ETV Bharat / state

Online Bank Fraud: অনলাইন প্রতারণার অভিযোগে রাজস্থান পুলিশের জালে রাজ্যের 2 প্রতারক

author img

By

Published : Jun 18, 2022, 4:10 PM IST

Rajasthan Police Arrests Two Fraudster from New Town in Online Bank Fraud Case
Rajasthan Police Arrests Two Fraudster from New Town in Online Bank Fraud Case

ভুয়ো অ্যাপ দিয়ে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে রাজস্থান পুলিশ (Rajasthan Police Arrests Two Fraudster from New Town in Online Bank Fraud Case) ৷ নিউটাউন থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে রাজস্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷ অভিযোগ, রাজস্থানের এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা প্রতারণা করা হয় ৷

বারাসত, 18 জুন : ভুয়ো অ্যাপের মাধ্যমে রাজস্থানের বাসিন্দা এক ব্যক্তির ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ৷ সেই ঘটনায় রাজস্থান পুলিশ সুমিত ভাটিয়া ও কপিল ভাটিয়া নামে ওই দুই প্রতারককে নিউটাউন থেকে গ্রেফতার করে (Rajasthan Police Arrests Two Fraudster from New Town in Online Bank Fraud Case) । ধৃত দুই প্রতারককে বারাসত আদালতে পেশ করা হলে ট্রানজিট রিমান্ডে রাজস্থানে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ৷ সেই মতো এ দিন দুপুরের পর ধৃত দুই প্রতারককে নিয়ে রাজস্থানে রওনা হয়েছে তদন্তকারী আধিকারিকরা ৷

এ বিষয়ে বারাসত আদালতের আইনজীবী এ জামান জানান, ‘‘রাজস্থানের একটি আদালতে প্রতারিত এক ব‍্যক্তি মামলা দায়ের করেন ৷ অভিযোগ করেন, ভুয়ো অ্যাপের প্রলোভনে পড়ে তাঁর ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে 3 লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে ৷ এর পর মামলাটি সেখানকার সাইবার সেলকে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয় ৷ ফোন নম্বরের ভিত্তিতে তদন্ত শুরু করে সেই রাজ্যের পুলিশ ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতারকরা গা ঢাকা দিয়ে রয়েছে এ রাজ্যে ৷ সেই মতো রাজস্থান থেকে পুলিশের একটি দল পশ্চিমবঙ্গে আসে তাঁদের ধরার জন্য ৷ নিউটাউন থানার সহযোগিতায় বৃহস্পতিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয় ৷’’

অনলাইন প্রতারণার অভিযোগে রাজস্থান পুলিশের জালে রাজ্যের 2

আরও পড়ুন : Payel Sarkar's Husband Arrested : চাকরির নামে লক্ষাধিক টাকার প্রতারণা ! গ্রেফতার অভিনেত্রী পায়েল সরকারের স্বামী

তিনি আরও বলেন, শুধু প্রতারিত ব‍্যক্তি নন ৷ এ রকম আরও অনেকের সঙ্গে ধৃতেরা একই কায়দায় প্রতারণা করেছেন বলে অভিযোগ ৷ এ দিন ধৃত দুই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে রাজস্থানে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বারাসত আদালত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.