ETV Bharat / state

বিরোধীদের হয়ে কাজের প্রমাণ দিলে নাকখত দেব : শংকর আঢ্য

author img

By

Published : Jun 16, 2021, 11:05 PM IST

মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে বনগাঁ পুরসভার পৌরপ্রশাসক পদ থেকে শংকর আঢ্যকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠকে । বনগাঁ বিধানসভায় খারাপ ফলাফলের কারণে শংকর আঢ্যকে সরানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর । যা নিয়ে আজ মুখ খুললেন শংকর আঢ্য।

বিরোধীতা প্রমাণ করতে পারলে বনগাঁ  জুড়ে নাকে খত দেবো, বললেন বনগাঁর প্রাক্তন পৌর প্রশাসক
বিরোধীতা প্রমাণ করতে পারলে বনগাঁ জুড়ে নাকে খত দেবো, বললেন বনগাঁর প্রাক্তন পৌর প্রশাসক

বনগাঁ, 16 জুন : "বনগাঁ মহকুমার আরও চারটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হেরেছে, তারও সঠিক পর্যালোচনা হওয়া দরকার । বিধানসভা নির্বাচনে যদি আমাদের কোনও খামতি থাকে, কোনও বিরোধীর হয়ে কাজের প্রমাণ দিলে রাজনৈতিক সন্ন্যাস নয়, সারা বনগাঁ জুড়ে নাকখত দেবো ।" বনগাঁ প্রশাসনিক পদ থেকে অপসারিত হয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করে বললেন বনগাঁ পুরসভার প্রাক্তন পৌর প্রশাসক শংকর আঢ্য ।

মঙ্গলবার রাজ্য সরকারের তরফ থেকে বনগাঁ পুরসভার পৌরপ্রশাসক পদ থেকে শংকর আঢ্যকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয় বনগাঁ প্রাক্তন বিধায়ক গোপাল শেঠকে । বনগাঁ বিধানসভায় খারাপ ফলাফলের কারণে শংকর আঢ্যকে সরানো হয়েছে বলে দলীয় সূত্রে খবর । যা নিয়ে আজ মুখ খুললেন শংকর আঢ্য।

তিনি বলেন, "বিধানসভা নির্বাচনে আমাকে চেয়ারম্যান করা হয়েছিল ৷ প্রার্থী হারার দায় আমি স্বীকার করছি । কিন্তু বনগাঁ মহকুমার আরও চারটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হেরেছে । সেখানে যাঁরা দায়িত্বে ছিলেন সেই হারের দায়টি তাঁদের নেই ? দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ যেন হারের সঠিক পর্যালোচনা করা হয়।"

তিনি আক্ষেপ করে আরও বলেন, "আত্ম পক্ষের বলার জায়গা দেওয়া দরকার ছিল ।" আগামী দিনে বনগাঁ শহরের উন্নয়ন নিয়ে শংকর জানিয়েছেন, যদি কেউ মনে করে কোনও সহযোগিতা দরকার আছে, আমরা অবশ্যই সহযোগিতা করব।

পৌর প্রশাসক পদ থেকে অপসারণের পর শংকর আঢ্যের প্রতিক্রিয়া

আরও পড়ুন : শংকরকে সরিয়ে গোপাল, বনগাঁ পৌরসভার প্রশাসক বদল

এই প্রসঙ্গে গোপাল শেঠ বলেন, "তাঁকে কেন সরানো হল এটা তো দল বলবে । আমরা তো কেউ কারোর বিরুদ্ধে দোষারোপ করিনি । আমাদের সবারই একটা ভুল হয়েছে, যার ভুলের ফলশ্রুতি হল আমাদের খারাপ ফল । তার জন্য আমরা একক ভাবে কাউকে দায়ী করছি না । দল তাঁকে কেন সরিয়েছে, কী জন্য সরিয়েছে, এর ব্যাখ্যা দল কোথাও করেনি । দল হঠাৎ করে আমাকে একটা কাগজ পাঠিয়ে দিয়েছে, যেখানে বলেছে তুমি বনগাঁ পৌরসভার প্রশাসকের দায়িত্ব নাও । আমি নিয়েছি । দল যখন যে দায়িত্ব দেবে সেটা পালন করব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.