ETV Bharat / state

কঙ্কালসার চেহারা রাস্তার, চরম সমস্যায় বনগাঁর গোপালনগরের বাসিন্দারা

author img

By

Published : Jul 2, 2021, 9:59 PM IST

BONGAON
কঙ্কালসার চেহারা রাস্তার, চরম সমস্যায় বনগাঁর গোপালনগরের বাসিন্দারা

উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগর টালিখোলা থেকে সিন্দ্রানী পর্যন্ত বাজিতপুর রোড কঙ্কালসার চেহারা নিয়েছে । ফলে চরম সমস্যায় পড়ছেন এলাকার মানুষজন । দ্রুত রাস্তা সারানোর দাবি করেছেন তারা ।

বনগাঁ, 2 জুলাই: সামান্য বৃষ্টিতেই কঙ্কালসার চেহারা নিয়েছে রাস্তা । উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগর টালিখোলা থেকে সিন্দ্রানী পর্যন্ত বাজিতপুর রোডের সর্বত্র প্রায় একই চেহারা । কুড়ি কিলোমিটার এই রাস্তার প্রায় 8 কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ । চলতি মাসের নিম্নচাপের সামান্য বৃষ্টিতেই গোটা রাস্তায় দেখা গিয়েছে বড় বড় গর্ত । বৃষ্টির জল জমে রাস্তা একপ্রকার জলাশয়ের চেহারা নিয়েছে । যার ফলে চরম সমস্যায় পড়ছেন এলাকার মানুষজন । দ্রুত রাস্তা সারানোর দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা ।

এই রাস্তা দিয়ে বেশ কয়েকটি রুটের বাস এবং অটো চলাচল করে । সমস্যায় পড়েছেন এই রুটের গাড়িচালকরা । তাঁদের দাবি, রাস্তা খারাপ থাকার জন্য প্রায়শই নানা সমস্যার সম্মুখীন হতে হয় । এতে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে । মাঝে মধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে । রাস্তার অবস্থা খারাপ থাকায় অ্যাম্বুলেন্স চালকরাও যেতে চান না । রাস্তা ঠিক হলে গাড়ি রক্ষণাবেক্ষণের খরচও কমে যাবে ।

স্থানীয়দের দাবি, একটু বর্ষায় কঙ্কালসার অবস্থা হয় রাস্তার । রাস্তার মাঝে বড় বড় গর্ত তৈরি হয় । রাস্তার এমন অবস্থা যে চলাচলের উপযুক্ত নয় । সমস্যা আরও বাড়ে এই রাস্তা দিয়ে রোগী নিয়ে যাওয়ার সময় । দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানো সত্বেও সমস্যার কোনও সুরাহা হয়নি । তাদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হোক ।

কঙ্কালসার চেহারা রাস্তার, চরম সমস্যায় বনগাঁর গোপালনগরের বাসিন্দারা

আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত আটটি বাড়ি, অতিরিক্ত খননের জেরেই কি সুটি খালে ভাঙন ?

এই ব্যাপারে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সৌমেন্দ্রনাথ দত্তের দাবি, যশের পরে নিম্নচাপের বৃষ্টিতে রাস্তার অবস্থা আরও কিছুটা খারাপ হয়েছে । এই রাস্তাটি পূর্ত দফতরের অধীনস্থ । ইতিমধ্যেই তাদেরকে অবগত করেছে স্থানীয় পঞ্চায়েত । বনগাঁ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শৈলেন্দ্রনাথ মাইতি জানান, এই রাস্তার ব্যাপারে সবাই অবগত আছেন । অফিসিয়াল কাগজপত্রের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে । খুব দ্রুত পঞ্চায়েতের মাধ্যমে কাজ শুরু করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.