ETV Bharat / state

Panchayat Elections 2023: বিরোধীদের ভয় দেখানোর নয়া উপায় ! জয়নগরে নির্দল প্রার্থীর বাড়িতে সাদা থান, মালা ও মিষ্টি

author img

By

Published : Jun 16, 2023, 9:10 PM IST

নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে মনোনয়ন প্রত্যাহার করাতে হুমকি পরিবারকে ৷ তাও আবার প্রার্থীর মায়ের হাতে সাদা থান, রজনীগন্ধার মালা ও মিষ্টি দিয়ে ৷ রীতিমতো ঠান্ডা মাথায় পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

নির্দলপ্রার্থীর বাড়িতে সাদা থান, ফুলের মালা পাঠিয়ে হুমকির অভিযোগ

জয়নগর, 16 জুন: চোখরাঙানি উপেক্ষা করে যাঁরা মনোনয়ন পেশ করেছিলেন ৷ তাঁদের ভয় দেখাতে এক অভিনব পন্থা ৷ নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে তাঁর মায়ের হাতে সাদা থান, মালা ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরের চালতা বেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য ভয় দেখাতে এক অভিনব পথ বেছে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ উল্লেখ্য, মনোনয়ন পেশ করার পর থেকেই গ্রাম ছাড়া রয়েছেন সিপিআইএম সমর্থিত সুব্রত গায়েন ৷ কিন্তু, এ বার তাঁর বাড়ির লোকজনকে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে ৷

দক্ষিণ 24 পরগনা জয়নগর থানার অন্তর্গত চালতা বেরিয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ব্যানার্জি চকের 253 নম্বর বুথের বাম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েন ৷ বৃহস্পিতবার সকালে তাঁর বাড়িতে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী যায় ৷ সেখানে তাঁরা সুব্রত গায়েনের মায়ের হাতে সাদা কাপড়, সাদা ফুলের মালা ও মিষ্টি দিয়ে আসে ৷ সেই সঙ্গে তাঁর মাকে হুমকি দিয়েছে, ‘‘ছেলেকে ভোট নিয়ে মাতামাতি করতে বারণ করবেন ৷ আর এই সমস্ত জিনিস নিজের বৌমাকে দিয়ে দেবেন ৷’’ এই ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে সুব্রতর পরিবার ৷ তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন নিরাপত্তা চেয়ে ৷

সুব্রত এই মুহূর্তে বাড়িতে নেই ৷ তিনি মনোনয়ন পেশ করার পর থেকেই গ্রাম ছাড়া ৷ মূলত প্রাণ বাঁচাতেই আত্মগোপন করে রয়েছেন বলে দাবি তাঁর পরিবারের ৷ এ নিয়ে সুব্রত গায়েনের প্রতিবেশী পুতুল সরদার জানিয়েছেন, তাঁর স্বামীকেও হুমকি দিয়েছে ওই দুষ্কৃতীরা ৷ মূলত, সুব্রত এবং তাঁর প্রতিবেশী বাম রাজনীতির সঙ্গে যুক্ত ৷ তবে, পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হলেও, তেমন কোনও আশার আলো দেখছেন না তাঁরা ৷

আরও পড়ুন: সিপিআইএম প্রার্থীর বাড়িতে হামলা, সালানপুর থানায় অভিযোগ মীনাক্ষীর

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তথা ওই এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান চণ্ডীচরণ সরদার ৷ তিনি বলেন, ‘‘এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন ৷ নির্দল কোনও প্রার্থীর ঠিক নেই ৷ ওর কথা আমরা বলতে পারব না ৷ আমরা ইতিমধ্যেই আমাদের প্রার্থীদের দেওয়াল লিখন শেষ করে দিয়েছি ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে ৷’’

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটে ফের রক্তাক্ত মুর্শিদাবাদ! নবগ্রামে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি

তবে, দক্ষিণ 24 পরগনার সিপিআইএম জেলা কমিটি সদস্য অপূর্ব প্রামাণিকের অভিযোগ, ‘‘শাসকদলের চোখরাঙানি ও সন্ত্রাসকে উপেক্ষা করে বহু প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে ৷ এমনকি হাসপাতালে ভরতি ছিলেন ৷ অনেকে হাসপাতালে ভরতি থাকা অবস্থায় মনোনয়নপত্র জমা দিয়েছেন ৷ মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য শাসকদলের নেতাকর্মীরা প্রতিনিয়ত চাপ দিচ্ছে প্রার্থীদের ৷ শাসকদলের ভয়ে এলাকা ছাড়া বহু প্রার্থী ৷ ওই ব্লকেরই প্রার্থী ভানুপদ নাইয়া ৷ তাঁর বাড়িতেও গিয়ে হুমকি দিচ্ছে তৃণমূলের গুন্ডাবাহিনী ৷ সুব্রতর বাড়িতে গিয়ে তার বৃদ্ধ মায়ের হাতে সাদা থান, মালা ও মিষ্টি দিয়েছে তৃণমূলের লোকজন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.