ETV Bharat / state

Panchayat Elections 2023: বিজেপি প্রার্থীর বাড়ির সামনে সাদা থান-মালা ও বোমা, কাঠগড়ায় তৃণমূল

author img

By

Published : Jul 6, 2023, 9:43 PM IST

white cloth in  BJP candidate house
সাদা থান

বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী বাড়ির সামনে সাদা থান, মালা ও বোমা রাখার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ অভিযোগ অস্বীকার শাসকদলের ৷

বিজেপি প্রার্থীর বাড়ির সামনে সাদা থান

বনগাঁ, 6 জুলাই: জয়নগরে নির্দলের পর এবার বনগাঁয় বিজেপি প্রার্থীর বাড়ির সামনে পড়ে থাকতে দেখা গেল সাদা থান ৷ উত্তর 24 পরগনার ঘাটবাওড় পঞ্চায়েতের কালমেঘা এলাকার ঘটনা । বনগাঁ পঞ্চায়েত সমিতির 20 নম্বর আসনের প্রার্থী হয়েছেন আশিস মণ্ডল । তাঁর বাড়ির সামনেই বৃহস্পতিবার সাদা থান, রজনীগন্ধার মালা ও তাজা বোমা রাখা ছিল ৷ এগুলি রেখে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ । তবে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে শাসদকল তৃণমূল ।

তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে সাদা থান

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে আশিসের বাড়ির সামনে বিজেপির দলীয় পতাকার উপরে তিনটি তাজা বোমা, সাদা থান কাপর ও রজনীগন্ধার মালা দেখতে পান পরিবারের সদস্যরা । এ বিষয়ে আশিস বলেন, "এই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি । এলাকায় ভয়ভীতি তৈরি করতে তৃণমূল বাড়িতে বোমা ও সাদা থান রেখে গিয়েছে । তারা চাইছে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে । যাতে মানুষ ভোট দিতে যেতে ভয় পায় ।"

বিজেপিকে ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

খবর পেয়ে আশিসের বাড়িতে যান বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল । অশোক কীর্তনীয়া বলেন, "তৃণমূল ঘাটবাওড় পঞ্চায়েত-সহ সমগ্র পশ্চিমবঙ্গে ভয় পেয়ে গিয়েছে । অস্তিত্ব সংকটে ভুগছে ৷ তাই বিজেপি প্রার্থীদের বাড়ি দেখে দেখে বোমা মারা হচ্ছে ৷ কারোর বাড়িতে বোমা রাখা হচ্ছে ।" তাঁর দাবি, গত রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা, সাদা থান ও মালা রেখে গিয়েছে । জেলা সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "ভয় দেখিয়ে কোন লাভ নেই । বামফ্রন্ট 34 বছর এইভাবে ভয় দেখিয়েছে । সেইটাই অনুসরণ করছে তৃণমূল ।"

আরও পড়ুন: বিরোধীদের ভয় দেখানোর নয়া উপায় ! জয়নগরে নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান, মালা ও মিষ্টি

অভিযোগ অস্বীকার শাসকদলের

বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষের দাবি, বিজেপির পায়ের নিচে মাটি নেই, তাই প্রচারে থাকার জন্য নিজেরা এই সমস্ত করে তৃণমূলের উপরে দোষ চাপাচ্ছে । তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে না । ওরা ভিত্তিহীন অভিযোগ করছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.