ETV Bharat / state

সমঝতার পক্ষে নেই শ্যাম, অর্জুনের বিরুদ্ধে পুরনো মামলার ফাইল খোলার হুঁশিয়ারি

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 31, 2023, 7:50 PM IST

Somnath Shyam slams Arjun Singh: অর্জুন সিংয়ের বিরুদ্ধে পুরনো খুনের মামলার ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন সোমনাথ শ্যাম ৷ বুঝিয়ে দিলেন যতই শীর্ষ নেতৃত্ব তাঁকে চুপ থাকতে নির্দেশ দিক, তিনি অর্জুন সিংয়ের সঙ্গে সমঝতায় যাবেন না ৷

ETV BHARAT
ETV BHARAT

অর্জুনের বিরুদ্ধে পুরনো মামলার ফাইল খোলার হুঁশিয়ারি

ব‍্যারাকপুর, 31 ডিসেম্বর: ব্যারাকপুর সোমনাথ শ্যাম এবং অর্জুন সিংয়ের মধ্যে দ্বন্দ্বের অবসান হল না ৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও না ৷ দলের নির্দেশ উপেক্ষা করেই আবারও ব‍্যারাকপুরের সাংসদের বিরুদ্ধে সরব হলেন তিনি ৷ এবার পুরনো খুনের মামলার ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন জগদ্দলের বিধায়ক ৷ নাম না করেই এই হুমকি ছিল অর্জুন সিংয়ের বিরুদ্ধে ৷ বুঝিয়ে দিলেন, অর্জুনের সঙ্গে কোনও সমঝতার পক্ষে নেই শ্যাম ৷

রবিবার ব‍্যারাকপুরের বাসুদেবপুরের কাউগাছি অঞ্চলে তৃণমূলের একটি কর্মসূচিতে যোগ দেন সোমনাথ শ্যাম ৷ ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীও ৷ সেই সভাতেই অর্জুন সিংয়ের বিরুদ্ধে থাকা পুরনো খুনের মামলার ফাইল খোলার হুমকি দিয়েছেন শ্যাম ৷ তিনি বলেন, "নোয়াপাড়া শহর তৃণমূলের সভাপতি গোপাল মজুমদার খুনের ঘটনার ফাইল পুনরায় খুলে মামলা চালু করতে হবে ৷ এর জন্য যা যা করা দরকার আমি তা করব ৷ যাতে খুনের ঘটনার মূল চক্রীকে গ্রেফতার করা যায় ৷" স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, এই মূলচক্রী বলতে অর্জুন সিংকেই নিশানা করেছেন সোমনাথ শ্যাম ৷

শুধু তাই নয়, একাধিক খুনের মামলার হলুদ ফাইল ফের খোলার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক ৷ ব্যারাকপুরের সাংসদের মুখোশ খুলে দেওয়ারও কথাও বলেন তিনি ৷ এর পরেই সোমনাথ জানিয়েছেন, "সেই সমস্ত খুনের যাবতীয় ফাইল আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব ৷" দলে থেকে ব্যারাকপুরের সাংসদ তৃণমূলের ক্ষতি করছেন বলেও মনে করেন তিনি ৷

উল্লেখ্য, শীর্ষ নেতৃত্বের তরফে সোমনাথ শ্যামকে ব্যারাকপুরের সাংসদের সঙ্গে সমস্ত বিবাদ মিটিয়ে নিতে বলা হয়েছিল ৷ তৃণমূল সূত্রে খবর, এর জন্য রাজ‍্য সভাপতি সুব্রত বক্সীকে দায়িত্ব দেওয়া হয়েছিল ৷ তিনি ব্যারাকপুরের দুই যুযুধান তৃণমূল নেতার মধ্যে সমস্যা মেটাতে দু’পক্ষকে মুখোমুখি বসানোর চেষ্টা করেছিলেন ৷ যদিও, দ্বন্দ্ব মেটাতে বৈঠক ডাকার কথা আগেই অস্বীকার করেছেন সুব্রত বক্সী ৷ কিন্তু, দ্বন্দ্ব ঠেকানোর বৈঠক না হলেও, সেখানে অর্জুন সিং এলেও সোমনাথ শ্যাম আসেননি ৷ তাই শীর্ষ নেতৃত্ব সত্যি কোনও উদ্যোগ নিয়ে থাকলে, তাতে আগেই জল ঢেলে দিয়েছিলেন জগদ্দলের বিধায়ক ৷ আর এবার মমতার নির্দেশও উপেক্ষা করলেন সোমনাথ শ্যাম ৷

সোমনাথ-সুবোধের আক্রমণের প্রসঙ্গে এদিন বারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, "দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এ বিষয়ে মুখ খুলতে বারণ করেছেন আমাকে । তাই কে কী বলল, তাতে কিছু আসে যায় না । আমি দলের একনিষ্ঠ সৈনিক । দল এ বিষয়ে যা উত্তর দেওয়ার দেবে । সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে । দলে কারও কথাতে ভোট হয় না । ভোট হয় কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে । তাই, তাঁর আশীর্বাদ যার মাথায় থাকবে সেই থাকবে রাস্তাতে ।"

আরও পড়ুন:

  1. 'দ্বন্দ্ব ঠেকাতে' বৈঠকের কথা অস্বীকার সুব্রত বক্সীর, নৈহাটিতে উৎসব মঞ্চে শুধুই অর্জুন
  2. সভা মঞ্চে মমতার পা ছুঁয়ে প্রণাম অর্জুনের, মাথায় হাত রাখলেন দলনেত্রীও
  3. অর্জুনকে 'সেন্সর' করল রাজ্য তৃণমূল নেতৃত্ব, তবু বিধায়কের বিরুদ্ধে মুখ খুললেন সাংসদ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.