ETV Bharat / state

Mohan Bhagwat: দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো মোহন ভাগবতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 1:21 PM IST

Mohan Bhagwat
Mohan Bhagwat

Mohan Bhagwat at Dakshineswar Temple: দু’দিনের বঙ্গ সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ মঙ্গলবার তিনি বেলুড় মঠে যোগ দেন স্বস্তিকার 75 বছর পূর্তি অনুষ্ঠানে ৷ বুধবার সকালে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিলেন তিনি ৷ আজই তাঁর নাগপুরে ফিরে যাওয়ার কথা ৷

কলকাতা ও দক্ষিণেশ্বর, 4 অক্টোবর: বৃষ্টি মাথায় নিয়েই বুধবার দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিতে এলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত । আরএসএস প্রধানকে অভ্যর্থনা জানাতে এ দিন সকালে মন্দির চত্বরে হাজির ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্থানীয় নেতা থেকে মন্দিরের অছি কমিটির সদস্যরা ।

মন্দির কমিটি সূত্রে খবর, এদিন সকাল প্রায় 8টা নাগাদ আরএসএস-এর সরসংঘচালক মোহন ভাগবতের কনভয় এসে পৌঁছয় দক্ষিণেশ্বর মন্দির চত্বরে । এরপর গাড়ি থেকে নেমে সোজা তিনি ঢুকে যান মন্দিরের ভিতরে । মা ভবতারিণী-কে পুজো দেওয়ার পর এই আরএসএস নেতা রামকৃষ্ণ ও মা সারদার ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান । প্রণাম করে আশীর্বাদও চেয়ে নেন ।

এরপর কড়া নিরাপত্তায় বাইরে বেরিয়ে আসেন আরএসএস প্রধান মোহন ভাগবত । তবে, সংবাদমাধ্যমের এই নিয়ে তেমন বিশেষ কিছু বলেননি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান । শুধু তিনি বলেছেন, "এর আগেও এই মন্দিরে আমি এসেছি । এখানে এসে আমি খুব খুশি ৷" এই কয়েকটি শব্দ বলার পরই গাড়িতে উঠে তাঁর কনভয় নিয়ে বেরিয়ে যান মন্দির চত্বর থেকে ।

প্রসঙ্গত, দু'দিনের সফরে এরাজ্যে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত । এই দু'দিনে পশ্চিমবঙ্গে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে বলে খবর আরএসএস সূত্রে । মঙ্গলবার বেলুড় মঠে সংঘের পুস্তিকা স্বস্তিকার 75 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি ৷

1948 সালে এই পুস্তিকার পথচলা শুরু ৷ সেই সময় থেকে প্রকাশিত বিশিষ্ট ব্যক্তিদের 75টি লেখার একটি বিশেষ সংস্করণও স্বস্তিকা তৈরি করেছে ৷ সেটিই প্রকাশিত হয় সংঘ প্রধানের হাত ধরে ৷ তাছাড়া তিনি স্বস্তিকার ডিজিটাল সংস্করণেরও উদ্বোধন করেন ৷ আজই তাঁর নাগপুরে ফেরার কথা ৷

এদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে মোহন ভাগবতের পুজো দেওয়াকে কেন্দ্র করে এ দিন সেখানে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল । স্থানীয় থানার পুলিশের সঙ্গে ব‍্যারাকপুর কমিশনারেটের উচ্চপদস্থ কর্তারাও এদিন হাজির ছিলেন সেখানে ।

আরও পড়ুন: সবকিছুই রামের আর সবার মধ্যেই রাম আছেন : মোহন ভাগবত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.