ETV Bharat / state

Sujan Chakraborty on Chiranjeet: চিরঞ্জিত রাজ‍্যপালকে নিয়ে রাজনীতির কথা বলছেন, কটাক্ষ সুজনের

author img

By

Published : Feb 10, 2023, 10:12 PM IST

Updated : Feb 11, 2023, 10:00 AM IST

ETV Bharat
চিরঞ্জিতকে কটাক্ষ সুজনের

রাজ্যপালকে নিয়ে বারসতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর মন্তব্যকে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty criticises Chiranjeet Chakraborty) ৷

চিরঞ্জিত চক্রবর্তীকে কটাক্ষ সুজন চক্রবর্তীর

বারাসত, 10 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী জানিয়েছিলেন, রাজ্যপাল সিভি আনন্ত বোস যেভাবে রাজ্য সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলছেন তাতে তিনি বেশিদিন এই রাজ্যে রাজ‍্যপাল হিসেবে থাকতে পারবেন না । মেয়াদ কমিয়ে আনা হতে পারে রাজ‍্যপালের (Chiranjeet Chakraborty remarks on Governor) ৷ তাঁর এই মন্তব্যের জন্য শুক্রবার চিরঞ্জিতকে বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷

বারাসতের বিধায়ককে সুজন চক্রবর্তীর কটাক্ষ, "চিরঞ্জিত যদি আগে থেকেই জেনে থাকেন যে রাজ‍্যপাল বেশিদিন এই রাজ‍্যে থাকবেন না, তাহলে তো ওনার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা উচিত । এটাও বলা উচিত কেন আপনি মুখ্যমন্ত্রী হয়েও এই বিষয়টি জানতে পারলেন না !" শুক্রবার বারাসতে দলের জেলা পার্টি অফিসে এক সাংবাদিক সম্মেলনে সুজন আরও বলেন, "চিরঞ্জিত রাজ‍্যপালকে নিয়ে রাজনীতির কথা বলছেন । বলুক, তাতে অসুবিধা নেই । বরং দলের নেতাদের কাছেও ওর(চিরঞ্জিত)বলা উচিত ৷ মুখ্যমন্ত্রীকে বলা উচিত আপনি বড় অপরাধ করছেন ! আপনি বড্ড বেশি রাজ‍্যপালের ওপর ভরসা করছেন ! খুব অন‍্যায় করছেন আপনি !"

আরও পড়ুন: রাজ‍্যপাল পারফেক্ট নিরপেক্ষ লোক, তাঁকে বেশিদিন এখানে টিকতে দেবে না কেন্দ্র; বিস্ফোরক চিরঞ্জিত

সুজন চক্রবর্তী এদিন আরও বলেন,"আমরা রাজ‍্যপাল পদের বিরোধী। এই পদের কোনও প্রয়োজন কিংবা গুরুত্ব আছে বলে আমরা মনে করি না । রাজ‍্যপাল কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এজেন্ট হিসেবে কাজ করেন । নরেন্দ্র মোদির এজেন্ট জগদীপ ধনকড়ের সঙ্গে মুখ্যমন্ত্রী ঝগড়া । সকলেই সেটাই জানে । আসলে কি তাই ! কারণ, জগদীপ ধনকড়কেই তো উপরাষ্ট্রপতি পদে ঘুরিয়ে সমর্থন করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী । তাহলে যেটা ঝগড়া সেটা আসলে নাটক ! এই রাজ্যপালের ক্ষেত্রে হয়তো মোদির নির্দেশ রয়েছে, আপনি আপাতত লড়াই না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন । সেটাও আসলে বন্ধুত্বের নাটক ৷"

বারাসতে এক সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে বৃহস্পতিবার ইটিভি ভারতের সামনে রাজ‍্যপালকে নিয়ে বিস্ফোরক দাবি করেন তৃণমূলের এই তারকা বিধায়ক ৷ চিরঞ্জিত বলেন,"রাজ‍্যপাল সিভি আনন্দ বোস একজন পারফেক্ট নিরপেক্ষ লোক । উনি যেভাবে সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলছেন তাতে তিনি বেশিদিন এই রাজ্যে রাজ‍্যপাল হিসেবে টিকতে পারবেন না । মেয়াদ কমিয়ে আনা হতে পারে রাজ‍্যপালের"।

Last Updated :Feb 11, 2023, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.