হয়নি একমাত্র তৃণমূলের লাগামহীন সন্ত্রাসের কারণে ৷ গতবারের থেকে এবারে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির আসনও বাড়ত ৷ তৃণমূল লড়াই করে জেতেনি ৷ জিতেছে ষড়যন্ত্র এবং অশুভ আঁতাত করে ৷"

আরও পড়ুন: মালদা তৃণমূলের, মুছে গেল বাম; শক্তি বাড়ল কংগ্রেসের

একই সুর বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্রের গলাতেও ৷ তাঁর কথায়, "এটা ভোট নয় ! ভোটের নামে প্রহসন হয়েছে ৷ ভোট প্রক্রিয়ার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত যা যা ঘটেছে, তা সবই মানুষ নিজের চোখে দেখেছে ৷ তাই এই নিয়ে অত লাফালাফি করে কোনও লাভ নেই শাসকদলের ৷ 2024 সালের লোকসভা ভোটেই সব লাফালাফি বেরিয়ে যাবে ৷ তখন তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না ৷"

আরও পড়ুন: পঞ্চায়েতে উত্তরে ধরাশায়ী বিজেপি, লোকসভা নিয়ে পদ্ম শিবিরে ক্রমে বাড়ছে দুশ্চিন্তা

তবে, বিরোধীদের সন্ত্রাস করে জয়ের অভিযোগকে পাত্তা দিচ্ছে না শাসক শিবির ৷ বিষয়টি নিয়ে পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান তথা জয়ী পঞ্চায়েত সদস্য আব্দুল মান্নান বলেন, "মানুষ তৃণমূল সরকারের উন্নয়ন এবং পরিষেবার ওপর ভরসা করেই ভোট দিয়েছে ৷ স্বচ্ছভাবেই পঞ্চায়েত ভোট হয়েছে ৷ বিরোধীদের না আছে সংগঠন, না আছে লোকবল ৷ ওদের কাজ শুধু সমালোচনা করা ৷ ওরা মানুষের পাশে কখনও থাকেন না ৷ সেই কারণে মানুষ বিরোধীদের প্রত্যাখ্যান করেছে ৷"

উল্লেখ্য, 2018 সালের ত্রিস্তর পঞ্চায়েত ভোটেও এই জেলায় একতরফভাবেই ক্ষমতা দখল করেছিল তৃণমূল ৷ 199টি গ্রাম পঞ্চায়েতের 3560টি আসনের মধ্যে অধিকাংশ আসনই দখল করেছিল শাসকদল ৷ একইভাবে জেলার মোট 22টি পঞ্চায়েত সমিতির 589টি আসনের বেশিরভাগই গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ৷ সেবারও জেলা পরিষদের মোট 57টি আসন বিরোধীশূন্য ছিল ৷ সেই একই ছবি দেখা গেল 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.