ETV Bharat / state

জয়নগরের পর আমডাঙা, ফের খুন শাসক নেতা! মুহুর্মুহু বোমাবাজিতে এলাকায় আতঙ্ক

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 8:22 AM IST

Updated : Nov 17, 2023, 9:55 AM IST

Tmc Leader Murder at Amdanga : ভর সন্ধ্যায় খুন হলেন উত্তর 24 পরগনার আমডাঙার তৃণমূলের পঞ্চায়েত প্রধান ৷ ঘটনায় কে বা কার জড়িত তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে নারাজ ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ৷

Etv Bharat
প্রতীকী ছবি

আমডাঙা (উত্তর 24 পরগনা), 17 নভেম্বর: জয়নগরের রেশ কাটতে না কাটতেই এবার উত্তর 24 পরগনার আমডাঙায় খুন তৃণমূল নেতা ৷ বোমার আঘাতে মৃত্যু হল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের। নিহতের নাম রূপচাঁদ মণ্ডল (35)। বৃহস্পতিবার সন্ধ্যায় জনবহুল রাস্তায় দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে প্রাণ হারালেন শাসক নেতা। তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আততায়ীদের গ্রেফতারের দাবিতে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান স্থানীয় তৃণমূল কর্মীরা। পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। মৃত্যুর খবর ইতিমধ্যেই নিশ্চিত করেছে আমডাঙা থানা।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বোমাবাজিতে গুরুতর জখম তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে। পরে, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল আমডাঙার কামদেবপুর হাটে বাজার করতে গিয়েছিলেন। অভিযোগ, গাড়ি থেকে নামতেই তাঁকে লক্ষ্য করে পরপর বোমা ছুড়তে শুরু করে দুষ্কৃতীরা। তখনই একটি বোমা গিয়ে লাগে ওই তৃণমূল নেতার কাঁধে। বোমার আঘাতে কাঁধের বেশ খানিকটা অংশ উড়ে যায়। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই বোমা ছুঁড়তে ছুঁড়তে আততায়ীরা বাইকে করে পালিয়ে যায়। মুহুর্মুহু বোমাবাজিতে কেঁপে উঠে এলাকা। বেশকিছু তাজা বোমাও ফেলে যাওয়া হয় এলাকায়। যেগুলো পরে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

নিহত রূপচাঁদের মামা আব্দুল খালেক মণ্ডলের দাবি, পুরনো শত্রুতার জেরেই কেউ এই ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি, দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি । ব‍্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, "অল্প বয়সেই রূপচাঁদ পঞ্চায়েত প্রধানের দায়িত্ব পেয়েছিলেন। এভাবে প্রকাশ্যে একজন পঞ্চায়েত প্রধানের খুন হয়ে যাওয়া আমাদের পক্ষে খারাপ। খুবই মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। তদন্ত চলছে। তদন্তের আগেই খুনের কারণ বলা উচিত নয়। তাতে তদন্ত প্রভাবিত হতে পারে।"। তবে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব মানতে চাননি সাংসদ।

অন‍্যদিকে, এই খুন নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র বলেন, "যেখানেই খুন হচ্ছে, সেখানেই শাসকদল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে বিরোধীদের ঘাড়ে দায় চাপাচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা রেহাই পেয়ে যাচ্ছে। তাই, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, সত্য ঘটনা সামনে এনে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন।"

রাজনীতিতে সম্প্রতি উথ্বান হয়েছিল রূপচাঁদের। পঞ্চায়েত প্রধানও হয়েছিলেন। তবে তা নিয়ে বিতর্ক কম হয়নি। দলীয় হুইপ অমান্য করে গ্রাম পঞ্চায়েতে ভোটাভুটি হয়। তাতেই প্রধান হন রূপচাঁদ। স্থানীয় রাজনৈতিক মলের অনুমান, এই বিষয়টি মেনে নিতে পারেননি এলাকার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। রূপচাঁদ টাকা বিলিয়ে পঞ্চায়েত প্রধানের পদ কিনেছিলেন বলেও অভিযোগ করেন রফিকুর। সেই বিতর্কের রেশ কাটার আগেই এবার খুন হলেন তৃণমূল নেতা।

আরও পড়ুন:

1. প্রকট কাজী পরিবারের দ্বন্দ্ব, অনির্বাণের বিরুদ্ধে আইনি পথে নজরুলের আরেক নাতি অরিন্দম

2. ছটে দক্ষিণ পূর্ব রেলের বিশেষ পরিষেবা, চলবে একাধিক স্পেশাল ট্রেন

3. 200 ফুটের বেইলি ব্রিজ গড়ে নজির সেনার, বন্যার দেড় মাস পর যোগাযোগ স্বাভাবিক উত্তর সিকিমে

Last Updated :Nov 17, 2023, 9:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.