ETV Bharat / state

Amdanga criminal arrest : আমডাঙায় 60 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা, গ্রেফতার 5

author img

By

Published : Oct 7, 2021, 10:22 PM IST

Amdanga criminal arrest
24 ঘণ্টার মধ্যে আমডাঙায় ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ

এই ছিনতাইয়ের ঘটনায় ধৃত পাঁচ দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিতে শুক্রবার তাদের বারাসত আদালতে পেশ করবে আমডাঙা থানার পুলিশ ।

বারাসত, 7 অক্টোবর : 24 ঘণ্টার মধ্যেই মাছ ব্যবসার 60 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার কিনারা করল পুলিশ । ঘটনায় যুক্ত পাঁচ দুষ্কৃতীকেও গ্রেফতার করা হয়েছে । বাজেয়াপ্ত হয়েছে ছিনতাইয়ে ব্যবহৃত স্করপিও গাড়ি,আগ্নেয়াস্ত্র-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি । তবে, ছিনতাইয়ের 60 লাখ টাকার মধ্যে 40 লাখ টাকা উদ্ধার হলেও বাকি টাকা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ । ধৃতদের জেরা করে বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলাচ্ছে পুলিশ ৷

বুধবার আমডাঙার গাদামারার 34 নম্বর জাতীয় সড়কে একটি ভিন রাজ্যের ট্রাক আটকে চালক ও খালাসিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মাছ ব্যবসার 60 লাখ টাকা ছিনতাই করে পালিয়েছিল কয়েকজন দুষ্কৃতী। চালকের অভিযোগ পেয়ে দ্রুত ঘটনার তদন্ত শুরু করে পুলিশের বিশেষ দল । সূত্র মারফত খবর পেয়ে নদিয়ার রানাঘাটে অভিযান চালিয়ে ধরা হয় পাঁচ দুষ্কৃতীকে । উদ্ধার হয় ছিনতাইয়ের অধিকাংশ টাকা ।

আরও পড়ুন : Malda Gang Rape : ছাত্রীকে গণধর্ষণে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ মালদায়

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "ঘটনার সঙ্গে আরও দু-একজন যুক্ত থাকতে পারে । তাঁদের খোঁজে তল্লাশি চলছে । সেই সঙ্গে বাকি টাকাও উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। " 24 ঘণ্টার মধ্যে আমডাঙা থানার বিশেষ তদন্তকারী দল এই ঘটনার কিনারা করায় একে পুলিশের বড়সড় সাফল্য হিসেবেই দেখছেন জেলার পুলিশ সুপার ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , 28 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশ থেকে একটি মাছ বোঝাই দশ চাকার ট্রাক রওনা দিয়েছিল পশ্চিমবঙ্গের উদ্দেশে । 1 অক্টোবর ট্রাকটি পৌঁছয় নদিয়ার রানাঘাটে মাছের ডেলিভারি করতে । সেখান থেকে মাছ বিক্রি বাবদ 60 লক্ষ টাকা নিয়ে 6 অক্টোবর ফের অন্ধপ্রদেশের উদ্দেশে রওনা দেন ট্রাক চালক । বিপুল এই টাকা নিয়ে যাওয়ার খবর আগাম জানতে পেরে যায় দুষ্কৃতীদের একটি দল । সেই মতো আগে থেকেই একটি স্করপিও গাড়ি নিয়ে আমডাঙার 34 নম্বর জাতীয় সড়কে ওত পেতে বসেছিল কয়েকজন দুষ্কৃতী । ট্রাকটি গাদামারার কাছে আসতে স্করপিও গাড়ি দিয়ে আটকে দেওয়া হয় । এরপর চালক ও খালাসিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 60 লাখ টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা । এরপরই তদন্তে নেমে 24 ঘণ্টার মধ্যে ছিনতাইয়ের কিনারা করে আমডাঙা থানার পুলিশ ।

এই ছিনতাইয়ের ঘটনায় ধৃত পাঁচ দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিতে শুক্রবার তাদের বারাসত আদালতে পেশ করবে আমডাঙা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.