ETV Bharat / state

Migrant Workers Death in Odisha: ওড়িশায় ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত উত্তর 24 পরগনার সাত শ্রমিক

author img

By

Published : Feb 25, 2023, 6:01 PM IST

ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনা প্রাণ কাড়ল রাজ‍্যের সাত শ্রমিকের (Migrant Workers Death in Odisha) । শোকস্তব্ধ বসিরহাটের গ্রাম । দেহ ফেরাতে তৎপরতা রাজ‍্য সরকারের ।

Migrant Workers Death
ওড়িশায় ভয়াবহ দুর্ঘটনা

বসিরহাট, 25 ফেব্রুয়ারি: ওড়িশার জাজপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল এই রাজ্যের সাত শ্রমিকের । এদের প্রত্যেকেরই বাড়ি উত্তর 24 পরগনার বসিরহাটের মাটিয়া থানার নেভালপুর সরদার পাড়ায় । নিহতদের মধ্যে তিনজন আবার একই পরিবারের সদস্য । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা হলেন, সুরজ মণ্ডল(44), মহম্মদ আমজাদ আলি সরদার(28), জাহাঙ্গীর সরদার(32), করিম সরদার(21), মহম্মদ আমিরুল আলি সরদার(26), মহম্মদ আরিফ সরদার(27) এবং মোয়াজ্জেম সরদার(30) । এদের মধ্যে সুরজ হলেন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক । মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম । গ্রামজুড়ে শুধু কান্নার রোল । সূত্রের খবর, পড়শি রাজ‍্য ওড়িশা থেকে দেহ ফেরাতে তৎপর হয়েছে নবান্ন । ওড়িশা সরকারের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগও করা হয়েছে ।

পরিবার সূত্রে খবর, নিহতেরা সকলেই ওড়িশার জাজপুরে একটি পোলট্রি ফার্মে কাজ করতেন । সেখানেই এই সাতজন মুরগি নিয়ে গিয়েছিলেন শুক্রবার বিকেলের দিকে । একটি চার চাকা গাড়ি ভাড়া নিয়ে বসিরহাটের মাটিয়া থেকে রওনা হয়েছিলেন সকলে মিলে । শনিবার ভোরে পোলট্রি বোঝাই সেই গাড়িটিই দুর্ঘটনার কবলে পড়ে । জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ ওড়িশার জাজপুরের ধর্মশালায় 16 নম্বর জাতীয় সড়কের ধারে চার চাকার ওই গাড়িটি দাঁড়িয়েছিল শ্রমিকদের বিশ্রামের জন্য । তখন পিছন থেকে একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িটিতে । দুর্ঘটনার তীব্রতায় গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায় । যার জেরে সাতজনের দেহ বের করে আনতে বেগ পেতে হয় স্থানীয় লোকজনকে ।

অনেক চেষ্টার পর কোনওরকমে তাঁদের বের করা সম্ভব হলেও তখন আর কারও দেহেই প্রাণ ছিল না । ভয়াবহ দুর্ঘটনায় সাতজন শ্রমিকেরই মৃত্যু হয় ঘটনাস্থলে (Seven Migrant Workers of Bengal die) । খবর পেয়ে ধর্মশালা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ওড়িশার কটক মেডিক্যাল হাসপাতালে । সেইসঙ্গে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয়েছে । এদিকে,দুর্ঘটনায় রাজ‍্যের সাত শ্রমিকের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই শোকস্তদ্ধ মাটিয়ার নেভালপুর সরদার পাড়া ।

Migrant Workers Death
শোকে ভেঙে পড়েছে গোটা গ্রাম

দেহ ফিরিয়ে আনতে ইতিমধ্যে নিহতের পরিবারের লোকেরা রওনা হয়ে গিয়েছেন ওড়িশাতে । পাশাপাশি পরিবারের সঙ্গে সরকারি তরফে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ‍্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে । অন‍্যদিকে, ভোরের ঘন কুয়াশার জেরে এই দুর্ঘটনা? নাকি ঘাতক গাড়ির গতিবেগ অত‍্যাধিক ছিল? যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে কি না, সবটাই খতিয়ে দেখছে স্থানীয় ধর্মশালা থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

আরও পড়ুন: সিকিমের ধসে মৃত্যু জলপাইগুড়ির দুই শ্রমিকের, দেহ ফিরল বাড়িতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.