ETV Bharat / state

আমফানের তাণ্ডবে বিদ্যুৎহীন এলাকা, নেই পানীয় জল; বিক্ষোভ বারাসতে

author img

By

Published : May 23, 2020, 12:10 AM IST

বিক্ষোভ স্থানীয়দের
বিক্ষোভ স্থানীয়দের

টানা 72 ঘণ্টা বিদ্যুৎ ও পানীয় জল না পেয়ে শেষে পৌরসভার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন বারাসতের 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । ঘণ্টা তিনেক পর পুলিশ-প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন তাঁরা ।

বারাসত, 22 মে : টানা 72 ঘণ্টা বিদ্যুৎ নেই এলাকায় । নেই পানীয় জলও । স্থানীয় পৌরসভার নজরে বিষয়টি আনা হলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ । অবশেষে বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখান বারাসত পৌরসভার 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । হৃদয়পুরের রাস্তায় গাছের ডাল ও গুঁড়ি ফেলে বিক্ষোভে দেখান তারা । তবে, বিক্ষোভের সময় সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি তাঁদের । অনেকে মাস্কও পরেনি । ঘণ্টা তিনেক পর পুলিশ-প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় ।

ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে । কাঁচা বাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি জেলার বিস্তীর্ন এলাকায় অসংখ্য বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে । যার ফলে জেলাসদর বারাসত-সহ আরও কয়েকটি এলাকা এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে । বিদ্যুৎ না থাকার ফলে পানীয় জলের হাহাকারও শুরু হয়েছে । বিদ্যুৎ দপ্তর যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজে হাত দিলেও পরিস্থিতি সামাল দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের । পর্যাপ্ত কর্মী না থাকার কারণে 48 ঘণ্টা পরও পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি । পৌরসভার 11, 12, 9, 28, 5 ও 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অবস্থা সবচেয়ে বেশি খারাপ । একদিকে 72 ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই । তার উপর জলের সঙ্কট । সমস্যা সমাধানে পৌরসভাকে বিষয়টি বারবার জানানো হলেও তারা কোনও সাহায্য করেনি বলে অভিযোগ । অনেকে আবার পৌরসভার উপর ভরসা না করে পাম্পের জল তুলতে নিজেরাই খরচ করে জেনারেটর ভাড়াও করে ফেলেছেন । কিন্তু, বহু মানুষই লকডাউনের ফলে কর্মহীন । ফলে এই সুবিধাটাও তারা নিতে পারেনি ।

টানা 72 ঘণ্টা বিদ্যুৎ ও পানীয় জল না পেয়ে শেষে পৌরসভার বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে বাধ্য হয় 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । স্থানীয় বাসিন্দা পাপাই অধিকারী বলেন, "টানা 72 ঘণ্টা জল ও বিদ্যুৎ না থাকলে কী অবস্থা হয়, তা আমরা ভালোভাবেই বুঝতে পারছি । পরিবার নিয়ে কার্যত দিশেহারা অবস্থা আমাদের । পৌর কতৃপক্ষকে জানানো হলেও কোনও কাজ হয়নি । তাই বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি আমরা ।" এবিষয়ে বারাসত পৌরসভার পৌরপ্রধান সুনীল মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বাসিন্দাদের দাবির সঙ্গে আমরাও সহমত । তবে, পানীয় জলের সমস্যা অনেক জায়গাতেই মেটানো হয়েছে । আর বিদ্যুতের বিষয়ে ওই দপ্তরের ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে আমার কথা হয়েছে । ওরাও চেষ্টা করছে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার । বাসিন্দাদের বুঝতে হবে, আমফানের তাণ্ডবে যেভাবে অসংখ্য বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে তা মেরামত করতে একটু তো সময় লাগবে । তবে আশা করছি, দু-একদিনের মধ্যে গোটা বারাসতের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে । বিদ্যুৎ চলে আসলে তখন আর জলের সমস্যাও থাকবে না ।"

এদিকে,বারাসত সাব ডিভিশনাল বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে, আমফানের তাণ্ডবে বারাসত মহকুমাতেই কয়েক হাজার বিদ্যুতের পোলের ক্ষতি হয়েছে । সেগুলো মেরামত করে দ্রুত বিদ্যুৎ পরিষেবা সচল করার আপ্রাণ চেষ্টা চলছে । আশা করা যায় দু-তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.