ETV Bharat / state

হিন্দু ভাইয়ের দেহ সৎকার করলো হাফিজুল-আরিফুলরা

author img

By

Published : May 5, 2021, 9:28 PM IST

করোনাকালে সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ৷ হিন্দু শাস্ত্র মেনে মুসলিমদের কাধেঁ চেপে সম্পন্ন হল প্রবীর সরকারের শেষকৃত্য ৷

corona
corona

বাদুড়িয়া , 5 মে : মনে পড়ে গেল কাজি নজরুল ইসলামের সেই গান ৷ ' মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান ' ৷ করোনার এই আবহে আবারও উঠে এল সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ৷

মৃত হিন্দু দেহ সৎকার করল মুসলিম ভাইজান ৷ করোনা আতঙ্কের কারনে মুখ ফিরিয়ে নিয়েছিল প্রতিবেশীরা ৷ এগিয়ে আসেনি দেহ সৎকারের কাজেও ৷ তখনই দেবদূতের মতন এগিয়ে আসে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ ৷

পরিবার সূত্রে জানা গেছে , পেশায় গাড়িচালক ছিলেন প্রবীর সরকার (৪৯) ৷ মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন বাড়িতে । দুপুরে বাড়িতেই মারা যান তিনি ।

আরও পড়ুন : ভোট মিটতেই পুরনো পদে বহাল বীরেন্দ্র ও জাভেদ শামিম, সরানো হল পূর্ব মেদিনীপুরের এডিএমকেও

তবে তাঁর শেষকৃত্যে এগিয়ে আসেনি প্রতিবেশীরা ৷ তাঁদের সন্দেহ ছিল প্রবীর সরকার করোনা আক্রান্তের শিকার ৷ সেই কারনেই সহযোগিতার হাত বাড়াতে সাহস পায়নি তাঁর প্রতিবেশীরা ৷

কিন্তু , সঙ্কটের এই সময়ে এগিয়ে আসেন অন্য সম্প্রদায়ের মানুষজন ৷ সাহেব আলি মোল্লা , হাফিজুল মন্ডল , আরিফুল আকুঞ্জি , সরিফুল মন্ডল , ফিরোজ মনি , শাহানুর মন্ডলের মতন মুসলিম সম্প্রদায়ের আরও অনেকে নিজেদের সাধ্যমত টাকা দেন দেহ সৎকারের জন্য । এরপরই মৃতদেহকে প্লাস্টিকে মুড়ে ভ্যানে চাপিয়ে নিয়ে যাওয়া হয় রামচন্দ্রপুর শ্মশানে । সেখানেই হিন্দু শাস্ত্র মেনে শেষকৃত্য সম্পন্ন হয় প্রদীপ সরকরের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.