ETV Bharat / state

Sujan Criticises Biman Banerjee: 'বিমান বন্দ্যোপাধ্যায় মেরুদণ্ডহীন', নিশানা সুজনের

author img

By

Published : Oct 23, 2022, 11:57 AM IST

Updated : Oct 23, 2022, 1:04 PM IST

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ চাকরিপ্রার্থীদের (TET Job seekers) উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদকারী বিদ্বজ্জনদের সমালোচনা করায় বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) মেরুদণ্ডহীন বলে নিশানা করেন তিনি ৷

sujan-chakraborty-criticises-biman-banerjee-on-karunamoyee-incident
sujan-chakraborty-criticises-biman-banerjee-on-karunamoyee-incident

বারাসত, 23 অক্টোবর: বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ বারাসতে একটি পুজো মণ্ডপে বইয়ের স্টল উদ্বোধনে গিয়ে বিধানসভার অধ্যক্ষকে নিশানা করেন তিনি ৷ বলেন, ‘‘লেখাপড়া জানা ছেলে-মেয়েদের উপর পুলিশ মাঝরাতে অত্যাচার করল, আর উনি প্রতিবাদ করার সাহস দেখাতে পারেন না ৷ কারণ, তার পরেই অধ্যক্ষ পদ চলে যেতে পারে ৷’’ সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, অধ্যক্ষের মতো নিরপেক্ষ আসনে বসেও বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) রাজনৈতিক এজেন্ডা মেনে চলছেন ৷

প্রসঙ্গত, গত শুক্রবার বারাসতে একটি কালীপুজোর উদ্বোধনে গিয়ে একাংশ বিদ্বজ্জনদের নিশানা করেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷, করুণাময়ীতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের (TET Job seekers) পুলিশের জোর করে তুলে দেওয়ার বিষয়ে তাঁরা প্রতিবাদ করেছিলেন ৷ সেই ইস্যুতেই সেই সকল বিদ্বজ্জনদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিবাদ করছেন বলে অভিযোগ তুলেছিলেন বিধানসভার অধ্যক্ষ ৷ তার জবাবে এ দিন বিমান বন্দ্যোপাধ্যায়কে কার্যত মেরুদণ্ডহীন বলে নিশানা করেন সুজন চক্রবর্তী ৷

বিমান বন্দ্যোপাধ্যায়কে মেরুদণ্ডহীন বলে নিশানা সুজনের

সুজন বলেন, ‘‘লেখাপড়া জানা ছেলে-মেয়েদের উপর পুলিশ মাঝরাতে অত্যাচার করল, আর উনি প্রতিবাদ করার সাহস দেখাতে পারেন না ৷ কারণ, তার পরেই অধ্যক্ষ পদ চলে যেতে পারে ৷ অধ্যক্ষের মতো নিরপেক্ষ আসনে বসেও বিদ্বজ্জনদের একাংশের উদ্দেশ্যে ওই মন্তব্য করে স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি রাজনৈতিক এজেন্ডা নিয়ে চলতে চান ৷’’ এর পরেই তীব্র ভাষায় বিধানসভার অধ্যক্ষকে নিশানা করেন সুজন চক্রবর্তী ৷

আরও পড়ুন: মমতাকে হাসির খোরাকে পরিণত করা হচ্ছে, রাজের মন্তব্যে প্রতিক্রিয়া সুজনের

বিমান বন্দ্যোপাধ্যায়ের সত্যি বলার সাহস নেই বলে অভিযোগ করেছেন সুজন ৷ বলেন, ‘‘লেখাপড়া জানা ছেলেমেয়েদের উপর পুলিশ রাতের অন্ধকারে অত্যাচার করল ৷ আর তিনি প্রতিবাদ করার সাহস দেখাতে পারেন না ৷ কারণ, এর পরেই তাঁর অধ্যক্ষ পদ চলে যাবে ৷ সেই কারণে তাঁকে রাজনৈতিক এজেন্ডা নিয়ে কথা বলতে হচ্ছে ৷’’ কার্যত ঘুরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ আনেন সুজন চক্রবর্তী ৷

Last Updated : Oct 23, 2022, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.