ETV Bharat / state

Panchayat Elections 2023: শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে জেলাশাসকের দফতরে মন্ত্রী-বিধায়করা, ‘ভূতের মুখে রাম নাম’; কটাক্ষ বিরোধীদের

author img

By

Published : Jun 18, 2023, 11:04 PM IST

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানাতে উত্তর 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের দফতরে তৃণমূলের শীর্ষ নেতা, মন্ত্রী এবং বিধায়করা ৷ আর সেই নিয়ে বিরোধীদের কটাক্ষ ‘ভূতের মুখে রাম নাম’ ৷ অভিযোগ তৃণমূলের সন্ত্রাসের কারণেই বিরোধীরা মনোনয়ন পেশ করতে পারেনি ৷ আর তারাই এখন শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলছে ৷

শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে উত্তর 24 পরগনার জেলাশাসকের দফতরে মন্ত্রী-বিধায়করা

বারাসত, 18 জুন: ভোটের আগেই উত্তর 24 পরগনার একাধিক পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে এসে গিয়েছে ৷ জেলা পরিষদের কয়েকটি আসনও ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে ৷ এবার অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ, জেলাশাসকের দফতরে তৃণমূলের একটি প্রতিনিধি দল ৷ যে দলের নেতৃত্বে ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক-সহ জেলার শীর্ষনেতারা ৷ যা দেখে বিরোধীদের কটাক্ষ, ভূতের মুখে রাম নাম ৷ বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, তৃণমূলের সন্ত্রাসের কারণেই অধিকাংশ পঞ্চায়েত সংসদ, পঞ্চায়েত সমিতিতে তাদের প্রার্থীরা মনোনয়ন পেশ করতে পারেনি ৷ আর এখন সেই তৃণমূলের নেতারা সুষ্ঠু নির্বাচনের দাবি করছে ৷ যা হাস্যকর ছাড়া কিছুই নয় ৷

মনোনয়ন প্রক্রিয়া ঘিরে উত্তর 24 পরগনার একাধিক ব্লকে বিরোধী বিজেপি, সিপিআইএম ও কংগ্রেস তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ বিশেষ করে বারাসত 2, সন্দেশখালি 1 ও 1, মিনাখাঁ ব্লকের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়েছিল ৷ হামলা, মারধর, গাড়ি ভাঙচুর কিছুই বাদ যায়নি মনোনয়ন তোলাকে কেন্দ্র করে ৷ অভিযোগ এর জেরে বেশিরভাগ জায়গাতেই মনোনয়ন তোলা কিংবা জমা, কিছুই করতে পারেনি সিপিএম, কংগ্রেস, বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি ৷

অভিযোগ তাই ভোটের আগেই বিরোধীশূন্য বেশকিছু পঞ্চায়েত দখল করে ফেলেছে শাসকদল ৷ সূত্রের খবর, ইতিমধ্যে সন্দেশখালি 1 ও 2 নম্বর ব্লকের 16টি পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে ঘাসফুল শিবির ৷ একইভাবে বারাসত 2 নম্বর ব্লকের শাসন পঞ্চায়েতও দখলে এসেছে তৃণমূলের ৷ ওই ব্লকের আরও দু’টি পঞ্চায়েত দখল হওয়ার পথে শাসকদলের ৷ একই অবস্থা জেলার বেশকিছু পঞ্চায়েত সমিতিরও ৷ তবে, জেলা পরিষদের 66টি আসনের 59টি-তে লড়াই হতে চলেছে শাসক এবং বিরোধী শিবিরের মধ্যে ৷ অর্থাৎ, এখানেও 7টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে জিতে নিয়েছে তৃণমূল ৷ তারই মধ্যে এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে জেলা নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হলেন শাসকদলের মন্ত্রী-বিধায়করা ৷

আরও পড়ুন: ঘরের লড়াই বাইরে, জেলা অফিসের বাইরে ধস্তাধস্তি তৃণমূলের

এই বিষয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কিছু বলতে না চাননি ৷ তবে, বিধায়ক তাপস রায় বলেন, "উত্তর 24 পরগনা জেলায় সেভাবে কোনও সমস্যা নেই ৷ তবু সুষ্ঠু এবং অবাধ ভোটের দাবিতে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে দরবার করে গেলাম আমরা ৷ যাতে ভোটের সময় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয় ৷"

বারাসত 2 নম্বর ব্লকের একাধিক পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতা তৃণমূলের দখলে আসার প্রসঙ্গে তাপস রায় বলেন, "কেউ যদি মনোনয়ন জমা দিতে না পারে ৷ কারও যদি প্রার্থী না থাকে, তাহলে আমরা কি করতে পারি ! এখানে তো মনোনয়নের সময় কোনও সমস্যা হয়নি ৷" তবে, জেলা পরিষদের একই আসনে তৃণমূলের একাধিক প্রার্থী মনোনয়ন পেশ করেছেন ৷ যে প্রশ্নে তাঁর জবাব, "যেই প্রতিদ্বন্দ্বিতা করুক ৷ দলের তরফে সিম্বল পাবে একজনই ৷ সেই বার্তা ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে ৷"

আরও পড়ুন: নির্বিঘ্নেই স্ক্রুটিনি, বিরোধীদের অভিযোগে আমল দিল না কমিশন

অন‍্যদিকে, শাসকদলের অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবিকে কটাক্ষ করেছেন সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আহমেদ আলি খান ৷ তাঁর কথায়, "সুষ্ঠু ভোটের দাবি নিয়ে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে যাননি তৃণমূলের মন্ত্রী-বিধায়করা ৷ ওরা গিয়েছিল কীভাবে ভোট লুঠ করা যায়, তার পরিকল্পনা করতে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.