ETV Bharat / state

ঠাকুরনগরে শাহ-র সভা হবে মতুয়া-বিজেপির যৌথ ব্যানারে

author img

By

Published : Jan 26, 2021, 4:21 PM IST

Thakurnagar meeting-of-amit-shah-will-be-held-under-the-joint-banner-of-matua-and-bjp
Thakurnagar meeting-of-amit-shah-will-be-held-under-the-joint-banner-of-matua-and-bjp

আগামী 30 জানুয়ারি ঠাকুরনগরে আসছেন কেন্দ্রীয় অমিত শাহ । প্রশ্ন উঠেছিল, মতুয়া না বিজেপি, কাদের ব্যানারে শাহ-র সভা হবে । সোমবার শান্তনু ঠাকুর জানালেন, মতুয়া ও বিজেপির যৌথ ব্যানারে হবে শাহ-র সভা ।

ঠাকুরনগর, 26 জানুয়ারি: আগামী 30 জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহ-র সভা । বিজেপি না মতুয়া কাদের ব্যানারে হবে সেই সভা, তা নিয়ে জল্পনা ছিল। অবশেষে সোমবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর জানালেন, মতুয়া ও বিজেপির যৌথ ব্যানারে হবে সভা ।

মতুয়া-বিজেপির যৌথ ব্যানারে হবে সভা, জানালেন শান্তনু ঠাকুর ৷

মতুয়াদের নাগরিকত্বের দাবি দীর্ঘদিনের । বিজেপির টিকিটে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে মতুয়াদের নাগরিকত্ব নিয়ে সংসদের ভিতরে ও বাইরে সোচ্চার হন শান্তনু ঠাকুর । গত বছর নতুন নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকে আশায় বুক বাঁধছেন মতুয়ারা । মাঝে এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেন বনগাঁর বিজেপি সাংসদ ৷ এরপরই মতুয়া ভোটব্যাঙ্ক বাঁচাতে আসরে নামেন বিজেপির কেন্দ্রীয় নেতারা । মতুয়াদের নাগরিকত্ব দাবির সদুত্তর দিতে আগামী 30 জানুয়ারি ঠাকুরনগরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । কিন্তু প্রশ্ন উঠেছিল, মতুয়া না বিজেপি, কাদের ব্যানারে শাহ-র সভা হবে । অবশেষে সোমবার সাংসদ শান্তনু ঠাকুর জানালেন, মতুয়া ও বিজেপির যৌথ ব্যানারে হবে অমিত শাহ-র সভা । মূল মঞ্চে থাকবে মতুয়াদের ব্যানার । অমিত শাহ আগমন উপলক্ষে ঠাকুরবাড়ির পাশে জোরকদমে চলছে হেলিপ্যাড তৈরির কাজ । সোমবার হেলিপ্যাড তৈরির কাজের তদারকি করেন শান্তনু ঠাকুর । সভাস্থলের মাঠ ঘুরে দেখেন তিনি ।

আরও পড়ুন: ফের বাংলায় আসছেন অমিত শাহ, 30 জানুয়ারি ঠাকুরনগরে সভা

শান্তনু ঠাকুর বলেন, "রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু'লাখ মানুষ অমিত শাহ-র সভায় আসবেন । স্বরাষ্ট্রমন্ত্রী সংশোধিত নাগরিকত্ব নিয়ে বার্তা দেবেন ।"

আরও পড়ুন: CAA আইন কার্যকর করতে বাঁধা দিচ্ছে রাজ্য বললেন শান্তনু

এদিকে অমিত শাহ-র সভা নিয়ে তৃণমূল আক্রমণ করতে ছাড়েনি । উত্তর 24 পরগনার জেলা তৃণমূলের আহ্বায়ক গোপাল শেঠ বলেন, "শান্তনু ঠাকুরকে ভয় দেখিয়ে বিজেপির ব্যানারে মতুয়াদের সভায় আনার চেষ্টা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.